বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে। কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...
এফআর টাওয়ারে অগ্নিকান্ডে নিহত শিবগঞ্জের মেয়ে পলির দাফন সম্পন ঢাকার এফআর টাওয়ারে অগ্নিকান্ডে নিহত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পাকা ইউনিয়নের ইউসুফ উসমান মনু’র স্ত্রী ফ্লোরিডা খানম পলির দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে জগন্নাথাপুর জামে মসজিদ প্রাঙ্গনে নিহতের নামাজে জানাজা শেষে তার মা বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়। এর আগে নিহত পলির লাশ শিবগঞ্জের গ্রামের বাড়িতে আসলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত ফ্লোরিডা খানম পলি স্বামী সন্তান নিয়ে স্থায়ীভাবে ঢাকার মিরপুরে বসবাস করতেন। তিনি এফআর টাওয়ারে ১১ তলায় স্ক্যানওয়েল লজিস্টিক কোম্পানীতে কর্মরত ছিলেন। নিহত পলির লাশ সনাক্ত হয়েছে সেল ফোনের শর্ট ম্যাসেজের সূত্র ধরে। পলির বড় বোনের মেয়ে ডা. ফাহিমা শামিম খুসবু বলেন, ‘খালার অফিস ভবনে আগুন লাগার খবর পেয়ে বেলা দেড়টা পর্যন্ত তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছিল। সর্বশেষ তিনি তার কর্মস্থল ১১ তলা থেকে ১২ তলায় যেতে সক্ষম হন। পরবর্তীতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে একটি টেক্সট মেসেজ আমি খালার সেল নম্বরে দিয়ে রাখি।’ সেল ফোনের এই শর্ট ম্যাসেজের সূত্র ধরে হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারের ...