ট্রাম্প সরকারকে চটানো যাবে না’ অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আমরা ট্রাম্প সরকারের সঙ্গে সম্পৃক্ততা বাড়াব, সমঝোতা করব কিন্তু ওদের চটানো যাবে না। ট্রাম্প সরকার তিন মাস সময় দিয়েছে, প্রয়োজনে আরও বেশি সময় চাইব। বুধবার (৩০ এপ্রিল) রাজধানীর একটি অভিজাত হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরামর্শক কমিটির ৪৫তম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, আমরা গ্র্যাজুয়েশনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। ব্যবসায়ীদের অনেক প্রস্তুতি রয়েছে। আমরা আইএমএফ, বিশ্বব্যাংক, ইউএস কমার্সসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো ৭০ থেকে ৮০ জনের সঙ্গে আলাপ করেছি। একটি জিনিস মনে রাখতে হবে রেয়াত ও কর অব্যাহতির যুগ চলে গেছে। এখানে আমরা অনেক পেছনে আছি। আমাদের রাজস্ব বাড়াতে...
চাঁপাইনবাবগঞ্জে দুই সেতুকে ঘিরে ভ্রমণ পিপাসুদের ঈদ আনন্দ
চাঁপাইনবাবগঞ্জে এখন পর্যন্ত বিনোদন কেন্দ্র গড়ে না ওঠায় মহানন্দা নদীর উপর নির্মিত শেখ হাসিনা ও ক্যাপ্টেন জাহাঙ্গীর সেতুকে ঘিরে শিশু, তরুণ-তরুণীসহ সকল বয়সের মানুষের উপচে পড়া ভিড়ে এবার ঈদের দিন থেকে আনন্দ যেন নতুন রূপ পেয়েছে। এখানে ভ্রমণ পিপাসুরা একটু মনের খোরাক খুঁজে পেয়েছে।
প্রতিদিন বিভিন্ন অঞ্চল থেকে আসা হাজার হাজার ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখরিত হয়ে উঠে এ সেতু। প্রচন্ড রোদ ও গরমকে উপেক্ষা করে ঈদের দিন থেকে প্রতিদিন বিকেল গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত মহানন্দা নদীর দু’পাড়ের সৌন্দর্য্যময় বিশাল জায়গায় জুড়ে চলছে শিশুদের নাগরদোলা, পুতুল, হরেক রকমের বাঁশি, বেলুনসহ গ্রামবাংলার ঐতিহ্যবাহী মাটির তৈষজপত্র বেচাবিক্রি। এর সঙ্গে ভ্রমণকারীদের অবসরে স্বাদ মেটাতে চটপটি, ফুচকা, নুডল্স, বাদাম ও বারো ভাজাতো রয়েছে। নদীতে নৌ-তরী ও ছোট ছোট ডিঙ্গি নৌকায় চড়ে আনন্দে মেতেছে তরুণ-তরুণীরা। এক কথায় জেলা শহরে দীর্ঘদিনের অনুপস্থিত বিনোদন কিছুটা হলেও এ সেতু পরিবার-পরিজনদের দিচ্ছে ভিন্ন স্বাদের আনন্দ ও তৃপ্তি। তবে, একাধিক ভ্রমণ পিপাসুরা জানান, এ সুন্দর সেতুর দু’প্রান্তে বিনোদন কেন্দ্র গড়ে তুললে দীর্ঘদিনের কাঙ্খিত বিনোদনের খোরাক অনেকাংশে পূরণ হবে। এদিকে, বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর সেতুতে হাজার হাজার ভ্রমণ পিপাসুদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে।
Right
ReplyDelete