মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের অধিকাংশকে অবৈধ বলে রায় দিয়েছে দেশটির আপিল আদালত। শুক্রবার (২৯ আগস্ট) এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে আন্তর্জাতিক অর্থনীতিতে প্রভাব বিস্তারে রিপাবলিকান নেতার প্রধানতম হাতিয়ার এখন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ওয়াশিংটন ডিসিভিত্তিক মার্কিন ফেডারেল সার্কিট আপিল আদালতের ৭-৪ ভোটে দেওয়া এই রায়ে এপ্রিল মাসে ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের অংশ হিসেবে আরোপিত পারস্পরিক শুল্ক এবং ফেব্রুয়ারিতে চীন, কানাডা, মেক্সিকোর ওপর আরোপিত আরেক দফা শুল্কের বৈধতা নিয়ে রায় দিয়েছে। রায়ের পক্ষে মত দেওয়া সাত বিচারপতির ছয়জন ডেমোক্র্যাট আর একজন রিপাবলিকান আমলে নিয়োগপ্রাপ্ত। আর রায়ের বিপক্ষে অবস্থানকারীদের মধ্যে দুজন ডেমোক্র্যাট ও দুজন রিপাবালিকান প্রশাসনের অধীনে নিয়োগ পেয়েছেন। অ বশ্য, অন্য আইনি কর্তৃপক্ষ আরোপিত শুল্ক, যেমন ট্রাম্পের স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক, এই রায়ের প্রভাব নেই। হোয়াইট হাউজের দ্বিতীয় মেয়াদে শুল্ককে মার্কিন পররাষ্ট্রনীতির একটি মূল ভিত্তি বানিয়ে ফেলেছেন ট্রাম্প। ইচ্ছেমতো এই হাতিয়ার ব্যবহার করে তিনি বাণিজ্য অংশীদারদ...
বুলেট ট্রেন আসছে, চলবে বিভিন্ন রুটে: রেলমন্ত্রী
দেশের বিভিন্ন রুটে দ্রুতগতির বুলেট ট্রেন চালুর পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক। আজ বুধবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে জেলা প্রশাসক সম্মেলনে রেলপথ মন্ত্রণালয় নিয়ে আলোচনায় এ কথা বলেন তিনি।
রেলপথমন্ত্রী বলেন বলেন, শুধু ঢাকা-চট্টগ্রাম নয়; ভবিষ্যতে ঢাকা-সিলেট, ঢাকা-রাজশাহী, ঢাকা-পায়রা বন্দর পর্যন্ত এই বুলেট ট্রেন লাইন নির্মাণ করা হবে। এ সময় তিনি সারা দেশ থেকে আসা জেলা প্রশাসকদের মধ্য থেকে কয়েকজনের প্রশ্নেরও জবাব দেন।
মন্ত্রী বলেন, বিএনপি সরকার রেল খাতকে ধ্বংস করে গেছে। বর্তমান সরকারই এ রেলকে গুরুত্ব দিয়ে আলাদা মন্ত্রণালয় গঠন করেছে। বর্তমান প্রধানমন্ত্রী ধ্বংসপ্রাপ্ত রেল খাতে গতি এনেছেন। অনেক প্রকল্পের কাজ চলছে। সার দেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা আছে। যেকোনো প্রকল্পে ভূমি অধিগ্রহণসহ বাস্তবায়নের ক্ষেত্রে জেলা প্রশাসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
আলোচনায় বগুড়া জেলা প্রশাসক সিরাজগঞ্জ-বগুড়া-রংপুর রুটে রেললাইন নির্মাণ দ্রুত শুরু করার অনুরোধ জানান। কিশোরগঞ্জ জেলা প্রশাসক ভৈরবে বাইপাস রেললাইন নির্মাণের দাবি জানান। এ ছাড়া একই লাইনে সিগন্যালিং ব্যবস্থার উন্নয়ন, প্ল্যাটফর্ম ও ট্রেনের দরজা একই বরাবর করার অনুরোধ জানান তিনি। আলোচনায় ঢাকা জেলা প্রশাসক কমলাপুর-এয়ারপোর্ট রুটে বেশিসংখ্যক কমিউটার ট্রেন চালানোর দাবি উত্থাপন করেন। এর আগে জেলা প্রশাসকদের মধ্য থেকে সাতটি লিখিত প্রস্তাব পেশ করা হয় এবং রেলপথসচিব এগুলোর জবাব দেন। আলোচনায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন, রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন উপস্থিত ছিলেন।
Comments
Post a Comment