মহিলা কলেজের শহিদ দিবস পালন: রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী-এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় “মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩” পালন করা হয়। সোমবার বিভিন্ন প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে দুইদিন ব্যাপী কার্যক্রম শুরু হয়।
এদিন বিকেলে কলেজের ছাত্রীরা কলেজ চত্বরে আলপনা অঙ্কন করে এবং সন্ধ্যা ৭ টায় কলেজে অবস্থিত শহিদ মিনার প্রাঙ্গণে শিক্ষকবৃন্দের উপস্থিতিতে কলেজ প্রশাসনের পক্ষ থেকে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। মঙ্গলবার রাত ১২:০১ মিনিটে কলেজের শহিদ মিনারে কলেজ প্রশাসনের পক্ষে থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এরপর সকাল ০৮:৪৫ মিনিটে কলেজ প্রাঙ্গণ থেকে শহরের নির্ধারিত সড়ক ধরে প্রভাতফেরি আয়োজন করা হয় যা কলেজের শহিদ মিনারে এসে শেষ হয়। সকলের উপস্থিতিতে কলেজ প্রশাসন ও বিভিন্ন বিভাগ কর্তৃক শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে শহিদদের উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন করা হয়। অতঃপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
এরপর সকল বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দের উপস্থিতিতে শেখ রাসেল দেয়ালিকা চত্বরে অবস্থিত একুশের দেয়াল পত্রিকার মোড়ক উম্মোচন করা হয়। সকাল ০৯:৪৫ টায় শুরু হয় আলোচনা সভা। আলোচনা সভায় সভাপতির আসন অলংকৃত করেন অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা।
আলোচকবৃন্দ তাদের আলোচনায় ভাষা আন্দোলনের বিভিন্ন পর্যায় ও তাদের বাস্তব অভিজ্ঞতা বর্ণনা করেন ও ভাষা শহিদদের স্মৃতি রোমন্থন করে বর্তমান প্রজন্মকে অনুপ্রাণিত করেন। উক্ত অনুষ্ঠানে পূর্বনির্ধারিত একুশের কবিতা আবৃত্তি, একুশের গান, একুশকে উপজীব্য করে চিত্রাঙ্কন, বাংলা বানান বিষয়ক ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এরপর একুশের গান পরিবেশনা করে ও কবিতা আবৃত্তি করে কলেজের শিক্ষার্থীরা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা, জনাব মোঃ তোফাজ্জল হোসেন মোল্লা, সম্পাদক, এডুকেশন ক্যাডার্স কাউন্সিলসহ সকল বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ। সবশেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়ার মাধ্যমে দিবসের কর্মসূচির পরিসমাপ্তি ঘটে।
Comments
Post a Comment