কমিশন চেয়ারম্যানের পদত্যাগ চাইলেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসনের ৫০ শতাংশ কোটা ইস্যুতে জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরীকে পদত্যাগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (বাসা)। বুধবার (২৫ ডিসেম্বর) রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে এ দাবি জানান বিসিএস ৯ম ব্যাচের কর্মকর্তা জাকির হোসেন কালাম। তিনি বলেন, শুধু সংস্কার কমিশনের চেয়ারম্যানকে পদত্যাগ করলেই হবে না, সব স্টেকহোল্ডারকে নিয়ে এ সংস্কার কমিশনকে পুনর্গঠন করতে হবে। এর আগে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব সোহেল রানা বলেন, উপসচিব পদে ৫০ শতাংশ হারে পদায়ন বৈষম্যমূলক, অযৌক্তিক ও ষড়যন্ত্রমূলক। রাষ্ট্রকে দুর্বল করার কোনো প্রচেষ্টা চলছে কি না, এটাও আমাদের দেখতে হবে। এর আগে গত ১৭ ডিসেম্বর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী জানান, উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের ৫০ শতাংশ এবং অন্য সব ক্যাডার থেকে ৫০ শতাংশ কোটা রাখার সুপারিশ করবেন তারা। বর্তমান বিধিমালা অনুযায়ী, উপসচি...
পশ্চিমবঙ্গে হবে ইলিশ চাষ
এখন ইলিশের ভরা মৌসুম। তবে ভারতের পশ্চিমবঙ্গে জেলেদের জালে ধরা পড়ছে না ইলিশ। তাই এ মৌসুমে এখানে ইলিশের জোগান কম। মূলত আবহাওয়ার কারণে তেমন ইলিশ আসেনি বাজারে। জোগান বাড়াতে ইলিশ চাষের উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। ইলিশের চাষ হবে সাগরে। এ জন্য সাগর মোহনায় পরিকাঠামো গড়ে তোলা হবে। ইলিশের জোগান বাড়বে। গতকাল বুধবার কলকাতার নলবনের ফুড পার্কে রাজ্য মৎস্য উন্নয়ন করপোরেশনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন পশ্চিমবঙ্গের মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেন, ‘পশ্চিমবঙ্গে এবার কৃত্রিম ইলিশ উৎপাদনের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। নরওয়ের সংস্থা নরওয়েজিয়ান ইনস্টিটিউট অব ফুড, ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়া কালচার রিসার্চের সহযোগিতায় এবার পশ্চিমবঙ্গে কৃত্রিম ইলিশ চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে আমাদের সমুদ্র মোহনার দুটি জায়গা নির্দিষ্ট করে সেখানে পরিকাঠামো গড়ে তোলার কাজও চলছে। ওখানেই আমরা কৃত্রিম ইলিশ উৎপাদনের ব্যবস্থা নিয়েছি।’ মৎস্য মন্ত্রী বলেন, নরওয়ের ওই সংস্থা কৃত্রিমভাবে স্যামন মাছ উৎপাদন করছে। তাদের প্রযুক্তি এবার কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গেও কৃত্রিম ইলিশ উৎপাদন করা হবে। এবার আবহাওয়ার কারণে ইলিশের জোগান কম থাকলেও মৌসুমের শেষে এই সমস্যা কেটে যাবে। বাজারে জোগান বাড়বে ইলিশের। চন্দ্রনাথ সিংহ বলেন, আগামী ৩১ আগস্ট থেকে নলবনের ফুড পার্কে আয়োজন করা হয়েছে ইলিশ উৎসবের। এই উৎসব চলবে ৪ সেপ্টেম্বর পর্যন্ত।
darun fish
ReplyDelete