কমিশন চেয়ারম্যানের পদত্যাগ চাইলেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসনের ৫০ শতাংশ কোটা ইস্যুতে জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরীকে পদত্যাগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (বাসা)। বুধবার (২৫ ডিসেম্বর) রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে এ দাবি জানান বিসিএস ৯ম ব্যাচের কর্মকর্তা জাকির হোসেন কালাম। তিনি বলেন, শুধু সংস্কার কমিশনের চেয়ারম্যানকে পদত্যাগ করলেই হবে না, সব স্টেকহোল্ডারকে নিয়ে এ সংস্কার কমিশনকে পুনর্গঠন করতে হবে। এর আগে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব সোহেল রানা বলেন, উপসচিব পদে ৫০ শতাংশ হারে পদায়ন বৈষম্যমূলক, অযৌক্তিক ও ষড়যন্ত্রমূলক। রাষ্ট্রকে দুর্বল করার কোনো প্রচেষ্টা চলছে কি না, এটাও আমাদের দেখতে হবে। এর আগে গত ১৭ ডিসেম্বর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী জানান, উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের ৫০ শতাংশ এবং অন্য সব ক্যাডার থেকে ৫০ শতাংশ কোটা রাখার সুপারিশ করবেন তারা। বর্তমান বিধিমালা অনুযায়ী, উপসচি...
শুক্রবার মস্কোয় সমাধি দেয়া হবে নাভালনিকে আগামীকাল শুক্রবার মস্কোর একটি সমাধিক্ষেত্রে সমাহিত করা হবে রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে। ম্যারিনো জেলায় বিদায়ী অনুষ্ঠানের পর বোরিসোভস্কয়ে সমাহিত করার কাজ সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) এক মুখপাত্র বলেন, নাভালনির দাফনের খবর জেনে অনেকেই ঘর দিতে চাইছে না। উল্লেখ্য, চলতি মাসেই এক আর্কটিক কারাগারে মারা যান নাভালনি। গত কয়েক বছর ধরে তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক বলে পরিচিত ছিলেন। নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়াসহ বিশ্বনেতাদের অনেকে তাঁর মৃত্যুর জন্য পুতিনকে দায়ী করছেন। নাভালনির দল চেয়েছিল ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন করতে। কিন্তু কবর খোঁড়ার কাউকে না পাওয়ায় তা পিছিয়ে গিয়েছে। নাভালনির অ্যান্টি করাপশন ফাউন্ডেশনের পরিচালক ইভান ঝদানভ এক্স হ্যান্ডলে এই কথা জানিয়েছেন। তথ্যসূত্র: আজকাল অনলাইন