রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত
চাঁপাইনবাবগঞ্জে জাপানের জাতীয় ফল পার্সিমন ১২ শ’ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শনিবার (২২ জানুয়ারি) সকালে জেলা শহরের বিশ্বরোডে হযরত আলীকে একটি ভ্যানে ফলগুলো বিক্রি করতে দেখা যায়। হযরত আলী জানান, জাপানের জাতীয় ফল পার্সিমন। আমাদের দেশে বিদেশি ফলের চাহিদা অনেক। মানুষের চাহিদা পূরণ করতে ফল আমদানিকারকের সাহায্যে জাপান থেকে এ পার্সিমন নিয়ে এসেছি। ২০ কেজি এনেছিলাম। এখন কয়েক কেজি আছে। এ ফলটি ১২ শ’ টাকা কেজি দরে বিক্রি করছি। এছাড়াও তার ভ্যানে থাইল্যান্ডের সুইটস ও কাইতন, বাতাবি লেবু ও ড্রাগন ফল রয়েছে। ফলগুলোর দাম জানতে চাইলে হযরত আলী জানান, এ ফলগুলো থাইল্যান্ড থেকে আমদানিকারকরা দেশে নিয়ে এসেছে। পরে ঢাকা থেকে নিয়ে এসেছি। সুইটস ও কাইতন আম ১৩ শ’ টাকা কেজি দরে বিক্রি করছি। এছাড়া ড্রাগন ফল ৮ শ’ টাকা কেজিতে বিক্রি করছেন হযরত আলী। তার ভ্যানে দেশি স্ট্রবেরি ও পেয়ারাও দেখা গেছে। হযরত আলীর কাছে বিদেশি ফলের পাশাপাশি দেশি ফল রাখার কারণ জানতে চাইলে তিনি বলেন, আমাদের দেশে এখন পেয়ারা ও স্ট্রবেরি বেশি চাষ হচ্ছে। এ ফলগুলো দেশি হওয়ায় বিক্রি ভালো হয়।
Comments
Post a Comment