মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের অধিকাংশকে অবৈধ বলে রায় দিয়েছে দেশটির আপিল আদালত। শুক্রবার (২৯ আগস্ট) এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে আন্তর্জাতিক অর্থনীতিতে প্রভাব বিস্তারে রিপাবলিকান নেতার প্রধানতম হাতিয়ার এখন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ওয়াশিংটন ডিসিভিত্তিক মার্কিন ফেডারেল সার্কিট আপিল আদালতের ৭-৪ ভোটে দেওয়া এই রায়ে এপ্রিল মাসে ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের অংশ হিসেবে আরোপিত পারস্পরিক শুল্ক এবং ফেব্রুয়ারিতে চীন, কানাডা, মেক্সিকোর ওপর আরোপিত আরেক দফা শুল্কের বৈধতা নিয়ে রায় দিয়েছে। রায়ের পক্ষে মত দেওয়া সাত বিচারপতির ছয়জন ডেমোক্র্যাট আর একজন রিপাবলিকান আমলে নিয়োগপ্রাপ্ত। আর রায়ের বিপক্ষে অবস্থানকারীদের মধ্যে দুজন ডেমোক্র্যাট ও দুজন রিপাবালিকান প্রশাসনের অধীনে নিয়োগ পেয়েছেন। অ বশ্য, অন্য আইনি কর্তৃপক্ষ আরোপিত শুল্ক, যেমন ট্রাম্পের স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক, এই রায়ের প্রভাব নেই। হোয়াইট হাউজের দ্বিতীয় মেয়াদে শুল্ককে মার্কিন পররাষ্ট্রনীতির একটি মূল ভিত্তি বানিয়ে ফেলেছেন ট্রাম্প। ইচ্ছেমতো এই হাতিয়ার ব্যবহার করে তিনি বাণিজ্য অংশীদারদ...
চাঁপাইনবাবগঞ্জে দুই সেতুকে ঘিরে ভ্রমণ পিপাসুদের ঈদ আনন্দ
চাঁপাইনবাবগঞ্জে এখন পর্যন্ত বিনোদন কেন্দ্র গড়ে না ওঠায় মহানন্দা নদীর উপর নির্মিত শেখ হাসিনা ও ক্যাপ্টেন জাহাঙ্গীর সেতুকে ঘিরে শিশু, তরুণ-তরুণীসহ সকল বয়সের মানুষের উপচে পড়া ভিড়ে এবার ঈদের দিন থেকে আনন্দ যেন নতুন রূপ পেয়েছে। এখানে ভ্রমণ পিপাসুরা একটু মনের খোরাক খুঁজে পেয়েছে।
প্রতিদিন বিভিন্ন অঞ্চল থেকে আসা হাজার হাজার ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখরিত হয়ে উঠে এ সেতু। প্রচন্ড রোদ ও গরমকে উপেক্ষা করে ঈদের দিন থেকে প্রতিদিন বিকেল গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত মহানন্দা নদীর দু’পাড়ের সৌন্দর্য্যময় বিশাল জায়গায় জুড়ে চলছে শিশুদের নাগরদোলা, পুতুল, হরেক রকমের বাঁশি, বেলুনসহ গ্রামবাংলার ঐতিহ্যবাহী মাটির তৈষজপত্র বেচাবিক্রি। এর সঙ্গে ভ্রমণকারীদের অবসরে স্বাদ মেটাতে চটপটি, ফুচকা, নুডল্স, বাদাম ও বারো ভাজাতো রয়েছে। নদীতে নৌ-তরী ও ছোট ছোট ডিঙ্গি নৌকায় চড়ে আনন্দে মেতেছে তরুণ-তরুণীরা। এক কথায় জেলা শহরে দীর্ঘদিনের অনুপস্থিত বিনোদন কিছুটা হলেও এ সেতু পরিবার-পরিজনদের দিচ্ছে ভিন্ন স্বাদের আনন্দ ও তৃপ্তি। তবে, একাধিক ভ্রমণ পিপাসুরা জানান, এ সুন্দর সেতুর দু’প্রান্তে বিনোদন কেন্দ্র গড়ে তুললে দীর্ঘদিনের কাঙ্খিত বিনোদনের খোরাক অনেকাংশে পূরণ হবে। এদিকে, বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর সেতুতে হাজার হাজার ভ্রমণ পিপাসুদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে।
Right
ReplyDelete