মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের অধিকাংশকে অবৈধ বলে রায় দিয়েছে দেশটির আপিল আদালত। শুক্রবার (২৯ আগস্ট) এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে আন্তর্জাতিক অর্থনীতিতে প্রভাব বিস্তারে রিপাবলিকান নেতার প্রধানতম হাতিয়ার এখন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ওয়াশিংটন ডিসিভিত্তিক মার্কিন ফেডারেল সার্কিট আপিল আদালতের ৭-৪ ভোটে দেওয়া এই রায়ে এপ্রিল মাসে ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের অংশ হিসেবে আরোপিত পারস্পরিক শুল্ক এবং ফেব্রুয়ারিতে চীন, কানাডা, মেক্সিকোর ওপর আরোপিত আরেক দফা শুল্কের বৈধতা নিয়ে রায় দিয়েছে। রায়ের পক্ষে মত দেওয়া সাত বিচারপতির ছয়জন ডেমোক্র্যাট আর একজন রিপাবলিকান আমলে নিয়োগপ্রাপ্ত। আর রায়ের বিপক্ষে অবস্থানকারীদের মধ্যে দুজন ডেমোক্র্যাট ও দুজন রিপাবালিকান প্রশাসনের অধীনে নিয়োগ পেয়েছেন। অ বশ্য, অন্য আইনি কর্তৃপক্ষ আরোপিত শুল্ক, যেমন ট্রাম্পের স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক, এই রায়ের প্রভাব নেই। হোয়াইট হাউজের দ্বিতীয় মেয়াদে শুল্ককে মার্কিন পররাষ্ট্রনীতির একটি মূল ভিত্তি বানিয়ে ফেলেছেন ট্রাম্প। ইচ্ছেমতো এই হাতিয়ার ব্যবহার করে তিনি বাণিজ্য অংশীদারদ...
মানুষের আয় ও আয়ু বেড়ে যাওয়া সরকারের সফলতা: পররাষ্ট্রমন্ত্রী
ররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, 'দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে, আয়ু বেড়েছে। এ গুলো বর্তমান সরকারের সফলতা। দেশে দরিদ্রের হার কমেছে। অতি দরিদ্রের হার ৫ শতাংশে নিয়ে আসব আমরা।' আজ শনিবার সকালে সিলেটে দুরারোগ্য ব্যাধি ও জন্মগত হৃদ্রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসায় আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী। সিলেট নগরের রিকাবিবাজারে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান হয়। বাংলাদেশে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ধনী-দরিদ্রের পার্থক্য কম উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমাদের অর্থনীতিকে আমি মানবিক উন্নয়ন হিসেবে আখ্যায়িত করি। এশিয়ার ৪৫টি দেশের মধ্যে প্রবৃদ্ধির দিক থেকে বাংলাদেশের প্রবৃদ্ধির হার ৮ দশমিক ১৩। প্রবৃদ্ধির দিক থেকে বাংলাদেশ দ্বিতীয়। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের সফলতা।' পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামাজিক নিরাপত্তার আওতায় সুবিধা বঞ্চিত, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধাসহ ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে পক্ষাঘাতগ্রস্ত ও জন্মগত হৃদ্রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসায় আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় নিয়ে এসেছেন। এ ক্ষেত্রে সঠিক মানুষ যাতে টাকা পায় সে দিকে নজরদারি বাড়াতে হবে। সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সমাজসেবা অধিদপ্তরের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের প্রভাষক সানজিদা সুলতানা অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক সন্দ্বীপ কুমার সিংহ, জাতীয় সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক বিশেষ অতিথির বক্তব্য দেন। শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নিবাস রঞ্জন দাশ। অনুষ্ঠানে জানানো হয়, চিকিৎসা সহায়তার এ কর্মসূচির আওতায় সিলেট জেলার ১৪টি উপজেলার ২০১৮-১৯ অর্থবছরের দ্বিতীয় কিস্তির ২৬৮ জনকে এক কোটি ৩৪ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
- Get link
- X
- Other Apps
Labels
News
Labels:
News
- Get link
- X
- Other Apps
Comments
gov.bd
ReplyDelete