রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত
রাস্তার ধারে পুলিশের মরদেহ
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় রাস্তার পাশ থেকে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম নূর ইসলাম। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় কর্মরত ছিলেন। বাড়ি যশোর জেলায়। শুক্রবার (৪ মার্চ) রাতে উপজেলার বিশ্বনাথপুর কাজীপাড়া এলাকা থেকে নূর ইসলামের লাশ উদ্ধার করে গোদাগাড়ী থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া গেলে মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে না। তবে ধারণা করা হচ্ছে কোনো কারণে নূর ইসলামের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন বলেন, ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় নূর ইসলামের মৃত্যু হয়েছে। সে ছুটিতে ছিল।
Comments
Post a Comment