‘নিত্যপণ্যের দাম বাড়ায় মানুষ ভালো নেই’
চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক তোসিকুল ইসলাম তসি বলেছেন, `নিত্য প্রয়োজনীয় দ্রবাদীর দাম বাড়ায় দেশের মানুষ ভালো নেই। দাম বাড়ায় দেশে হাহাকার চলছে।’ বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ১১টার দিকে দ্রবমূল্যের উর্ধগতি, দুর্নীতি ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
তৌসিকুল ইসলাম বলেন, ‘বিএনপি সরকারের আমলে দেশে চালের দাম ছিল ২০ টাকা কেজি। এখন আওয়ামী লীগ সরকারের আমলে ৫০-৬০ টাকা কেজি। বিএনপির আমলে তেলের দাম ছিলো ৫০ টাকা আর এখন তা ২০০ টাকায় ঠেকেছে।’ দ্রবামূল্যের উর্ধগতি কারণে সরকারের কঠোর সমালোচনা করে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার দাবি করে দেশ এখন ডিজিটাল হয়ে গেছে। মধ্যমায়ের দেশে রুপান্তরিত হয়েছে। কিন্তু মানুষ দেখতে পাচ্ছে, দেশের অবস্থা। এ সময় সরকারের বিভিন্ন খাতে দুর্নীতি প্রতিবাদ জানিয়ে খালেদা জিয়ার মুক্তির দাবি জানান নেতাকর্মীরা। চাঁপাইনবাবগঞ্জ সদর থানা কৃষক দলের আহ্বায়ক আ.ক.ম সাহেদুল আলম বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশ টি অনুষ্ঠিত হয়। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক, চাঁপাইনবাবগঞ্জ সদর থানার কৃষক দলের সদস্য সচিব কাসেম আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জামিউল হক সোহেল প্রমুখ।
100-100=0
ReplyDelete