প্রথম বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ আমদানি শুল্ক, বৈশ্বিক বাণিজ্যযুদ্ধের শঙ্কা যুক্তরাষ্ট্রে অধিকাংশ আমদানি পণ্যের ওপর অন্তত ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত এক শতাব্দীর মধ্যে এত উচ্চ শুল্ক আরোপ করেনি ওয়াশিংটন। বুধবার (২ এপ্রিল) গৃহীত এই সিদ্ধান্তের কারণে বিশ্বব্যাপী বাণিজ্যযুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। চিনের ওপর নতুনভাবে ৩৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। কিছুদিন আগে ট্রাম্পের আরোপিত ২০ শতাংশ শুল্কসহ বেইজিংয়ের জন্য সংখ্যাটি মোট ৫৪ শতাংশ। ট্রাম্পের অর্থনৈতিক অস্ত্রের আঘাত থেকে নিরাপদ নয় দীর্ঘদিনের মার্কিন মিত্ররাও। যেমন ইউরোপীয় ইউনিয়নের ওপর ২০ শতাংশ এবং জাপানের ওপর ২৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। শুল্কের ভিত্তি হার (বেইজ রেট) আগামী ৫ এপ্রিল থেকে কার্যকর হবে। আর উচ্চ পালটা শুল্ক কার্যকর হবে আগামী ৯ এপ্রিল থেকে। মার্কিন অর্থনীতিবিদ ওলু সোনোলা বলেছেন, এই শুল্ক দীর্ঘদিন কার্যকর থাকলে, অর্থনৈতিক সমস্ত ভবিষ্যতবাণী জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিন।...
ইটভাটার বিষাক্ত কালো ধোঁয়ায় আমের ব্যাপক ক্ষতি || শিবগঞ্জে মহাসড়ক বন্ধ করে আম রক্ষার দাবিতে মানববন্ধন
ইটভাটার বিষাক্ত কালো ধোঁয়ায় আমের ব্যাপক ক্ষতি || শিবগঞ্জে মহাসড়ক বন্ধ করে আম রক্ষার দাবিতে মানববন্ধন
শিবগঞ্জে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন আম বাগান মালিক ও ব্যবসায়ীরা-সোনার দেশপ্রতিবছর চাঁপাইনবাবগঞ্জের অর্থকরী ফসল আম ফল রক্ষার্থে আম চাষি ও ব্যবসায়ীরা বিভিন্ন আন্দোলন কর্মসূচি পালন করলেও এর কোনো প্রতিকার পাননি জেলার আম চাষি ও ব্যবসায়ীরা। ইটভাটার বিষাক্ত কালো ধোঁয়ায় আম ও ফসলের ব্যাপক ক্ষতি হলেও যেনো এক প্রকার প্রশাসন নিরব ভূমিকা পালন করছে বলেও অভিযোগ করেছেন সাধারণ আম চাষি ও ব্যবসায়ীরা। ঠিক এমনই অভিযোগ ও ইটভাটা অপসারণ এবং আম ফলসহ বিভিন্ন ফসল রক্ষার দাবিতে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক বন্ধ করে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে ক্ষতিগ্রস্ত আম চাষি ও ব্যবসায়ীরা। গতকাল বুধবার সকালে শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর বহলাবাড়ি মোড়ে বাংলাদেশ জাসদ, আম বাগান মালিক কর্তৃপক্ষ ও সাধারণ জনগণের ব্যানারে মানববন্ধনে বক্তারা বলেন, আম ও বিভিন্ন ফসল রক্ষার্থে নিজের জীবন দিয়ে দিবো, কিন্তু অবৈধ ইটভাটা মালিকদের সাথে কোন আপোষ করবো না। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বাংলাদেশ জাসদ শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. আজিজুর রহমান আজিজ। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাসদ শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. বাবুল আক্তার, আম বাগান মালিক মাহতাব উদ্দিন, আবু তাহের, নজরুল ইসলাম, মো. সেরাজুল ইসলাম ও চুন্নু আলীসহ শতশত আম চাষি, ব্যবসায়ী ও সাধারণ জনগণ। এসময় বক্তারা অভিযোগ করে বলেন, ছত্রাজিতপুর ইউনিয়নে সরকারি জায়গায় ৮টি অবৈধ ইটভাটা রয়েছে। যার কারণে ছত্রাজিতপুর, চন্ডিপুর, বহলাবাড়ি, রশিকনগর, কমলাকান্তপুর ও মহদীপুর এলাকার শতশত আম বাগানের আম ফল নষ্ট হয়েছে। প্রভাবশালী মালিক নয়ালাভাঙা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ আলীর ২টি, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, সাবর আলী বিশ্বাসের ২টি, তৌফিক ঠিকাদারের ১টি ও মুন্সুর খান বিশ্বাসের ১টি ইটভাটা রয়েছে। বক্তারা আরো বলেন, ইটভাটা মালিকদের পক্ষ থেকে ভাটা বিষাক্ত কালো ধোঁয়া বন্ধ ও আম ফলসহ বিভিন্ন রক্ষার্থে চাষিদের সহযোগিতা করবে বলে ১৫০ টাকার স্ট্যাম্পে অঙ্গিকার করলেও তারা তার বাস্তবায়ন করেনি। তারা এতোটাই প্রভাবশালী যো প্রশাসন তাদের কাছে এক প্রকার জিম্মি। আমরা এই সব অবৈধ ইটভাটা অবিলম্বে অপসারণের দাবি জানাচ্ছি। অন্যথায় আগামীতে দাবি আদায় না হওয়া পর্যন্ত এই মহাসড়ক ছাড়বো না। আম ফলসহ বিভিন্ন ফসল রক্ষার্থে যদি সড়কে জীবন দিতে হয়, জীবন দিবো তবুও মহাসড়কে আন্দোল চালিয়ে যাবো।
chalia jao
ReplyDelete