যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় চারজন নিহত
যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুক হামলার ঘটনায় চারজন নিহত হয়েছেন। একজন আহত হয়েছেন; তার অবস্থাও গুরুতর। ইউনিভার্সিটি অব নেভাদার মূল ক্যাম্পাসে হামলার এই ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে একজন হামলাকারীও আছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।
লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ বিভাগের শেরিফ কেভিন ম্যাকমাহিল জানিয়েছেন, ঘটনাস্থল এবং আশপাশের এলাকায় এখন আর কোনো হুমকি নেই। তবে ‘সতর্কতার কারণে’ স্থানগুলো আপাতত বন্ধ করে রাখা হয়েছে।
তথ্যসূত্র: বাংলানিউজূ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নেভাদা লাস ভেগাসের মূল ক্যাম্পাসে হামলার ঘটনা ঘটে বুধবার (৬ ডিসেম্বর)। এক বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ৩ জন নিহত হন।
পরে হামলাকারী নিজেও নিহত হয়েছে। লাস ভেগাস পুলিশ বিভাগ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
তবে, বিবৃতিতে তারা নিহতদের পরিচয় সম্পর্কে কিছু জানায়নি। হামলাকারী পুলিশের গুলিতে নিহত না কী আত্মহত্যা করেছে সে সম্পর্কেও কোনো তথ্য দেয়া হয়নি বিবৃতিতে।
ইউনিভার্সিটি পুলিশের মুখপাত্র অ্যাডাম গার্সিয়া ব্রিফিঙে জানিয়েছেন, ক্যাম্পাসে একজন সক্রিয় শুটারের বিষয়ে জানার পর আইন প্রয়োগকারী কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানায়। সন্দেহভাজন ওই ব্যক্তি নিহত হয়েছে।
Comments
Post a Comment