বাইডেনের ঘোষণা : যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা নিয়ন্ত্রণে গঠিত হচ্ছে নতুন দপ্তর
মার্কিন যুক্তরাষ্ট্রে দিনের পর দিন বাড়তে থাকা বন্দুক যুদ্ধ নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে একটি দপ্তর খোলার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এই দপ্তরের প্রধান হবেন দেশটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
গত কয়েক বছরে বন্দুক হামলায় নিহতদের স্মরণে শনিবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে এক স্মরণসভার আয়োজন করা হয়। সেখানে মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের কয়েকজন আইনপ্রণেতা এবং বন্দুক হামলায় নিহতদের আত্মীয়-স্বজনের উপস্থিতিতে জো বাইডেন বলেন, ঝড়ের গতিতে বাড়তে থাকা বন্দুক হামলায় আমেরিকা ছারখার হয়ে যাচ্ছে।
আমার নেতৃত্বাধীন প্রশাসন এই সঙ্কট নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই উদ্যোগের ধারাবাহিকতায় কেন্দ্রীয় সরকার শিগগিরই একটি নতুন দপ্তর খোলার সিদ্ধান্ত নিয়েছে, যার কাজ হবে এ হামলা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস হবেন সেই দফতরের প্রধান।
এ প্রসঙ্গে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেন, ‘এক্ষেত্রে সময় নষ্ট করার মতো কিংবা জীবন- কোনোটাই আমাদের হাতে নেই। কারণ, প্রকৃত স্বাধীনতার সঙ্গে জনগণের জীবনের নিরাপত্তার বিষয়টি সরাসরি সম্পর্কিত। তথ্যসূত্র: আজকাল অনলাইন
Kaka
ReplyDelete