জেলা পরিষদ নির্বাচন : চাঁপাইয়ে রুহুল আমিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের
মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টায়
জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও
জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন এবং সহকারি রিটার্নিং কর্মকর্তা ও জেলা
নির্বাচন অফিসার মো. মোতাওয়াক্কিল রহমান ২৫ প্রার্থীর প্রতীক বরাদ্দ করেন। এদিকে চেয়ারম্যান পদে একক প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন
হওয়ায় নিয়মানুযায়ী বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাঁকে নির্বাচিত ঘোষণা এবং তাঁর
হাতে প্রজ্ঞাপনের চিঠি তুলে দেয়া হয়। চেয়ারম্যান পদ ছাড়া জেলা পরিষদের ৫টি
সাধারণ ওয়ার্ডের ২০ জন এবং ২টি সংরক্ষিত নারী আসনের ৫ জন প্রার্থীর মধ্যে
প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে জেলা প্রশাসক প্রার্থীদের
নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার চালানোর জন্য আহ্বান জানান। এর যেন কোনো
ধরনের ব্যত্যয় না ঘটে। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন শেষ করার জন্য তিনি
প্রার্থীদের সহযোগিতা কামনা করেন। প্রতীক বরাদ্দ পাবার পর সদস্য পদের
প্রার্থীরা পোস্টার ছাপিয়ে প্রচার শুরু করেছেন। এছাড়া তাদের সমর্থকরা
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রার্থীদের পোস্টার পোস্ট করে সমর্থন
চাইতে শুরু করেছেন।
Comments
Post a Comment