বলছে মার্কিন গোয়েন্দা তথ্য : ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনা গুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা গুলোর নতুন তথ্যে বিষয়টি সামনে এসেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই খবর জানিয়েছে। তবে এই প্রতিবেদনের বিষয়ে কোনও মন্তব্য করেনি ইসরায়েল। বুধবার (২১ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। অবশ্য ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার এই সিদ্ধান্ত ইসরায়েল চূড়ান্ত করেছে কি না, তা এখনও স্পষ্ট নয়। মার্কিন প্রশাসনের ভেতরেও বিষয়টি নিয়ে ভিন্নমত রয়েছে যে শেষ পর্যন্ত ইসরায়েল হামলা চালাবে কি না, তা নিয়ে মতবিরোধ রয়েছে বলেও জানায় সিএনএন। এদিকে এই প্রতিবেদন সম্পর্কে রয়টার্স এখনও নিশ্চিত হতে পারেনি। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদ (এনএসসি) তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। এছাড়া ইসরায়েলি দূতাবাস এবং প্রধান মন্ত্রীর দপ্তর থেকেও কোনো প্রতিক্রিয়া মেলেনি। সিএনএনের প্রতিবেদনে এক গোয়েন্দা সূত্র বলেছে, “সাম্প্রতিক কয়ে...
মানুষের আয় ও আয়ু বেড়ে যাওয়া সরকারের সফলতা: পররাষ্ট্রমন্ত্রী
ররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, 'দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে, আয়ু বেড়েছে। এ গুলো বর্তমান সরকারের সফলতা। দেশে দরিদ্রের হার কমেছে। অতি দরিদ্রের হার ৫ শতাংশে নিয়ে আসব আমরা।' আজ শনিবার সকালে সিলেটে দুরারোগ্য ব্যাধি ও জন্মগত হৃদ্রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসায় আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী। সিলেট নগরের রিকাবিবাজারে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান হয়। বাংলাদেশে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ধনী-দরিদ্রের পার্থক্য কম উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমাদের অর্থনীতিকে আমি মানবিক উন্নয়ন হিসেবে আখ্যায়িত করি। এশিয়ার ৪৫টি দেশের মধ্যে প্রবৃদ্ধির দিক থেকে বাংলাদেশের প্রবৃদ্ধির হার ৮ দশমিক ১৩। প্রবৃদ্ধির দিক থেকে বাংলাদেশ দ্বিতীয়। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের সফলতা।' পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামাজিক নিরাপত্তার আওতায় সুবিধা বঞ্চিত, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধাসহ ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে পক্ষাঘাতগ্রস্ত ও জন্মগত হৃদ্রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসায় আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় নিয়ে এসেছেন। এ ক্ষেত্রে সঠিক মানুষ যাতে টাকা পায় সে দিকে নজরদারি বাড়াতে হবে। সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সমাজসেবা অধিদপ্তরের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের প্রভাষক সানজিদা সুলতানা অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক সন্দ্বীপ কুমার সিংহ, জাতীয় সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক বিশেষ অতিথির বক্তব্য দেন। শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নিবাস রঞ্জন দাশ। অনুষ্ঠানে জানানো হয়, চিকিৎসা সহায়তার এ কর্মসূচির আওতায় সিলেট জেলার ১৪টি উপজেলার ২০১৮-১৯ অর্থবছরের দ্বিতীয় কিস্তির ২৬৮ জনকে এক কোটি ৩৪ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
- Get link
- X
- Other Apps
Labels
News
Labels:
News
- Get link
- X
- Other Apps
Comments
gov.bd
ReplyDelete