প্রথম বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ আমদানি শুল্ক, বৈশ্বিক বাণিজ্যযুদ্ধের শঙ্কা যুক্তরাষ্ট্রে অধিকাংশ আমদানি পণ্যের ওপর অন্তত ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত এক শতাব্দীর মধ্যে এত উচ্চ শুল্ক আরোপ করেনি ওয়াশিংটন। বুধবার (২ এপ্রিল) গৃহীত এই সিদ্ধান্তের কারণে বিশ্বব্যাপী বাণিজ্যযুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। চিনের ওপর নতুনভাবে ৩৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। কিছুদিন আগে ট্রাম্পের আরোপিত ২০ শতাংশ শুল্কসহ বেইজিংয়ের জন্য সংখ্যাটি মোট ৫৪ শতাংশ। ট্রাম্পের অর্থনৈতিক অস্ত্রের আঘাত থেকে নিরাপদ নয় দীর্ঘদিনের মার্কিন মিত্ররাও। যেমন ইউরোপীয় ইউনিয়নের ওপর ২০ শতাংশ এবং জাপানের ওপর ২৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। শুল্কের ভিত্তি হার (বেইজ রেট) আগামী ৫ এপ্রিল থেকে কার্যকর হবে। আর উচ্চ পালটা শুল্ক কার্যকর হবে আগামী ৯ এপ্রিল থেকে। মার্কিন অর্থনীতিবিদ ওলু সোনোলা বলেছেন, এই শুল্ক দীর্ঘদিন কার্যকর থাকলে, অর্থনৈতিক সমস্ত ভবিষ্যতবাণী জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিন।...
চাঁপাইনবাবগঞ্জে ঈদের শেষ মুহূর্তের কেনাকাটা
ঈদের আর মাত্র ক’দিন বাকি। তাই শেষ মুহূর্তে কেনাকাটার উৎসবে মেতে উঠেছে চাঁপাইনবাবগঞ্জের সব শ্রেণির মানুষ। সকাল থেকে রাত অবধি বিপণী বিতানগুলোতে ক্রেতাদের ভীড়। গতকাল শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, শহরের ব্যস্ততম নিউ মার্কেট, ক্লাব সুপার মার্কেট, সাটু হল কমপ্লেক্স মার্কেট, সেন্টু মার্কেট, ডিসি মার্কেট, তহাবাজার মার্কেটে বিভিন্ন শ্রেণির মানুষ তাদের পরিবার নিয়ে আসছে ঈদের কেনাকাটা করতে। মার্কেটগুলোতে প্যান্ট, সার্ট, বাচ্চাদের বাহারী পোশাক, থ্রী পিস, শাড়ীসহ দেশি বিদেশি বিভিন্ন ধরনের পোশাক বিক্রী হচ্ছে। ভারতের জিপসি, লাসা, ল্যাহেঙ্গাসহ বিভিন্ন পোশাকের চাহিদার পাশাপাশি দেশিয় পোশাকের চাহিদা রয়েছে বেশী। এছাড়া হাল ফ্যাশনের সূতি থ্রি-পিস হিসেবে দেশিয় পোশাক মেয়েদের পছন্দের মধ্যে রয়েছে। বহুল পরিচিত পোষাক ও কাপড় ব্যবসায়ী প্রতিষ্ঠান আমেনা বস্ত্রালয়, ইসলাম অ্যান্ড ব্রাদার্স, জলিল ক্লথ স্টোর অ্যান্ড গার্মেন্টস, টাঙ্গাইল শাড়ী ঘর, আরাফাত অ্যান্ড সন্স বস্ত্রালয়, নীল আঁচল,‘ রাজশাহী ফ্যাশন’, ‘থ্রি-পিস কালেকশন’, ‘মা বস্ত্রালয় অ্যান্ড গার্মেন্টস’, মোশারফ থ্রী পিস, রাইসা ফ্যাশন, ওয়েস্টার্ন কালেকশনসহ অন্যান্য দোকানের শো-রুমে নিত্যনতুন পোষাকের সমারহ ঘটিয়েছে। এদিকে, প্রসাধনী দোকানগুলোতে মেয়েদের ভীড় ছিল লক্ষ্যনীয়। পাশাপাশি, ফুটপাতের দোকানগুলোতে নিম্নবিত্তদের ঈদের কেনাকাটা থেমে নেই। তুলনামূলকভাবে ওইসব দোকানগুলোতে দাম কম হওয়ায় স্বল্প আয়ের মানুষ তাদের ঈদের কেনাকাটা সারছেন। এছাড়া নিউ মার্কেট, ক্লাব সুপার মার্কেট, তহাবাজারে জুতা স্যান্ডেলের জন্য রয়েছে এ্যাপেক্স, বাটা সু, মিতালী সু হাউস, আভা সুজ, টিটো সু, ক্লাসিক সু হাউজ, লেগ টাচ সু, বাবুল সু হাউজসহ বেশ কিছু দোকান। যেখানে দেশি বিদেশি সব ধরনের জুতা স্যান্ডেল পাওয়া যাচ্ছে। দোকান মালিকরা বলছেন, ক্রেতাদের নাগালের মধ্যে দাম থাকায় বিক্রি ভালই হচ্ছে এবং ঈদের আগ রাত পর্যন্ত এ বেচাকেনা চলবে।
good news
ReplyDelete