মোঃ হারুন অর রশীদ শিবগঞ্জ সংবাদদাতাঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সাব-রেজিস্ট্রার ও দলিল লেখক সমিতির দ্বন্দ্বের জের ধরে গত ৩৩ দিন ধরে সদস্যরা কলম বিরতি পালন করছেন। এতে জমি রেজিস্ট্রি করতে এসে দুর্ভোগের মুখে পড়ছেন অনেকেই। এ ঘটনায় ২ পক্ষ একাধিকবার বসলেও কোন সুরাহা হয়নি। বৃহস্পতিবার (১০ মার্চ) শিবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বি নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের টিম উভয় পক্ষকে নিয়ে সমঝোতার চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছেন। তবে আগামী সোমবার জেলা রেজিষ্ট্রারের কার্যালয়ে সমঝোতা বৈঠক হবে। অভিযোগে প্রকাশ শিবগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার ইউসুফ আলী, অফিস সহকারী আল-মামুন ও মোহরার সেলিম রেজাসহ ৩ জনের অপসারণের দাবি করেছেন শিবগঞ্জ দলিল লেখক সমিতির নেতারা। গত ৬ ফেব্রুয়ারি থেকে কলম বিরতি অবহত রেখেছেন তারা। জমি রেজিস্ট্র্রি করতে আসা মনিরুল ইসলাম বলেন, সাব-রেজিস্ট্রার ও দলিল লেখকদের দ্বন্দ্বের কারণে আজকেও জমি রেজিষ্ট্রি করতে পারলাম না। আমাদের দুর্ভোগ দেখার কেউ নাই। শিবগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি তোজাম্মেল হক জানান, শিবগঞ্জ উপজেলা সাব-রেজিষ্ট্রার, অফিস সহকারী ও মোহরার সেলিম রেজা জমি রেজিস্ট্রি করতে আসা দলিল লেখকদের সাথে অসাদাচরণ, বহিস্কারের হুমকি এবং জমি রেজিষ্ট্রি করতে আসা মানুষ জনের কাছে দলিল লেখকদের খারাপ করার উদ্দেশ্যে অযাথা হয়রানি ও সময় ক্ষেপন করেন। এতে জমি ক্রয়-বিক্রয়ে বিরুপ প্রভাব পড়তে শুরু করেছে। দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল হক জানান, অফিস সহকারী আল-মামুন ও মোহরার সেলিম রেজা হরহামেসায় রেজিষ্ট্রি করা কাজে ভুল ধরে অনৈতিক ভাবে অতিরিক্ত টাকা দাবি করেন। ফলশ্রুতিতে জমি রেজিস্ট্র্রি করা দলিল লেখকদের মানসিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টির কারণে গত ৩৩ দিন ধরে দলিল লেখকরা মানবেতর জীবনযাপন করছেন। শিবগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার মো. ইউসুফ আলী জানান, দলিল লেখকরা জমি রেজিস্ট্রি করতে আসা জনসাধারনের কাছে অতিরিক্ত টাকা আদায় করে এবং তার অফিসের কর্মচারীদের সাথে খারাপ ব্যবহার এবং জমির শ্রেণি পরিবর্তন করে সরকার কে রাজস্ব থেকে বঞ্চিত করার চেষ্টা করেন। এমনকি খতিয়নের ফটোকপি ও ভোটার আইড কার্ড দিতে হরহামেসাই অপারগতা প্রকাশ করেন। এতে খাস সম্পত্তির দলিল হতে পারে। বিধায় সরকারী বিধি মোতাবেক এই অনিয়ম কঠোর হাস্তে দমন করতে গেলে দলিল লেখকরা সিন্ডিকেট করে কলম বিরতি চালিয়ে যাচ্ছেন। ১০ জন দলিল লেখককে অনৈতিক কাজের জন্য শোকাজ করা হয়েছে। জেলা সাব রেজিষ্টার আলী আকবর মুঠো ফোনে জানান, উভয় পক্ষকে নিয়ে বুধবার বসা হয়েছিল। কিন্ত কোন সমাঝোতা হয়নি তবে আগামী কাল আবারও বসার সিদ্ধান্ত হয়েছে। আসা করি উভয় পক্ষ সমঝোতায় আসবেন।
এ ব্যপারে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খান জানান, বিষয়টি আমি অবগত হয়েছি এবং কয়েক জন দলিল লেখক দেখা করেছেন। আমি শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বি উভয় পক্ষকে নিয়ে আলোচনা স্বাপেক্ষে সমঝোতা করার জন্য নির্দেশনা দিয়েছি।
nice news
ReplyDelete