বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে। কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...
এক রুইয়ের ওজন ২০ কেজি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলেদের জালে প্রায় ২০ কেজি ওজনের একটি রুই মাছ ধরা পড়েছে। আজ মঙ্গলবার ভোর রাতে জেলেরা মাছটি ধরেন। স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা রুই মাছটি ২ হাজার ৪০০ টাকা কেজি দরে কিনে নেন।মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা প্রথম আলোকে বলেন, মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকার জেলে গোপাল হালদার ও বাসু হালদার। প্রতিদিনের মতো সোমবার রাতেও তাঁরা নদীতে জাল ফেলেন। প্রথম দিকে দুই-একটি ইলিশ ও অন্যান্য মাছ ছাড়া তেমন কিছুই পাননি। এরপর দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপথের মাঝামাঝি এলাকায় জাল ফেলে অপেক্ষা করতে থাকেন। পরে আজ ভোর ৫টার দিকে ওই রুই মাছটি ধরা পড়ে। চান্দু মোল্লা বলেন, সকাল সাড়ে নয়টার দিকে তিনি দরদাম করে ২ হাজার ৪০০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন। প্রথম দিকে মাছটি দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাটের পন্টুনের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখেন। আশা করছিলেন কেজি প্রতি ১০০ থেকে ২০০ টাকা করে বেশি দাম পেলে মাছটি বিক্রি করবেন। কুষ্টিয়া থেকে ঢাকা যাচ্ছিলেন আলামিন ইসলাম। সকালে ঘটে মাছ বাঁধা দেখে এগিয়ে যান তিনি। প্রথম আলোকে আলামিন বলেন, ‘এত বড় রুই মাছ একনজর দেখতে এগিয়ে এলাম। সাধারণত এত বড় মাছ দেখা যায় না। তাও আবার পদ্মার রুই! যদি সামর্থ্য থাকত তাহলে এখনই কিনে নিতাম। এ ধরনের মাছ আমাদের চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার নেই।’ ঢাকায় যাওয়ার পথে ব্যক্তিগত গাড়ি থেকে নেমে মাছের কাছে এগিয়ে এসে এক ব্যক্তি কেনার আগ্রহ দেখান। তবে দাম বেশি চাওয়ায় না কিনেই ফিরতে হয় তাঁকে। তিনি বলেন, ‘খুব ইচ্ছা ছিল মাছটি কেনার। কিন্তু আমার কাছে দাম অনেক বেশিই বলে মনে হচ্ছে।’ গোয়ালন্দ উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, ‘সাধারণত বড় মাছ খুব কমই দেখা মেলে। তাও আবার রুই মাছ। এখন বর্ষা মৌসুম, ভরা নদী। সুস্বাদু পানি হওয়ায় মাঝেমধ্যে এ ধরনের বড় বড় মাছের দেখা পাওয়া যাবে।’ মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা স্থানীয়ভাবে মাছটি বিক্রি করতে পরেননি। তাই ঢাকার পথে রওনা দেন। আজ বিকেল পাঁচটার দিকে মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, উত্তরার এক ব্যবসায়ীর কাছে তিনি মাছটি ২ হাজার ৬০০ টাকা দরে বিক্রি করেছেন।
- Get link
- X
- Other Apps
Labels
News
Labels:
News
- Get link
- X
- Other Apps
Comments

২০ কেজি ???
ReplyDelete