ট্রাম্প সরকারকে চটানো যাবে না’ অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আমরা ট্রাম্প সরকারের সঙ্গে সম্পৃক্ততা বাড়াব, সমঝোতা করব কিন্তু ওদের চটানো যাবে না। ট্রাম্প সরকার তিন মাস সময় দিয়েছে, প্রয়োজনে আরও বেশি সময় চাইব। বুধবার (৩০ এপ্রিল) রাজধানীর একটি অভিজাত হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরামর্শক কমিটির ৪৫তম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, আমরা গ্র্যাজুয়েশনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। ব্যবসায়ীদের অনেক প্রস্তুতি রয়েছে। আমরা আইএমএফ, বিশ্বব্যাংক, ইউএস কমার্সসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো ৭০ থেকে ৮০ জনের সঙ্গে আলাপ করেছি। একটি জিনিস মনে রাখতে হবে রেয়াত ও কর অব্যাহতির যুগ চলে গেছে। এখানে আমরা অনেক পেছনে আছি। আমাদের রাজস্ব বাড়াতে...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, বিএনপির একক
আসন্ন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি একক প্রার্থী দিলেও ভোটের মাঠে থাকছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। বিদ্রোহী প্রার্থীকে বোঝানোর কাজটি করতে সক্ষম হবেন বলে এখনো আশাবাদী জেলার আওয়ামী লীগের শীর্ষ নেতারা। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন গতকার বৃহস্পতিবারে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মো. নজরুল ইসলাম, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান তোতা, বিএনপির মনোনীত প্রার্থী সদর উপজেলা বিএনপির সভাপতি মো. তসিকুল ইসলাম তসি।
এ বিষয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জিয়াউর রহমান তোতা বলেন, জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধা রেখে মনোনয়নপত্র জমা দিয়েছি। তবে জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাবেক সংসদ সদস্য মু. জিয়াউর রহমান জানান, চেষ্টা করছি এখনো সময় আছে তোতাকে বোঝাতে সক্ষম হব। এদিকে, ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ১৬ জন এর মধ্যে ১৩ জনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা প্রদান করেন, মাওলানা মোহাম্মদ সোহরাব আলী, নাহিদ ইসলাম রাজন, লেলিন প্রমানিক, তোসিকুল আলম, নজরুল
ইসলাম, মনির হোসেন বকুল, নজরুল ইসলাম, শাহনেওয়াজ কবির। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা প্রদান করেন, শরিফা খাতুন বেবি, তাসলিমা খাতুন, মাতুয়ারা বেগম, নাসরিন আক্তার, রজনী খাতুন, দিলশাদ তাহমিনা বেগম, শরিফা খাতুন ডেজি, নাজনীন নাহার। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে গতকাল মনোনয়ন জমা দেন আ’লীগ মনোনীত প্রার্থী অ্যাড. নজরুল ইসলাম (উপরে), নীচে বামে ভাইস চেয়ারম্যন পদে মনোনয়ন জমা দেন নাহিদ ইসলাম রাজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেন নাজনীন
saju mam
ReplyDelete