বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে। কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...
ব্রাজিলের কান্নার নাম রোনালদো
সর্বশেষ ২০০২ সালে বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। আর ২০০২ সালের শুধু বিশ্বকাপই নয়, বরং ফুটবল নিয়ে ২০০২ সালের কথা উঠলেই চোখের সামনে সবার আগে একজন তারকাই ভেসে উঠবে। তার নাম রোনালদো ফেনোমেনন।
ব্রাজিলের ইতিহাসে এবং বিশ্বে সর্বকালের সেরা ফরোয়ার্ড হিসেবে ধরা হয় তাকে। আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনা তার সম্পর্কে বলেন, যদি সে ইনজুড়িতে না পাড়ত তাহলে সর্বকালের সেরা খেলোয়ারের কাতারেও হয়তো থেকে যেতেন তিনি।
২০০২ সালে বিশ্বকাপে সব মিলিয়ে ৭টি ম্যাচ খেলেছে ব্রাজিল। এই সাত ম্যাচে ব্রাজিল ১৮টি গোল দেয় প্রতিপক্ষকে। এর মধ্যে এক রোনালদোর পা থেকেই আসে ৮ গোল।
২০০২ সালের পর সবচেয়ে বেশি আশা নিয়ে ব্রাজিল বিশ্বকাপ মিশন শুরু করেছিল ২০১৪ সালে নিজেদের মাটিতে। এবার ব্রাজিলের ফরোয়ার্ড ছিল ফ্রেড। কিন্তু দু:খ জনক ব্যাপার হলো, এই বিশ্বকাপে ফ্রেড মাত্র একটি গোল করেন।
এরপর ২০০২ সালের পর সবচেয়ে সেরা দল নিয়ে বিশ্বকাপে যায় ব্রাজিল এবার ২০১৮ সালে। আর এবার দলটির সেরা ফরোয়ার্ড ছিল গ্যাব্রিয়েল জেসুস। টিটের অধিনে সবচেয়ে বেশি উজ্জল ছিলেন তিনিই। কিন্তু বিশ্বকাপে তিনি চুড়ান্ত রকমের ব্যর্থ। কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের বিদায়ের আগে একটিও গোল করতে পারেনি এই ব্রাজিল তারকা।
বিশ্বকাপে কোয়ার্টারে বেলজিয়ামের বিপক্ষে যখন গ্যাব্রিয়েল জেসুসরা গল মিস করছেন তখন যেন সমস্ত ব্রজিলিয়ানরা এক রোনালদোর জন্যই হাহাকার করছিল।

Comments
Post a Comment