বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে। কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...
বিজয় দিবসের নাটক ‘অপেক্ষা’
উত্তরায় শুটিং চলছে মহান বিজয় দিবসের বিশেষ নাটক ‘অপেক্ষা’র। নাট্যকার শফিকুর রহমান শান্তনু রচিত নাটকটির নির্মাতা চয়নিকা চৌধুরী। এতে অভিনয় করেছেন, সুবর্না মুস্তাফা, আনিসুর রহমান মিলন, দীপা খন্দকার, কাজল সুবর্ন ও আযম খান।
নাটকের গল্পে দেখা যায়, মিলন চাকরি করেন একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে। একদিন তিনি দেখেন, তার বস্ খুব চিন্তিত। কথাপ্রসঙ্গে জানতে পারেন, বসের মেয়ে একটা সমস্যার মধ্যে আছে। সেই সমস্যার সমাধান খুঁজতে গিয়ে তারা জড়িয়ে পড়েন ৭১ এর মুক্তিযুদ্ধে স্বজনহারা একটি পরিবারের দুঃখ কষ্ট আনন্দ আর এক জীবনের অপেক্ষার সাথে।
এ সম্পর্কে নাট্যকার শফিকুর রহমান শান্তনু বলেন, ‘গল্পটি শহীদ এক মুক্তিযোদ্ধার স্ত্রীর জীবন সংগ্রাম ও অপেক্ষার গল্প। যা দেখে আমরা একইসাথে আবেগতাড়িত ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় নতুনভাবে উজ্জীবিত হবো।’ নাটকটি আগামী বিজয় দিবসে টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।


Comments
Post a Comment