বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে। কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...
চাঁপাইনবাবগঞ্জে ঈদের শেষ মুহূর্তের কেনাকাটা
ঈদের আর মাত্র ক’দিন বাকি। তাই শেষ মুহূর্তে কেনাকাটার উৎসবে মেতে উঠেছে চাঁপাইনবাবগঞ্জের সব শ্রেণির মানুষ। সকাল থেকে রাত অবধি বিপণী বিতানগুলোতে ক্রেতাদের ভীড়। গতকাল শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, শহরের ব্যস্ততম নিউ মার্কেট, ক্লাব সুপার মার্কেট, সাটু হল কমপ্লেক্স মার্কেট, সেন্টু মার্কেট, ডিসি মার্কেট, তহাবাজার মার্কেটে বিভিন্ন শ্রেণির মানুষ তাদের পরিবার নিয়ে আসছে ঈদের কেনাকাটা করতে। মার্কেটগুলোতে প্যান্ট, সার্ট, বাচ্চাদের বাহারী পোশাক, থ্রী পিস, শাড়ীসহ দেশি বিদেশি বিভিন্ন ধরনের পোশাক বিক্রী হচ্ছে। ভারতের জিপসি, লাসা, ল্যাহেঙ্গাসহ বিভিন্ন পোশাকের চাহিদার পাশাপাশি দেশিয় পোশাকের চাহিদা রয়েছে বেশী। এছাড়া হাল ফ্যাশনের সূতি থ্রি-পিস হিসেবে দেশিয় পোশাক মেয়েদের পছন্দের মধ্যে রয়েছে। বহুল পরিচিত পোষাক ও কাপড় ব্যবসায়ী প্রতিষ্ঠান আমেনা বস্ত্রালয়, ইসলাম অ্যান্ড ব্রাদার্স, জলিল ক্লথ স্টোর অ্যান্ড গার্মেন্টস, টাঙ্গাইল শাড়ী ঘর, আরাফাত অ্যান্ড সন্স বস্ত্রালয়, নীল আঁচল,‘ রাজশাহী ফ্যাশন’, ‘থ্রি-পিস কালেকশন’, ‘মা বস্ত্রালয় অ্যান্ড গার্মেন্টস’, মোশারফ থ্রী পিস, রাইসা ফ্যাশন, ওয়েস্টার্ন কালেকশনসহ অন্যান্য দোকানের শো-রুমে নিত্যনতুন পোষাকের সমারহ ঘটিয়েছে। এদিকে, প্রসাধনী দোকানগুলোতে মেয়েদের ভীড় ছিল লক্ষ্যনীয়। পাশাপাশি, ফুটপাতের দোকানগুলোতে নিম্নবিত্তদের ঈদের কেনাকাটা থেমে নেই। তুলনামূলকভাবে ওইসব দোকানগুলোতে দাম কম হওয়ায় স্বল্প আয়ের মানুষ তাদের ঈদের কেনাকাটা সারছেন। এছাড়া নিউ মার্কেট, ক্লাব সুপার মার্কেট, তহাবাজারে জুতা স্যান্ডেলের জন্য রয়েছে এ্যাপেক্স, বাটা সু, মিতালী সু হাউস, আভা সুজ, টিটো সু, ক্লাসিক সু হাউজ, লেগ টাচ সু, বাবুল সু হাউজসহ বেশ কিছু দোকান। যেখানে দেশি বিদেশি সব ধরনের জুতা স্যান্ডেল পাওয়া যাচ্ছে। দোকান মালিকরা বলছেন, ক্রেতাদের নাগালের মধ্যে দাম থাকায় বিক্রি ভালই হচ্ছে এবং ঈদের আগ রাত পর্যন্ত এ বেচাকেনা চলবে।

good news
ReplyDelete