মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের অধিকাংশকে অবৈধ বলে রায় দিয়েছে দেশটির আপিল আদালত। শুক্রবার (২৯ আগস্ট) এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে আন্তর্জাতিক অর্থনীতিতে প্রভাব বিস্তারে রিপাবলিকান নেতার প্রধানতম হাতিয়ার এখন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ওয়াশিংটন ডিসিভিত্তিক মার্কিন ফেডারেল সার্কিট আপিল আদালতের ৭-৪ ভোটে দেওয়া এই রায়ে এপ্রিল মাসে ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের অংশ হিসেবে আরোপিত পারস্পরিক শুল্ক এবং ফেব্রুয়ারিতে চীন, কানাডা, মেক্সিকোর ওপর আরোপিত আরেক দফা শুল্কের বৈধতা নিয়ে রায় দিয়েছে। রায়ের পক্ষে মত দেওয়া সাত বিচারপতির ছয়জন ডেমোক্র্যাট আর একজন রিপাবলিকান আমলে নিয়োগপ্রাপ্ত। আর রায়ের বিপক্ষে অবস্থানকারীদের মধ্যে দুজন ডেমোক্র্যাট ও দুজন রিপাবালিকান প্রশাসনের অধীনে নিয়োগ পেয়েছেন। অ বশ্য, অন্য আইনি কর্তৃপক্ষ আরোপিত শুল্ক, যেমন ট্রাম্পের স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক, এই রায়ের প্রভাব নেই। হোয়াইট হাউজের দ্বিতীয় মেয়াদে শুল্ককে মার্কিন পররাষ্ট্রনীতির একটি মূল ভিত্তি বানিয়ে ফেলেছেন ট্রাম্প। ইচ্ছেমতো এই হাতিয়ার ব্যবহার করে তিনি বাণিজ্য অংশীদারদ...
দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও হারল বাংলাদেশের মেয়েরা
টি-টোয়েন্টি এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে বেশ আত্মবিশ্বাস নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপে পা রেখেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিন্তু হতাশা বাড়িয়ে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে তলানিতে থেকে শেষে করেছে টাইগ্রেসরা।গ্রুপের শেষ ম্যাচে আজ বাংলাদেশ সময় ভোর ৬টায় শক্তিশালী দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় বাংলাদেশি মেয়েরা।
টস হেরে বাংলাদেশের আমন্ত্রণে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১০৯ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ৭৯ রান তুলতেই থেমে যায় বাংলাদেশের ইনিংস। বাজে ব্যাটিংয়ের ধারাবাহিকতার ফলে গ্রুপের শেষ ম্যাচে ৩০ রানে হারে বাংলাদেশ দল। ব্যাটিং ব্যর্থতার টুর্নামেন্টে ৭৯ রানই চার ম্যাচে বাংলাদেশের সর্বোচ্চ। আগের তিন ম্যাচে স্কোর ছিল পাকিস্তানের বিপক্ষে ৪৬, ইংল্যান্ডের বিপক্ষে ৭৬ ও শ্রীলঙ্কার বিপক্ষে ৭২। ড্যারেন স্যামি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার হয়ে ওপেনিংয়ে লিজেল লি করেন ১৩ বলে ২১ রান।
তিনে নেমে মারিজান ক্যাপ ১৯ বলে ২৫। ১০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার রান ছিল ৩ উইকেটে ৬৪। তবে শেষে দিকে বাংলাদেশি মেয়েদের বোলিং তোপে খুব বেশি রান সংগ্রহ করতে পারেনি প্রোটিয়া মেয়েরা। বল হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট পান অধিনায়ক সালমা খাতুন। ৩ উইকেট নিয়ে বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০ উইকেট স্পর্শ করেন সালমা। এছাড়া খাদিজাতুল কোবরা পান ২টি উইকেট। ১টি করে উইকেট পান রুমানা আহমেদ ও নাহিদা আক্তার। ১১০ রানের লক্ষ্যে খেলতে নেমে উইকেট ধরে রাখলেও ওভারের সঙ্গে পাল্লা দিয়ে রান করতে পারেনি বাংলাদেশ। টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলতে নামা শারমিন আক্তার ৮ করতে বল খেলেছেন ২২টি। আরেক ওপেনার আয়েশা রহমান ৯ বলে ৩। বাংলাদেশের হয়ে ব্যাট হাতে ৪০ বলে সর্বোচ্চ ৩৪ রান নিয়ে অপরাজিত ছিলেন রুমানা আহমেদ। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করেন ফারজানা হক।
Comments
Post a Comment