বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে। কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...
শিবগঞ্জে এক প্রতিবন্ধী যুবক ৪ দিন ধরে নিখোঁজ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের এক প্রতিবন্ধী যুবক নিখোঁজ রয়েছে। যুবকটি হচ্ছে, শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের ফতেপুর গ্রামের মো. মনিরুল ইসলামের ছেলে মো. জুয়েল আলী (২৫)। এ ঘটনায় তার পিতা গত ৭ জুলাই শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
ডায়েরীতে উল্লেখ করা হয়, গত ৪ জুলাই সকাল ৯ টায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে না আসায় তার পরিবার বিভিন্ন স্থানসহ তার আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ নেয়। ছেলে ফিরে না আসায় তার পরিবার উদ্বিগ্ন হয়ে পড়েছে। হারানোর সময় তার পরনে ছিল হলুদ টি সার্ট, নেভী ব্লু প্যন্ট এবং তার গায়ের রং ফর্সা। তার কেউ সন্ধান পেয়ে থাকলে ০১৭০৬-১৮৩৭৮৬ ও ০১৭৪০-৮৬০৯২৬ এ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

dukhito
ReplyDelete