বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে। কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...
চাঁপাইনবাবগঞ্জ সদর আসন: মনোনয়ন নিয়ে আলোচনায় রয়েছেন সাংসদ ওদুদ
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনে মনোনয়ন নিয়ে আলোচনায় রয়েছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাংসদ আবদল ওদুদ বিশ্বাস। আগামী নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে বিপুল ভোটে নিশ্চিত জয়লাভ করবেন বলে জানান তিনি। আর নির্বাচিত হলে সদর উপজেলার বেকারত্ব ও মাদক নিয়ন্ত্রণ হবে তার প্রধান লক্ষ্য। ২০০৮ ও ২০১৪ সালের সংসদ নির্বাচনে বিপুল পরিমাণ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন তিনি। গত ১০ বছরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ১০ বছরে চর অঞ্চলসহ সর্বত্রই ব্যাপক উন্নয়ন করেছেন। যা স্বাধীনতার পর কোন সরকারই করেনি। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল ২৫০ আসনে উন্নিত করা, শেখ হাসিনা সেতু নির্মাণ, কৃষি বিশ্ব বিদ্যালয়, চিপ জুডিশিয়াল ম্যাজিস্টেট ভবন নির্মাণ, রেলের উন্নয়ন, গ্রামীন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পদ্মার ভাঙন রোধে ব্যবস্থা গ্রহনসহ প্রায় ৩০টি স্কুল কলেজ ও আলিয়া মাদ্রাসার উর্দ্ধমূখি ভবন নির্মাণ এ উন্নয়ন দিয়েই তিনি সাধারণ ভোটারদের মন জয় করেছেন। ইতোমধ্যে সরকার চাঁপাইনবাবগঞ্জের ৫টি উপজেলায় প্রায় ৯০ ভাগ বিদ্যুতের সংযোগ দিয়ে বিস্ময়কর সাফল্য অর্জন করেছেন। সাংসদ আবদুল ওদুদ জানান, গত ১০ বছরে সদর উপজেলার জনগণের চাহিদা অনুযায়ী প্রায় ৮০ ভাগ উন্নয়ন করেছি। আসন্ন নির্বাচনে নির্বাচিত হলে বর্তমান সরকারের ভিশন ২০২১ বাস্তবায়নে সহযোগিতা করবো। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার উন্নয়ন পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ শহরকে গ্রীন সিটিতে পরিণত করার জন্য রাস্তা প্রশস্তকরণ, সবুজায়ন, গ্যাস সংযোগ, নারীর ক্ষমতায়ন, নদী খনন, পদ্মার ভাঙন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ, বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান ও একটি উন্নতমানের উচ্চ বিদ্যালয় নির্মাণ করবো। নির্বাচনের প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, প্রায় ২৮ হাজার পুরুষ ও নারীর সমন্বয়ে একটি শক্তিশালী নির্বাচন পরিচালনা কমিটি তৈরি করা হয়েছে। তিনি বলেন, মনোনয়ন পেলে জয়লাভ করে বর্তমান সরকারের উন্নয়নের ধারা আরও বেগবান করতে তিনি তার অভিজ্ঞতা ও জনগণের প্রতি অকৃত্রিম ভালোবাস থেকেই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একযোগে কাজ করে যাবেন। আসন্ন নির্বাচনে সদর উপজেলার এ উন্নয়নই নৌকার বিজয় সুনিশ্চিত করবে।

Comments
Post a Comment