মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের অধিকাংশকে অবৈধ বলে রায় দিয়েছে দেশটির আপিল আদালত। শুক্রবার (২৯ আগস্ট) এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে আন্তর্জাতিক অর্থনীতিতে প্রভাব বিস্তারে রিপাবলিকান নেতার প্রধানতম হাতিয়ার এখন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ওয়াশিংটন ডিসিভিত্তিক মার্কিন ফেডারেল সার্কিট আপিল আদালতের ৭-৪ ভোটে দেওয়া এই রায়ে এপ্রিল মাসে ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের অংশ হিসেবে আরোপিত পারস্পরিক শুল্ক এবং ফেব্রুয়ারিতে চীন, কানাডা, মেক্সিকোর ওপর আরোপিত আরেক দফা শুল্কের বৈধতা নিয়ে রায় দিয়েছে। রায়ের পক্ষে মত দেওয়া সাত বিচারপতির ছয়জন ডেমোক্র্যাট আর একজন রিপাবলিকান আমলে নিয়োগপ্রাপ্ত। আর রায়ের বিপক্ষে অবস্থানকারীদের মধ্যে দুজন ডেমোক্র্যাট ও দুজন রিপাবালিকান প্রশাসনের অধীনে নিয়োগ পেয়েছেন। অ বশ্য, অন্য আইনি কর্তৃপক্ষ আরোপিত শুল্ক, যেমন ট্রাম্পের স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক, এই রায়ের প্রভাব নেই। হোয়াইট হাউজের দ্বিতীয় মেয়াদে শুল্ককে মার্কিন পররাষ্ট্রনীতির একটি মূল ভিত্তি বানিয়ে ফেলেছেন ট্রাম্প। ইচ্ছেমতো এই হাতিয়ার ব্যবহার করে তিনি বাণিজ্য অংশীদারদ...
চাঁপাইনবাবগঞ্জে পড়ানো হলো অবৈধ মাটি ও বালু উত্তোলনকারী ১টি স্কেভেটর ও ট্রাক্টর
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে আজ মঙ্গলবার সকালে ভ্রাম্যমান আদালতের একটি দল অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করার সময় ১টি স্কেভেটর ও ১টি ট্রাক্টর পুড়িয়ে দেয়া হয়েছে এবং অপর একটি ট্রাক্টর জব্দ করে। এসময় ভ্রাম্যমান দলের উপস্থিতি টের পেয়ে অবৈধ মাটি ও বালূ উত্তোলনকারীরা পালিয়ে যায়।
জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের নতুন পাড়ার মহানন্দা নদী সংলগ্ন বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর ১’শ মিটার পূর্ব পার্শ্বে কে বা কারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের একটি দল মঙ্গলবার সকাল ১০ টায় ওই এলাকায় অভিযান চালিয়ে ১টি স্কেভেটর ও ১টি ট্রাক্টর আটক করে তা পুড়িয়ে দেয়।এব্যাপারে ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদুর রহমান মাসুদ জানান, একটি চক্র অবৈধভাবে সেতু এলাকায় মাটি ও বালু উত্তোলন করে আসছিল। খবর পেয়ে তারা উক্ত স্থানে অভিযান চালিয়ে স্কেভেটর ও ট্রাক্টর পুড়িয়ে দেয়া হয়। তিনি আরো জানান, আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এলাকার একাধিক সাধারণ মানুষ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এ সেতুটিকে রক্ষা করা সম্ভব হবে।
Comments
Post a Comment