কমিশন চেয়ারম্যানের পদত্যাগ চাইলেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসনের ৫০ শতাংশ কোটা ইস্যুতে জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরীকে পদত্যাগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (বাসা)। বুধবার (২৫ ডিসেম্বর) রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে এ দাবি জানান বিসিএস ৯ম ব্যাচের কর্মকর্তা জাকির হোসেন কালাম। তিনি বলেন, শুধু সংস্কার কমিশনের চেয়ারম্যানকে পদত্যাগ করলেই হবে না, সব স্টেকহোল্ডারকে নিয়ে এ সংস্কার কমিশনকে পুনর্গঠন করতে হবে। এর আগে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব সোহেল রানা বলেন, উপসচিব পদে ৫০ শতাংশ হারে পদায়ন বৈষম্যমূলক, অযৌক্তিক ও ষড়যন্ত্রমূলক। রাষ্ট্রকে দুর্বল করার কোনো প্রচেষ্টা চলছে কি না, এটাও আমাদের দেখতে হবে। এর আগে গত ১৭ ডিসেম্বর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী জানান, উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের ৫০ শতাংশ এবং অন্য সব ক্যাডার থেকে ৫০ শতাংশ কোটা রাখার সুপারিশ করবেন তারা। বর্তমান বিধিমালা অনুযায়ী, উপসচি...
রাস্তার ধারে পুলিশের মরদেহ
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় রাস্তার পাশ থেকে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম নূর ইসলাম। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় কর্মরত ছিলেন। বাড়ি যশোর জেলায়। শুক্রবার (৪ মার্চ) রাতে উপজেলার বিশ্বনাথপুর কাজীপাড়া এলাকা থেকে নূর ইসলামের লাশ উদ্ধার করে গোদাগাড়ী থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া গেলে মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে না। তবে ধারণা করা হচ্ছে কোনো কারণে নূর ইসলামের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন বলেন, ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় নূর ইসলামের মৃত্যু হয়েছে। সে ছুটিতে ছিল।
Comments
Post a Comment