কমিশন চেয়ারম্যানের পদত্যাগ চাইলেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসনের ৫০ শতাংশ কোটা ইস্যুতে জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরীকে পদত্যাগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (বাসা)। বুধবার (২৫ ডিসেম্বর) রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে এ দাবি জানান বিসিএস ৯ম ব্যাচের কর্মকর্তা জাকির হোসেন কালাম। তিনি বলেন, শুধু সংস্কার কমিশনের চেয়ারম্যানকে পদত্যাগ করলেই হবে না, সব স্টেকহোল্ডারকে নিয়ে এ সংস্কার কমিশনকে পুনর্গঠন করতে হবে। এর আগে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব সোহেল রানা বলেন, উপসচিব পদে ৫০ শতাংশ হারে পদায়ন বৈষম্যমূলক, অযৌক্তিক ও ষড়যন্ত্রমূলক। রাষ্ট্রকে দুর্বল করার কোনো প্রচেষ্টা চলছে কি না, এটাও আমাদের দেখতে হবে। এর আগে গত ১৭ ডিসেম্বর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী জানান, উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের ৫০ শতাংশ এবং অন্য সব ক্যাডার থেকে ৫০ শতাংশ কোটা রাখার সুপারিশ করবেন তারা। বর্তমান বিধিমালা অনুযায়ী, উপসচি...
মুক্তাগাছায় মহিলা ভাইস চেয়ারম্যান কাকলী গ্রেপ্তার
ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের মুক্তাগাছায় নারী ও শিশু নির্যাতন মামলায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ । সোমবার বিকালে (৫ আগস্ট)শহরের হৃদয় মোড়স্থ বাসা থেকে মুর্শিদা আক্তার কাকলীকে গ্রেপ্তার করা হয় । থানা পুলিশ জানায়, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা আক্তার কাকলীর নামে হৃদয় মোড় এলাকায় একটি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। তিনি এটি পরিচালনা করেন। ২০১৮ সালের জুন মাসে উপজেলার দুল্লা ইউনিয়নের ভালুকচাপড় গ্রামের এক নারীকে জোরপূর্বক গর্ভপাত ঘটানোর ঘটনা ঘটে । এঘটনায় কাকলীকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় একটি মামলা হয় । এ মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ।
মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান,আজ মঙ্গলবার তাকে ময়মনসিংহের আদালতে সোপর্দ করা হবে ।
ময়মনসিংহের মুক্তাগাছায় নারী ও শিশু নির্যাতন মামলায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ । সোমবার বিকালে (৫ আগস্ট)শহরের হৃদয় মোড়স্থ বাসা থেকে মুর্শিদা আক্তার কাকলীকে গ্রেপ্তার করা হয় । থানা পুলিশ জানায়, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা আক্তার কাকলীর নামে হৃদয় মোড় এলাকায় একটি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। তিনি এটি পরিচালনা করেন। ২০১৮ সালের জুন মাসে উপজেলার দুল্লা ইউনিয়নের ভালুকচাপড় গ্রামের এক নারীকে জোরপূর্বক গর্ভপাত ঘটানোর ঘটনা ঘটে । এঘটনায় কাকলীকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় একটি মামলা হয় । এ মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ।
মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান,আজ মঙ্গলবার তাকে ময়মনসিংহের আদালতে সোপর্দ করা হবে ।
right
ReplyDelete