বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে। কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...
পশ্চিমবঙ্গে হবে ইলিশ চাষ
এখন ইলিশের ভরা মৌসুম। তবে ভারতের পশ্চিমবঙ্গে জেলেদের জালে ধরা পড়ছে না ইলিশ। তাই এ মৌসুমে এখানে ইলিশের জোগান কম। মূলত আবহাওয়ার কারণে তেমন ইলিশ আসেনি বাজারে। জোগান বাড়াতে ইলিশ চাষের উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। ইলিশের চাষ হবে সাগরে। এ জন্য সাগর মোহনায় পরিকাঠামো গড়ে তোলা হবে। ইলিশের জোগান বাড়বে। গতকাল বুধবার কলকাতার নলবনের ফুড পার্কে রাজ্য মৎস্য উন্নয়ন করপোরেশনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন পশ্চিমবঙ্গের মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেন, ‘পশ্চিমবঙ্গে এবার কৃত্রিম ইলিশ উৎপাদনের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। নরওয়ের সংস্থা নরওয়েজিয়ান ইনস্টিটিউট অব ফুড, ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়া কালচার রিসার্চের সহযোগিতায় এবার পশ্চিমবঙ্গে কৃত্রিম ইলিশ চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে আমাদের সমুদ্র মোহনার দুটি জায়গা নির্দিষ্ট করে সেখানে পরিকাঠামো গড়ে তোলার কাজও চলছে। ওখানেই আমরা কৃত্রিম ইলিশ উৎপাদনের ব্যবস্থা নিয়েছি।’ মৎস্য মন্ত্রী বলেন, নরওয়ের ওই সংস্থা কৃত্রিমভাবে স্যামন মাছ উৎপাদন করছে। তাদের প্রযুক্তি এবার কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গেও কৃত্রিম ইলিশ উৎপাদন করা হবে। এবার আবহাওয়ার কারণে ইলিশের জোগান কম থাকলেও মৌসুমের শেষে এই সমস্যা কেটে যাবে। বাজারে জোগান বাড়বে ইলিশের। চন্দ্রনাথ সিংহ বলেন, আগামী ৩১ আগস্ট থেকে নলবনের ফুড পার্কে আয়োজন করা হয়েছে ইলিশ উৎসবের। এই উৎসব চলবে ৪ সেপ্টেম্বর পর্যন্ত।
darun fish
ReplyDelete