চারুকলায় শোভাযাত্রার জন্য ফ্যাসিবাদের প্রতিকৃতি পুড়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদ থেকে পহেলা বৈশাখ উপলক্ষে আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা ‘ফ্যাসিবাদের প্রতিকৃতি’ আগুন লেগে পুড়ে গেছে। শনিবার (১২ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ। তবে কীভাবে আগুন লেগেছে, সে বিষয়ে এখনও জানা যায়নি। বাঙালি জাতির ঐতিহ্যগত প্রধান উৎসব পহেলা বৈশাখের অন্যতম একটি আয়োজন শোভাযাত্রা। এবছর ‘মঙ্গল শোভাযাত্রার’ নাম পরিবর্তন করে ‘আনন্দ শোভাযাত্রা’ রাখা হয়েছে। আর জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে এবার নববর্ষের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’।চারুকলা অনুষদে শোভাযাত্রায় বহনের জন্য অন্যতম বড় একটি মোটিফ বানানো হচ্ছিল, যাকে বলা হচ্ছে ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এর উচ্চতা ছিল ২০ ফুট। প্রক্টর বলেন, ‘ফ্যাসিবাদের প্রতিকৃতি’র মোটিফটির সঙ্গে ‘শান্তির পায়রা’র একটি মোটিফও পুড়ে গেছে। কিন্তু কে বা কারা আগুন দিয়েছে এখনও আমরা শনাক্ত করতে পারিনি। ...
চাঁপাইনবাবগঞ্জে পড়ানো হলো অবৈধ মাটি ও বালু উত্তোলনকারী ১টি স্কেভেটর ও ট্রাক্টর
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে আজ মঙ্গলবার সকালে ভ্রাম্যমান আদালতের একটি দল অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করার সময় ১টি স্কেভেটর ও ১টি ট্রাক্টর পুড়িয়ে দেয়া হয়েছে এবং অপর একটি ট্রাক্টর জব্দ করে। এসময় ভ্রাম্যমান দলের উপস্থিতি টের পেয়ে অবৈধ মাটি ও বালূ উত্তোলনকারীরা পালিয়ে যায়।
জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের নতুন পাড়ার মহানন্দা নদী সংলগ্ন বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর ১’শ মিটার পূর্ব পার্শ্বে কে বা কারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের একটি দল মঙ্গলবার সকাল ১০ টায় ওই এলাকায় অভিযান চালিয়ে ১টি স্কেভেটর ও ১টি ট্রাক্টর আটক করে তা পুড়িয়ে দেয়।এব্যাপারে ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদুর রহমান মাসুদ জানান, একটি চক্র অবৈধভাবে সেতু এলাকায় মাটি ও বালু উত্তোলন করে আসছিল। খবর পেয়ে তারা উক্ত স্থানে অভিযান চালিয়ে স্কেভেটর ও ট্রাক্টর পুড়িয়ে দেয়া হয়। তিনি আরো জানান, আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এলাকার একাধিক সাধারণ মানুষ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এ সেতুটিকে রক্ষা করা সম্ভব হবে।
Comments
Post a Comment