ভোলাহাটে ঠিকাদার মামলায় পলাতক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা শাহনাজ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মহানন্দা নদীর ডানতীর প্রকল্পের কাজ কে কেন্দ্র করে চাঁদাবাজির মামলায় ভোলাহাট উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী শাহনাজ পলাতক রয়েছেন। এ ঘটনায় পুলিশ তাকে ধরতে তৎপরতা বাড়িয়েছে। তবে তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক রয়েছেন। ঠিকাদার আকবর খান সোহেল চাঁপাইনবাবগঞ্জের আদালতে এ মামলাটি দায়ের করেছেন। মামলার এজাহারে প্রকাশ, প্রকল্পের কাজ শুরু থেকেই মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন ঠিকাদারকে বিভিন্ন অনিয়ম দুর্নীতি অভিযোগ এনে হয়রানি ও টাকার দাবি করতে থাকেন। এক পর্যায়ে ১টি মোটর সাইকেল দাবি করলে ঠিকাদারি প্রতিষ্ঠান তা দিতে অস্বীকৃতি জানান। এ ঘটনায় তিনি পেটোয়া বাহিনী দিয়ে প্রকল্পে কর্মরত শ্রমিকদের ভয়ভীতি, হুমকি ধামকি অব্যাহত রাখেন। বিষয়টি উর্ধ্বতন মহল অবগত হলে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ প্রকল্প এলাকা পরিদর্শন করেন। এমনকি এ বিষয়ে দুই পক্ষকে মুখোমুখি করা হলে কোনো দুর্নীতি পায়নি বলে পানি উন্নয়ন বোর্ডের উপ-প্রকৌশলী আব্দুর রহমান জানান। এদিকে ভাইস চেয়ারম্যানের পেটোয়া বাহিনী ঠিকাদার আকবর কে মারতে উদ্যত হলে এলাকাবাসির চাপে ঘটনাস্থল ত্যাগ করেন। এই ঘটনায় ঠিকাদার আকবর খান সোহেল মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুনের বিরুদ্ধে আদালতে ১টি চাঁদাবজির মামলা দায়ের করেন। এ বিষয়ে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, আদালত থেকে গ্রেফতারি পরোয়ানার কপি পাওয়া গেছে। পুলিশ তাকে আটক করার জন্য তৎপরতা চালিয়ে যাচ্চেন।
ব্যবস্থা নেওয়া হোক
ReplyDelete6653
ReplyDelete