প্রথম বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ আমদানি শুল্ক, বৈশ্বিক বাণিজ্যযুদ্ধের শঙ্কা যুক্তরাষ্ট্রে অধিকাংশ আমদানি পণ্যের ওপর অন্তত ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত এক শতাব্দীর মধ্যে এত উচ্চ শুল্ক আরোপ করেনি ওয়াশিংটন। বুধবার (২ এপ্রিল) গৃহীত এই সিদ্ধান্তের কারণে বিশ্বব্যাপী বাণিজ্যযুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। চিনের ওপর নতুনভাবে ৩৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। কিছুদিন আগে ট্রাম্পের আরোপিত ২০ শতাংশ শুল্কসহ বেইজিংয়ের জন্য সংখ্যাটি মোট ৫৪ শতাংশ। ট্রাম্পের অর্থনৈতিক অস্ত্রের আঘাত থেকে নিরাপদ নয় দীর্ঘদিনের মার্কিন মিত্ররাও। যেমন ইউরোপীয় ইউনিয়নের ওপর ২০ শতাংশ এবং জাপানের ওপর ২৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। শুল্কের ভিত্তি হার (বেইজ রেট) আগামী ৫ এপ্রিল থেকে কার্যকর হবে। আর উচ্চ পালটা শুল্ক কার্যকর হবে আগামী ৯ এপ্রিল থেকে। মার্কিন অর্থনীতিবিদ ওলু সোনোলা বলেছেন, এই শুল্ক দীর্ঘদিন কার্যকর থাকলে, অর্থনৈতিক সমস্ত ভবিষ্যতবাণী জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিন।...
এফআর টাওয়ারে অগ্নিকান্ডে নিহত শিবগঞ্জের মেয়ে পলির দাফন সম্পন ঢাকার এফআর টাওয়ারে অগ্নিকান্ডে নিহত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পাকা ইউনিয়নের ইউসুফ উসমান মনু’র স্ত্রী ফ্লোরিডা খানম পলির দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে জগন্নাথাপুর জামে মসজিদ প্রাঙ্গনে নিহতের নামাজে জানাজা শেষে তার মা বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়। এর আগে নিহত পলির লাশ শিবগঞ্জের গ্রামের বাড়িতে আসলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত ফ্লোরিডা খানম পলি স্বামী সন্তান নিয়ে স্থায়ীভাবে ঢাকার মিরপুরে বসবাস করতেন। তিনি এফআর টাওয়ারে ১১ তলায় স্ক্যানওয়েল লজিস্টিক কোম্পানীতে কর্মরত ছিলেন। নিহত পলির লাশ সনাক্ত হয়েছে সেল ফোনের শর্ট ম্যাসেজের সূত্র ধরে। পলির বড় বোনের মেয়ে ডা. ফাহিমা শামিম খুসবু বলেন, ‘খালার অফিস ভবনে আগুন লাগার খবর পেয়ে বেলা দেড়টা পর্যন্ত তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছিল। সর্বশেষ তিনি তার কর্মস্থল ১১ তলা থেকে ১২ তলায় যেতে সক্ষম হন। পরবর্তীতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে একটি টেক্সট মেসেজ আমি খালার সেল নম্বরে দিয়ে রাখি।’ সেল ফোনের এই শর্ট ম্যাসেজের সূত্র ধরে হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারের ...