দক্ষিণ সুদানে অপুষ্টির ঝুঁকিতে ৬০ হাজার শিশু: জাতিসংঘ দক্ষিণ সুদানে নীলনদের উপকূলে লড়াই চলার কারণে মারাত্মক খাদ্য ঝুঁকিতে আছে অন্তত ৬০ হাজার শিশু। বৃহস্পতিবার (৮ মে) জাতিসংঘের দুটি ভিন্ন সংস্থা বলেছে, চলমান সংঘাতের কারণে দেশটির উত্তর পূর্বাঞ্চলে প্রায় মাসখানেক ধরে ত্রাণ সহায়তা পাঠানো ব্যাহত হয়েছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি এবং ইউনিসেফ জানিয়েছে, নীলনদের উজানের দিকের অঞ্চলে চলতি মাসেই খাবার সংকট দেখা দেবে বলে তাদের আশঙ্কা রয়েছে। অথচ দক্ষিণ সুদানের ওই অংশেই অপুষ্টির শিকার মানুষের সংখ্যা সর্বোচ্চ। সংস্থা দুটির যৌথ বিবৃতিতে বলা হয়েছে, যে কোনও সংকটে শিশুরাই প্রথম ভুক্তভোগী হয়। তা প্রতিহত করতে আমাদের উচিত খাদ্য সরবরাহ নিশ্চিত করা। নইলে খাদ্য ঘাটতির কারণে ইতোমধ্যেই ভঙ্গুর হয়ে পড়া এলাকায় অপুষ্টির মাত্রা মারাত্মক আকার ধারণ করবে। দক্ষিণ সুদানে অল্পই পাকা রাস্তায় রয়েছে। আর কাচা রাস্তাগুলো বর্ষাকালে চলাচলের অনেকটা অযোগ্য হয়ে পড়ে। ফলে, দেশটির যোগাযোগব্যবস্থায় নীলনদের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিবৃতিতে আরও বলা হয়, গত মাসের ম...
শিবগঞ্জে এক প্রতিবন্ধী যুবক ৪ দিন ধরে নিখোঁজ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের এক প্রতিবন্ধী যুবক নিখোঁজ রয়েছে। যুবকটি হচ্ছে, শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের ফতেপুর গ্রামের মো. মনিরুল ইসলামের ছেলে মো. জুয়েল আলী (২৫)। এ ঘটনায় তার পিতা গত ৭ জুলাই শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
ডায়েরীতে উল্লেখ করা হয়, গত ৪ জুলাই সকাল ৯ টায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে না আসায় তার পরিবার বিভিন্ন স্থানসহ তার আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ নেয়। ছেলে ফিরে না আসায় তার পরিবার উদ্বিগ্ন হয়ে পড়েছে। হারানোর সময় তার পরনে ছিল হলুদ টি সার্ট, নেভী ব্লু প্যন্ট এবং তার গায়ের রং ফর্সা। তার কেউ সন্ধান পেয়ে থাকলে ০১৭০৬-১৮৩৭৮৬ ও ০১৭৪০-৮৬০৯২৬ এ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
dukhito
ReplyDelete