ধেয়ে আসছে গ্রহাণু, ধ্বংস হবে পৃথিবী, অশনি ইঙ্গিত দিল নাসা ধেয়ে আসছে বিরাট আকারের গ্রহাণু। ফলে নতুন করে চিন্তার কথা শোনা গেল নাসার বিজ্ঞানীদের মুখে। নাসার পক্ষ থেকে বলা হয়েছে একটি বিরাট আকারের গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে এটি আকারে অতি বড়। এই গ্রহাণুটি ৩৭০ ফুট চওড়া। এর নাম ২০২৩ কেইউ। এটি পৃথিবীর দিকে প্রতি ঘন্টায় ৬৪ হাজার কিলোমিটার বেগে ছুটে আসছে। এককথায় বলতে হলে এই গ্রহাণুটির আকার প্রায় একটি ৩৫ তলা বাড়ির সমান। এটি অতি ঝড়ের বেগে শুক্রবার পৃথিবীর ধার দিয়ে চলে যাবে। যে গতিতে এটি পৃথিবীর ধার দিয়ে যাবে তাতে বেশ খানিকটা হলেও চিন্তায় পড়েছেন নাসার বিজ্ঞানীরা। তারা মনে করছেন যদি শেষবেলায় গতি বাড়িয়ে বা নিজের কক্ষপথ পরিবর্তন করে যদি এটি পৃথিবীতে আঘাত করে তাহলে সেটি হবে অতি ভয়ঙ্কর। শুক্রবার অর্থাৎ ১১ এপ্রিল রাত ৯ টা বেজে ৫ মিনিটে পৃথিবীর ধার দিয়ে চলে যাবে এই বিরাট আকারের গ্রহাণুটি। পৃথিবী থেকে ১ মিলিয়ন দূর থেকে চলে যাবে এই গ্রহাণুটি। তবে যে গতিতে এটি যাবে সেখানে কিছুটা হলেও পৃথিবীর অভিকর্ষ বলের এর প্রভাব থাকবে বলেই মনে করছে নাসার বিজ্ঞানীরা। ...
চাঁপাইনবাবগঞ্জে জাপানের জাতীয় ফল পার্সিমন ১২ শ’ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শনিবার (২২ জানুয়ারি) সকালে জেলা শহরের বিশ্বরোডে হযরত আলীকে একটি ভ্যানে ফলগুলো বিক্রি করতে দেখা যায়। হযরত আলী জানান, জাপানের জাতীয় ফল পার্সিমন। আমাদের দেশে বিদেশি ফলের চাহিদা অনেক। মানুষের চাহিদা পূরণ করতে ফল আমদানিকারকের সাহায্যে জাপান থেকে এ পার্সিমন নিয়ে এসেছি। ২০ কেজি এনেছিলাম। এখন কয়েক কেজি আছে। এ ফলটি ১২ শ’ টাকা কেজি দরে বিক্রি করছি। এছাড়াও তার ভ্যানে থাইল্যান্ডের সুইটস ও কাইতন, বাতাবি লেবু ও ড্রাগন ফল রয়েছে। ফলগুলোর দাম জানতে চাইলে হযরত আলী জানান, এ ফলগুলো থাইল্যান্ড থেকে আমদানিকারকরা দেশে নিয়ে এসেছে। পরে ঢাকা থেকে নিয়ে এসেছি। সুইটস ও কাইতন আম ১৩ শ’ টাকা কেজি দরে বিক্রি করছি। এছাড়া ড্রাগন ফল ৮ শ’ টাকা কেজিতে বিক্রি করছেন হযরত আলী। তার ভ্যানে দেশি স্ট্রবেরি ও পেয়ারাও দেখা গেছে। হযরত আলীর কাছে বিদেশি ফলের পাশাপাশি দেশি ফল রাখার কারণ জানতে চাইলে তিনি বলেন, আমাদের দেশে এখন পেয়ারা ও স্ট্রবেরি বেশি চাষ হচ্ছে। এ ফলগুলো দেশি হওয়ায় বিক্রি ভালো হয়।
Comments
Post a Comment