রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত
নির্বাচনের সর্বশেষ প্রস্তুতি নিয়ে ইসির সভা আজ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সর্বশেষ প্রস্তুতি নিয়ে আজ শনিবার বৈঠকে বসছে কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন পাঁচ সদস্যর কমিশন। বিকাল ৩টায় আগারগাঁও নির্বাচন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের আলোচনায় গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ সংক্রান্ত বিধিমালাসমূহ পর্যালোচনা এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি রাখা হয়েছে। এই বৈঠকের পর আগামীকাল রবিবার তফসিল চূড়ান্ত করতে আরেকটি বৈঠকে বসবে ইসি।
এদিকে, জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নির্বাচনের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত সব কর্মকর্তা ও কর্মচারির সাপ্তাহিক ও সরকারি ছুটি বাতিল করেছে ইসি। গত বৃহস্পতিবার ইসির সহকারি সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এর অংশ হিসাবে গতকাল শুক্রবার অফিস করেছেন প্রধান নির্বাচন কমিশনারসহ চারজন নির্বাচন কমিশনার, ইসি সচিব, অতিরিক্ত সচিবসহ সচিবালয়ের সংশ্লিষ্টরা। নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, শনিবার বিকেল তিনটায় যে কমিশন সভা অনুষ্ঠিত হবে সেখানে তফসিল ঘোষণার বিষয়টি চুড়ান্ত হবে না। তবে নির্বাচনের সর্বশেষ প্রস্তুতি, আইন কানুনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাতে তফসিল ও ভোটের বিষয়ে আলোচনা হয়। আগামী ২৭ ডিসেম্বর ভোট অনুষ্ঠিত হতে পারে বলে রাষ্ট্রপতিকে একটি ধারণা দেয়া হয় বলে বৈঠকে উপস্থিত একজন নিশ্চিত করেছেন। বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা সাংবাদিকদের বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের বিষয়ে আগামী ৪ নভেম্বর সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণা কবে হবে, সে সিদ্ধান্তও হবে ওইদিন।

Comments
Post a Comment