দক্ষিণ সুদানে অপুষ্টির ঝুঁকিতে ৬০ হাজার শিশু: জাতিসংঘ দক্ষিণ সুদানে নীলনদের উপকূলে লড়াই চলার কারণে মারাত্মক খাদ্য ঝুঁকিতে আছে অন্তত ৬০ হাজার শিশু। বৃহস্পতিবার (৮ মে) জাতিসংঘের দুটি ভিন্ন সংস্থা বলেছে, চলমান সংঘাতের কারণে দেশটির উত্তর পূর্বাঞ্চলে প্রায় মাসখানেক ধরে ত্রাণ সহায়তা পাঠানো ব্যাহত হয়েছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি এবং ইউনিসেফ জানিয়েছে, নীলনদের উজানের দিকের অঞ্চলে চলতি মাসেই খাবার সংকট দেখা দেবে বলে তাদের আশঙ্কা রয়েছে। অথচ দক্ষিণ সুদানের ওই অংশেই অপুষ্টির শিকার মানুষের সংখ্যা সর্বোচ্চ। সংস্থা দুটির যৌথ বিবৃতিতে বলা হয়েছে, যে কোনও সংকটে শিশুরাই প্রথম ভুক্তভোগী হয়। তা প্রতিহত করতে আমাদের উচিত খাদ্য সরবরাহ নিশ্চিত করা। নইলে খাদ্য ঘাটতির কারণে ইতোমধ্যেই ভঙ্গুর হয়ে পড়া এলাকায় অপুষ্টির মাত্রা মারাত্মক আকার ধারণ করবে। দক্ষিণ সুদানে অল্পই পাকা রাস্তায় রয়েছে। আর কাচা রাস্তাগুলো বর্ষাকালে চলাচলের অনেকটা অযোগ্য হয়ে পড়ে। ফলে, দেশটির যোগাযোগব্যবস্থায় নীলনদের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিবৃতিতে আরও বলা হয়, গত মাসের ম...
প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকে কটূক্তির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের সম্পাদক আটক
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকে কটূক্তির অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আতাউর রহমান স্টার (৩২) নামে একজনকে আটক করেছে পুলিশ। সে শিবগঞ্জ উপজেলার দুলর্ভপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও একই ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। গতকাল শুক্রবার দুপুরে তাকে আদালতের পাঠানো হয়।
শিবগঞ্জ থানার এসআই মুকুল চন্দ্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার পিয়ালীমারী এলাকা থেকে আতাউর রহমান ওরফে স্টারকে আটক করা হয়। সে দীঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ও মৌখিকভাবে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকে কটূক্তি করে আসছিল।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি সিকদার মশিউর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা আতাউরকে আটকে রাখে। পরে তাকে পুলিশে সোপর্দ করে
এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি সিকদার মশিউর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা আতাউরকে আটকে রাখে। পরে তাকে পুলিশে সোপর্দ করে
@@@@@@@@@@@@@@@
ReplyDelete