বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ৩৭ শতাংশ রেসিপ্রোকাল (পাল্টা) শুল্ক স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে চূড়ান্ত বাণিজ্য চুক্তির লক্ষ্যে জোর তৎপরতা চালাচ্ছে সরকার। আগামী ৯ জুলাই এই শুল্কের স্থগিতাদেশ শেষ হতে যাচ্ছে। এর আগে চুক্তিটি চূড়ান্ত করতে ওয়াশিংটনের সঙ্গে দফায় দফায় আলোচনায় বসছে অন্তর্বর্তী সরকার। বা ণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ইউএসটিআর (যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দফতর) কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই-রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান। এ বৈঠকে যুক্তরাষ্ট্রকে আরও ন্যায্য একটি বাণিজ্য চুক্তির আহ্বান জানিয়ে বাংলাদেশ রেসিপ্রোকাল ট্যারিফ সর্বোচ্চ ১০ শতাংশে সীমিত রাখার প্রস্তাব তুলে ধরে। আগামী ২৯ জুন এই বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। এ র আগে, ১২ জুন দুই দেশের মধ্যে একটি ‘নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট’ স্বাক্ষরিত হয়, যার আওতায় প্রস্তাবিত রেসিপ্রোকাল ট্যারিফ চুক্তির খসড়া বাংলাদেশের কাছে পাঠায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশ তার জবাব পাঠিয়েছে ২...
দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও হারল বাংলাদেশের মেয়েরা
টি-টোয়েন্টি এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে বেশ আত্মবিশ্বাস নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপে পা রেখেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিন্তু হতাশা বাড়িয়ে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে তলানিতে থেকে শেষে করেছে টাইগ্রেসরা।গ্রুপের শেষ ম্যাচে আজ বাংলাদেশ সময় ভোর ৬টায় শক্তিশালী দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় বাংলাদেশি মেয়েরা।
টস হেরে বাংলাদেশের আমন্ত্রণে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১০৯ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ৭৯ রান তুলতেই থেমে যায় বাংলাদেশের ইনিংস। বাজে ব্যাটিংয়ের ধারাবাহিকতার ফলে গ্রুপের শেষ ম্যাচে ৩০ রানে হারে বাংলাদেশ দল। ব্যাটিং ব্যর্থতার টুর্নামেন্টে ৭৯ রানই চার ম্যাচে বাংলাদেশের সর্বোচ্চ। আগের তিন ম্যাচে স্কোর ছিল পাকিস্তানের বিপক্ষে ৪৬, ইংল্যান্ডের বিপক্ষে ৭৬ ও শ্রীলঙ্কার বিপক্ষে ৭২। ড্যারেন স্যামি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার হয়ে ওপেনিংয়ে লিজেল লি করেন ১৩ বলে ২১ রান।
তিনে নেমে মারিজান ক্যাপ ১৯ বলে ২৫। ১০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার রান ছিল ৩ উইকেটে ৬৪। তবে শেষে দিকে বাংলাদেশি মেয়েদের বোলিং তোপে খুব বেশি রান সংগ্রহ করতে পারেনি প্রোটিয়া মেয়েরা। বল হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট পান অধিনায়ক সালমা খাতুন। ৩ উইকেট নিয়ে বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০ উইকেট স্পর্শ করেন সালমা। এছাড়া খাদিজাতুল কোবরা পান ২টি উইকেট। ১টি করে উইকেট পান রুমানা আহমেদ ও নাহিদা আক্তার। ১১০ রানের লক্ষ্যে খেলতে নেমে উইকেট ধরে রাখলেও ওভারের সঙ্গে পাল্লা দিয়ে রান করতে পারেনি বাংলাদেশ। টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলতে নামা শারমিন আক্তার ৮ করতে বল খেলেছেন ২২টি। আরেক ওপেনার আয়েশা রহমান ৯ বলে ৩। বাংলাদেশের হয়ে ব্যাট হাতে ৪০ বলে সর্বোচ্চ ৩৪ রান নিয়ে অপরাজিত ছিলেন রুমানা আহমেদ। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করেন ফারজানা হক।
Comments
Post a Comment