বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে। কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...
সুশান্ত সিং আর শ্রদ্ধার পড়াশোনার দৌড়
সুশান্ত সিং রাজপুত আর শ্রদ্ধা কাপুর—বলিউডে এ সময়ের অন্যতম ব্যস্ত তারকা। খুবই জনপ্রিয়। দুজনই সফল। শুধু পর্দায় নয়, পর্দার বাইরেও নানা সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়ে তাঁরা খুবই আলোচিত। এবার তাঁদের পড়াশোনার ব্যাপারটি সামনে এসেছে। ৬ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে সুশান্ত সিং রাজপুত ও শ্রদ্ধা কাপুর অভিনীত নতুন ছবি ‘ছিছোরে’। পরিচালক নিতেশ তিওয়ারি। এর আগে এই ছবির প্রচারণার অংশ হিসেবে সনি চ্যানেলের হিন্দি স্ট্যান্ড আপ কমেডি ও টক শো ‘দ্য কপিল শর্মা শো’তে অতিথি হয়ে আসেন তাঁরা। এখানেই ঘটে বিপত্তি। সাত বন্ধু। তরুণ বয়সে তাঁরা একই সঙ্গে ইঞ্জিনিয়ারিং পড়তেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কী হয়েছে, তা-ই দেখা যাবে সিনেমায়। যেহেতু ছাত্রজীবন নিয়ে গল্প, তাই সুশান্ত সিং রাজপুত ও শ্রদ্ধা কাপুরের পড়াশোনার প্রসঙ্গটি সামনে চলে আসে। যদিও তাঁরা যে কাজ করছেন, অভিনয়, সেখানে শিক্ষাগত যোগ্যতা মোটেও তেমন গুরুত্বপূর্ণ নয়। তারপরও পছন্দের তারকা কতটুকু পড়েছেন, তা নিয়ে ভক্ত কিংবা দর্শকের জানার ইচ্ছা হতেই পারে। দ্য কপিল শর্মা শো’ অনুষ্ঠানে সুশান্ত সিং রাজপুত ও শ্রদ্ধা কাপুর জানালেন, তাঁরা কেউই স্নাতক পর্যন্ত পড়তে পারেননি। সুশান্ত সিং রাজপুত জানালেন, তিনি ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিলেন। তিন বছর পর পড়াশোনা বাদ দিয়ে কলেজ ছেড়ে চলে আসেন। বললেন, ‘আমি ছিলাম দিল্লি কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। পড়াশোনায় ভালোই ছিলাম। প্রথম সেমিস্টারের পর হোস্টেল থেকে বের করে দেয়। কারণ, কলেজের কড়া নির্দেশ, সন্ধ্যা সাতটার পর হোস্টেলে ঢোকা যাবে না।’ তবে ওই ঘটনার কারণেই সুশান্ত সিং রাজপুত কলেজ ছাড়েননি। তিন বছর পড়েছেন। যেহেতু বলিউডে অভিনয় করবেন, তাই আর দেরি না করে পড়াশোনা বাদ দিয়ে মুম্বাই চলে যান। আর শ্রদ্ধা কাপুর যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয়ে সাইকোলজি বিষয়ে অনার্সে ভর্তি হয়েছিলেন। কিন্তু এক বছর পরই বোস্টন ছেড়ে চলে যান মুম্বাই। বললেন, ‘শুরুতে ভেবেছিলাম পড়াশোনা শেষ করে তবেই বলিউডে যুক্ত হব। কিন্তু আর অপেক্ষা করতে পারছিলাম না। অডিশনের প্রস্তাব পাচ্ছিলাম। তখন পড়াশোনা শেষ না করেই চলে আসি।’
- Get link
- X
- Other Apps
Labels
News
Labels:
News
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment