আগামীকাল শুক্রবার মস্কোর একটি সমাধিক্ষেত্রে সমাহিত করা হবে রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে। ম্যারিনো জেলায় বিদায়ী অনুষ্ঠানের পর বোরিসোভস্কয়ে সমাহিত করার কাজ সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) এক মুখপাত্র বলেন, নাভালনির দাফনের খবর জেনে অনেকেই ঘর দিতে চাইছে না। উল্লেখ্য, চলতি মাসেই এক আর্কটিক কারাগারে মারা যান নাভালনি। গত কয়েক বছর ধরে তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক বলে পরিচিত ছিলেন।
নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়াসহ বিশ্বনেতাদের অনেকে তাঁর মৃত্যুর জন্য পুতিনকে দায়ী করছেন। নাভালনির দল চেয়েছিল ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন করতে।
কিন্তু কবর খোঁড়ার কাউকে না পাওয়ায় তা পিছিয়ে গিয়েছে। নাভালনির অ্যান্টি করাপশন ফাউন্ডেশনের পরিচালক ইভান ঝদানভ এক্স হ্যান্ডলে এই কথা জানিয়েছেন। তথ্যসূত্র: আজকাল অনলাইন
Comments
Post a Comment