বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে। কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, বিএনপির একক
আসন্ন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি একক প্রার্থী দিলেও ভোটের মাঠে থাকছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। বিদ্রোহী প্রার্থীকে বোঝানোর কাজটি করতে সক্ষম হবেন বলে এখনো আশাবাদী জেলার আওয়ামী লীগের শীর্ষ নেতারা। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন গতকার বৃহস্পতিবারে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মো. নজরুল ইসলাম, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান তোতা, বিএনপির মনোনীত প্রার্থী সদর উপজেলা বিএনপির সভাপতি মো. তসিকুল ইসলাম তসি।
এ বিষয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জিয়াউর রহমান তোতা বলেন, জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধা রেখে মনোনয়নপত্র জমা দিয়েছি। তবে জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাবেক সংসদ সদস্য মু. জিয়াউর রহমান জানান, চেষ্টা করছি এখনো সময় আছে তোতাকে বোঝাতে সক্ষম হব। এদিকে, ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ১৬ জন এর মধ্যে ১৩ জনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা প্রদান করেন, মাওলানা মোহাম্মদ সোহরাব আলী, নাহিদ ইসলাম রাজন, লেলিন প্রমানিক, তোসিকুল আলম, নজরুল
ইসলাম, মনির হোসেন বকুল, নজরুল ইসলাম, শাহনেওয়াজ কবির। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা প্রদান করেন, শরিফা খাতুন বেবি, তাসলিমা খাতুন, মাতুয়ারা বেগম, নাসরিন আক্তার, রজনী খাতুন, দিলশাদ তাহমিনা বেগম, শরিফা খাতুন ডেজি, নাজনীন নাহার। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে গতকাল মনোনয়ন জমা দেন আ’লীগ মনোনীত প্রার্থী অ্যাড. নজরুল ইসলাম (উপরে), নীচে বামে ভাইস চেয়ারম্যন পদে মনোনয়ন জমা দেন নাহিদ ইসলাম রাজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেন নাজনীন

saju mam
ReplyDelete