Skip to main content

Posts

Showing posts from May, 2019

Featured Post

The officials of the administration cadre wanted the resignation of the commission chairman

কমিশন চেয়ারম্যানের পদত্যাগ চাইলেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসনের ৫০ শতাংশ কোটা ইস্যুতে জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরীকে পদত্যাগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (বাসা)।  বুধবার (২৫ ডিসেম্বর) রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে এ দাবি জানান বিসিএস ৯ম ব্যাচের কর্মকর্তা জাকির হোসেন কালাম।  তিনি বলেন, শুধু সংস্কার কমিশনের চেয়ারম্যানকে পদত্যাগ করলেই হবে না, সব স্টেকহোল্ডারকে নিয়ে এ সংস্কার কমিশনকে পুনর্গঠন করতে হবে।  এর আগে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব সোহেল রানা বলেন, উপসচিব পদে ৫০ শতাংশ হারে পদায়ন বৈষম্যমূলক, অযৌক্তিক ও ষড়যন্ত্রমূলক। রাষ্ট্রকে দুর্বল করার কোনো প্রচেষ্টা চলছে কি না, এটাও আমাদের দেখতে হবে।  এর আগে গত ১৭ ডিসেম্বর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী জানান, উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের ৫০ শতাংশ এবং অন্য সব ক্যাডার থেকে ৫০ শতাংশ কোটা রাখার সুপারিশ করবেন তারা।  বর্তমান বিধিমালা অনুযায়ী, উপসচি...

Representative of Durgapur

দুর্গাপুর প্রতিনিধি রাজশাহীর দুর্গাপুর উপজেলার আলীপুর এলাকা থেকে দুই রোহিঙ্গা নারীসহ তিন দালালকে আটক করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাত ৩টার দিকে হেলাল উদ্দিনের বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। দুর্গাপুর থানায় নিয়ে তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।  আটককৃত রোহিঙ্গারা হলেন-উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের সেলিমের স্ত্রী ফাতেমা ওরফে রোমানা এবং আরমানের স্ত্রী পারভীন ওরফে ইয়াসমিন।  আর আটক দালাল ৩ জন হলো- দুর্গাপুর উপজেলার আলীপুর গ্রামের আলী আহমেদ চৌধুরীর ছেলে হেলাল চৌধুরী, ঝিনাইদহের শৈলকূপার রঘুনাথপুরের আজিম উদ্দিন মোল্লার ছেলে আল মামুন, মেহেরপুরের গাংনী ইউনিয়নের বাথানপাড়া গ্রামের আবদুল বারেকের ছেলে সাগর আহমেদ।  স্থানীয়রা জানায়, আলীপুর গ্রামের আলী হোসেন চৌধুরীর ছেলে হেলাল চৌধুরীর বাড়িতে প্রায় দেড়মাস মাস ধরে ওই রোহিঙ্গা নারী বসবাস করে আসছিলো। তারা আসার পর থেকে স্থানীয় লোকজনের সঙ্গে চলা ফেরায় সন্দেহ হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে থানা পুলিশ হেলালের বাড়িতে অভিযান পারিচালনা করে।  এ সময় হেলালের বাড়ি থেকে রোহিঙ্গা শরণার্থী ওই দুই নারীকে আটক করে পুলিশ। আটককৃত ওই নারীরা...

Women flock to bahari jewellery store in search of eid dress accessories

ঈদে সাজ পোশাকের অনুষঙ্গের খোঁজে নারীদের ভিড় বাহারি গহনার দোকানে  শাড়িতে ঙালি রীর সাজ যেন পূর্ণতা পায় না। তাই সাজ পোশাকে ষোল আনা পূরণ করতে চাই পোশাক ও শাড়ির সঙ্গে মিলিয়ে বাহারি গহনা। সেই বাহারি গহনার খোঁজে নারীরা এখন ভিড় জমাচ্ছেন গহনার দোকানগুলোতে। সোনা, গোল্ডপ্লেটেড ও ইমিটেশনের গহনার দোকানে কিশোরী, তরুণীসহ নানা বয়সি নারীদের ভিড়। আর ঈদকে সামনে রেখে গহনার দোকানগুলো ঝলমল করছে নতুন নতুন ডিজাইনের গহনায়।  যেকোনো উৎসবে বা জমকালো অনুষ্ঠানে নারীরা সোনার গহনা পরতে ভালোবাসে। সোনার দোকানগুলো ঘুরে তাই দেখা গেল সোনালি রং ছাড়াও বিদেশি হোয়াইট গোল্ডের নজরকাড়া ডিজাইনের বাহারি সব গহনা। সৌখিন নারীদের কাছে এখন ডায়মন্ডের গহনাও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এটা যেন অনেকটা অভিজাত্যের প্রতীক। তাই সোনার গহনার পাশাপাশি ডায়ামন্ডের গহনার প্রতি আজকাল তরুণীদের বিশেষ ঝোঁক লক্ষ করা যাচ্ছে।  এছাড়া মুক্তো ও আর্টিফিশিয়াল ডায়মন্ড খচিত গহনা এবং সোনা বা রূপার উপরে মিনা ও অ্যান্টিক করা গহনাও ঝলমল করছে দোকানজুড়ে। গলায় মালা, কানে ঝুমকো, হাতভরা রিনিঝিনি বাহারি চুড়ি, ঐতিহ্যবাহী এসব গহনার সঙ্গে সৌন্দর্...

The fire took 25 lives again.

 আবারো আগুন কেড়ে নিল ২৫ প্রাণ  আবারো আগুন কেড়ে নিল ২৫ প্রাণ: আবারো আগুন কেড়ে নিল ২৫ প্রাণ পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকা-ের ৩৬ দিনের পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকা-ের ৩৬ দিনের মাথায় আগুনে পুড়ল অভিজাত এলাকা বনানীর বহুতল ভবন এফআর টাওয়ার।  বৃহস্পতিবার দুপুরে এ অগ্নিকা-ের ঘটনায় সন্ধ্যা পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মৃত্যু হয়েছে আগুনে পুড়ে, ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে অথবা যাদের মধ্যে  কয়েকজনের মৃত্যু হয়েছে বাঁচার চেষ্টায় লাফিয়ে পড়ে।  এই সংখ্যা আরও বাড়বে জানিয়ে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপ পরিচালক দেবাশিষ বর্ধন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভবনের ভেতরে উদ্ধার কাজ চলছে, সেখানে আরও কিছু মৃতদেহ আছে।”  কামাল আতাতুর্ক এভিনিউয়ের ৩২ নম্বর হোল্ডিংয়ে ২২ তলা ওই বাণিজ্যিক ভবনের সবগুলো ফ্লোরেই দোকান ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের অফিস। সপ্তাহের শেষ দিন দুপুরে লাঞ্চ ব্রেকের আগে আগে সব অফিসেই তখন দারুণ ব্যস্ততা।  ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসাইন জানান, বেলা ১২টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে প্রথমে ...

Fire breaks out in banani multi-storey building FR Tower

আগুনে পুড়ল অভিজাত এলাকা বনানীর বহুতল ভবন এফআর টাওয়ার পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকা-ের ৩৬ দিনের মাথায় আগুনে পুড়ল অভিজাত এলাকা বনানীর বহুতল ভবন এফআর টাওয়ার।  বৃহস্পতিবার দুপুরে এ অগ্নিকা-ের ঘটনায় সন্ধ্যা পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মৃত্যু হয়েছে আগুনে পুড়ে, ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে অথবা যাদের মধ্যে কয়েকজনের মৃত্যু হয়েছে বাঁচার চেষ্টায় লাফিয়ে পড়ে।  এই সংখ্যা আরও বাড়বে জানিয়ে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপ পরিচালক দেবাশিষ বর্ধন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভবনের ভেতরে উদ্ধার কাজ চলছে, সেখানে আরও কিছু মৃতদেহ আছে।”  কামাল আতাতুর্ক এভিনিউয়ের ৩২ নম্বর হোল্ডিংয়ে ২২ তলা ওই বাণিজ্যিক ভবনের সবগুলো ফ্লোরেই দোকান ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের অফিস। সপ্তাহের শেষ দিন দুপুরে লাঞ্চ ব্রেকের আগে আগে সব অফিসেই তখন দারুণ  ব্যস্ততা।  ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসাইন জানান, বেলা ১২টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে প্রথমে তাদের ১৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে আরও ১২টি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়।  চার ঘণ্টা চেষ্...

Chairman visits proposed economic zone in Chapainawabganj

চাঁপাইনবাবগঞ্জে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন চেয়ারম্যান বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী চাঁপাইনবাবগঞ্জে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন। গতকাল শনিবার সকালে শেখ হাসিনা সেতু এলাকার নিমগাছি মৌজার বিশাল এলাকা ঘুরে দেখেন তিনি।  এ সময় বিভিন্ন দিক নির্দেশনা দেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন। এসময় জেলা প্রশাসক এজেডএম নূরুল হকসহ প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।   জেলায় মানুষের কর্মসংস্থান সৃিষ্টর জন্য সাবেক সংসদ সদস্য আবদুল ওদুদ নিমগাছি মৌজায় প্রায় ২’শ একর জমির ওপর অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার জন্য সরকারের কাছে প্রস্তাব প্রেরণ করেন। নির্বাচন পূর্ববর্তী এক সংবাদ সম্মেলনেও জানিয়েছিলেন হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে অর্থনৈতিক অঞ্চল তৈরির লক্ষে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাবনা দেয়া হয়েছে। সে লক্ষেই বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের নির্বাহী চেয়ারম্যান প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন।

Ahead of Eid, activities in Chapainawabganj's loom village

ঈদকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের তাঁত পল্লীতে কর্মচাঞ্চল্য ঈদুল ফিতরকে সামনে রেখে কর্মচাঞ্চল্য বেড়ে গেছে চাঁপাইনবাবগঞ্জের রেশম পল্লীতে। তবে, তাঁতের জন্য বিখ্যাত এই শিল্পে নানা সমস্যা থাকলেও প্রতিযোগিতার বাজারে টিকে রয়েছে।  সরেজমিন ঘুরে দেখা গেছে, জেলার রেশম পল্লী হিসেবে খ্যাত হরিনগর, লাহারপুর, শিবগঞ্জ ও কানসাটের বিশ্বনাথপুরের এখন তাঁতের খুটখাট শব্দ আর কারিগর-শ্রমিকদের ব্যস্ততা বেড়ে গেছে। আর ঈদ এলে তা বেড়ে যায় কয়েকগুন। এখানকার রেশম শাড়ির বুননে বৈচিত্র আর নতুনত্বের ছোঁয়া দিতে দিনরাত কাজ করছেন কারিগররা। বছরের অন্য সময়ের তুলনায় এখন চাহিদা অনেক বেশি, তাই নানা ধাপে এখানে রাত-দিন কাজে ব্যস্ত তাঁত শ্রমিকরা। তৈরি বাহারি সব রেশম সিল্কের পোশাক ছড়িয়ে পড়ে রাজধানী ঢাকার আড়ং, রাজশাহীসহ অভিজাত বিভিন্ন বিপনীবিতানগুলোতে।  এমনকি বিদেশেও রয়েছে এর বেশ চাহিদা। এখানকার রেশম সিল্কের তৈরি শাড়ি, পাঞ্জাবির কাপড়, বেনারশী, গরদের শার্ট, মটকা, ওড়না, সালোয়ার কামিজ মূলতঃ উচ্চবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্তদের পোশাকের চাহিদা মেটায়।  আর বছরের অন্য সময়ের তুলনায় এখন চাহিদাটা বেশী। দুই ঈদ আর পূজো ছাড়া বাকি স...

Silk pally in the face of shopping

কেনা-কাটায় মুখর সিল্কপল্লী রাজশাহীর সিল্ক, কাপড়ের জগতে দেশজুড়ে বেশ কদর রয়েছে। সিল্কে সমৃদ্ধ হওয়ায় রেশম নগরী হিসেবে খ্যাত রাজশাহী। প্রতিটি উৎসবে ‘সিল্কের জুড়ি নেই। ফলে ঈদ এলে সিল্ক কাপড়ের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। বিশেষ করে সামর্থ্যবান পরিবার সিল্ক কাপড়ের প্রতি বেশি আগ্রহ। তবে শো-রুমগুলোতে সব বয়সের মানুষের পোশাক পাওয়া যাচ্ছে। তাই ক্রেতা-বিক্রেতা উভয়ে বেশ খুশি। ঈশ্বরদীর নাহিদ ইসলাম। স্ত্রী শামিমা ও মেয়ে রাইসাকে (১০) নিয়ে রাজশাহীতে এসেছেন সিল্কের কাপড় কিনতে। নিজের পাঞ্জাবি, স্ত্রী শাড়ি আর সন্তানের পোশাক কিনবেন বলে। আরামদায়ক পোশাকের সন্ধানে প্রতিবছরই আসেন সিল্কের নগরে। নাহিদ ইসলাম বলেন, ‘রাজশাহী সিল্কে সমৃদ্ধ। দেশজুড়ে বেশ সুনাম। আরামদায়ক পোশাক তাই চাহিদাও বেশি। গরমে আরামের কথা ভেবে সিল্ক ভাল।’ গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর সিল্কের শো-রুমগুলোতে ক্রেতাদের ভীড় লক্ষ্য করা গেছে। তবে বিক্রেতারা বলছেন, রাজশাহী জেলার বাইরের ক্রেতাও রয়েছে তাদের। চাঁপাইনবাবগঞ্জ, ভোলাহাট, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, নাটোর, পাবনা, ঈশ্বরদী, খুলনা, রংপুর, দিনাজপুর থেকে ক্রেতারা রাজশাহীতে আসেন সিল্কের বি...

Rajshahi division starts buying paddy from farmers at Tk 1,040

১০৪০ টাকায় কৃষকের কাছ থেকে ধান কেনা শুরু রাজশাহী বিভাগে লক্ষ্যমাত্রা ২৬ হাজার ৬৪৩ টন রাজশাহীতে সরাসরি কৃষকের কাছ থেকে বোরো ধান কেনা শুরু করেছে সরকার। গতকাল সোমবার রাজশাহীর কয়েকটি উপজেলায় এ ধান কেনা উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সাংসদরা। এবছর ধানের দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ৪০ টাকায়। তবে ধান কেনা শুরু হয়েছে নির্ধারিত সময়ের প্রায় ২৪ দিন পর। আঞ্চলিক খাদ্য অধিদফতরের হিসাবে, রাজশাহী বিভাগের আট জেলায় এবার বোরো ধান কেনার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৬ হাজার ৬৪৩ টন। এর মধ্যে রাজশাহী জেলায় ২ হাজার ১২ টন, চাঁপাইনবাবগঞ্জে এক হাজার ৪৪৬ টন, নওগাঁয় ৫ হাজার ৬৬২ টন, নাটোরে ২ হাজার ১১৫ টন, পাবনায় ১ হাজার ৯২৫ টন, সিরাজগঞ্জে ৫ হাজার ৮৮৩ টন, বগুড়ায় ৫ হাজার ৫৮৬ টন এবং জয়পুরহাটে ২ হাজার ১৪ টন। খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার রাজশাহী অঞ্চলের জেলায় জেলায় শুরু হয়েছে বোরো ধান কেনা। বিভিন্ন সংসদীয় এলাকায় স্থানীয় সংসদ সদস্যরা উপস্থিত থেকে ধান কেনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ধান কেনা নজরদারি করছেন প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তারা। এবার প্রতি কেজি বোরো ধান কেনা হচ্ছে ২৬ টাকা দরে। সে হিসাবে প্রতি মণ ধানের দাম পড়ছে...

Wheat procurement drive in Shibganj faces hurdles on inauguration day

উদ্বোধনের দিনেই বাধার মুখে শিবগঞ্জে গম সংগ্রহ অভিযান উদ্বোধনের দিনেই বাধার মুখে শিবগঞ্জে গম সংগ্রহ অভিযান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা খাদ্য গুদামে বুধবার কৃষকদের কাছ থেকে অভ্যান্তরীণ গম ও বোরো সিদ্ধ চাল কেনার উদ্বোধনী দিনে বাধার ঘটনা ঘটেছে। পোকাযুক্ত গম দেয়ার চেষ্টার অভিযোগ এনে যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ্বে বাধা দেয়ার ঘটনাকে ঘিরে দু’ গ্রুপের মধ্যে ধস্তাধস্তিও হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে সংসদ সদস্য ডা. সামিল উদ্দীন আহম্মেদ শিমুল সরকারিভাবে শিবগঞ্জ খাদ্য গুদামে গম ও বোরো সিদ্ধা চাল কেনা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, শিবগঞ্জ পৌরসভার মেয়র কারিবুল হক রাজিন।   উদ্বোধনী অনুষ্ঠানে শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের একজন কৃষক ৩ টন গম দেন। এরপর অনুষ্ঠানস্থল থেকে সংসদ সদস্য চলে গেলে গোমস্তাপুর উপজেলার এক কৃষক পোকাযুক্ত গম দেবার চেষ্টা করেন। এনিয়ে উত্তেজনা দেখা দেয়। দু পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে এসে শিবগঞ্জের প্রকৃত কৃষকের কাছ থেকে মানসম্পন...

Shibganj Awami League approves two committees within 12 hours

১২ ঘন্টার ব্যাবধানে শিবগঞ্জ আওয়ামী লীগের দু’ কমিটি অনুমোদন   চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের অর্ন্তগত শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটি অনুমোদন নিয়ে নাটকীয় ঘটনা ঘটেছে। শনিবার ১২ ঘন্টার মধ্যে পৃথক পৃথক দু’ কমিটি অনুমোদন দেয়ার পর রাতেই তা স্থগিত করা হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানান বির্তক।  ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত বিশাল উপজেলা শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয় ৪ বছর আগে। ওই সম্মেলনে সাবেক সংসদ সদস্য গোলাম রাব্বানী বিনাপ্রতিদ্বন্দিতায় সভাপতি নির্বাচিত হন। আর সাধারণ সম্পাদক পদে গোপন ব্যালটের মাধ্যমে এ্যাড আতাউর রহমান শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর্জা শাহদাত হোসেন খুররমকে পরাজিত করে বিজয়ী হন। এর আগেও এ্যাড. আতাউর রহমান শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।   দলীয় সূত্র জানায়, সম্মেলনের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হলেও ৩ বছরের পুর্ণাঙ্গ কমিটি আটকে আছে ৪ বছর ধরে। সম্মেলনের পর পুর্ণাঙ্গ কমিটি অনুমোদনের চেষ্টা করা হলেও দলীয় আভ্যন্তরিণ কোন্দলের কারণে তা অনুমোদন হয়নি। এমনকি...

Shibganj Upazila Awami League Executive Committee approved

শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটি অনুমোদন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের অর্ন্তগত শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটি অনুমোদন নিয়ে নাটকীয় ঘটনা ঘটেছে। শনিবার ১২ ঘন্টার মধ্যে পৃথক পৃথক দু’ কমিটি অনুমোদন দেয়ার পর রাতেই তা স্থগিত করা হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানান বির্তক।  ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত বিশাল উপজেলা শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয় ৪ বছর আগে।  ওই সম্মেলনে সাবেক সংসদ সদস্য গোলাম রাব্বানী বিনাপ্রতিদ্বন্দিতায় সভাপতি নির্বাচিত হন। আর সাধারণ সম্পাদক পদে গোপন ব্যালটের মাধ্যমে এ্যাড আতাউর রহমান শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর্জা শাহদাত হোসেন খুররমকে পরাজিত করে বিজয়ী হন। এর আগেও এ্যাড. আতাউর রহমান শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।    দলীয় সূত্র জানায়, সম্মেলনের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হলেও ৩ বছরের পুর্ণাঙ্গ কমিটি আটকে আছে ৪ বছর ধরে। সম্মেলনের পর পুর্ণাঙ্গ কমিটি অনুমোদনের চেষ্টা করা হলেও দলীয় আভ্যন্তরিণ কোন্দলের কারণে তা অনুমোদন হয়নি। এমনকি বিষয়টি নিয়ে জেলা...

Two people, including a schoolboy, killed in separate road accidents in the district

জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ দুইজন নিহত চাঁপাইনবাবগঞ্জের  সদর ও শিবগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দূর্ঘটনায় এক স্কুল ছাত্রসহ ২জন নিহত হয়েছে। নিহতরা হচ্ছে সদর উপজেলা গোবরাতলা ইউনিয়নের মহিপুর ভাটাপাড়া গ্রামের মৃত. গিয়াস উদ্দিনের ছেলে আলেফ (৫০) ও সদরের চকবহরম গ্রামের জুবায়ের ইসলাম কালুর ছেলে ও ও হরিনগর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ ¤্রিেণ’র ছাত্র রবিন (১২)।  গোবরাতলা ইউপি চেয়ারম্যান আসজাদুর রহমান ও সদর থানার উপপরিদর্শক(এসআই) আম্ব্যিয়া বেগম জানান, শুক্রবার ভোররাতে বাড়িতে সেহেরী  খাবার পর বাইসাইকেলযোগে ধান কাটতে বের হন আলেফ। এরপর ভোর সাড়ে ৪টার দিকে গোবরাতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের নিকট সড়কে অজ্ঞাত যানবাহনের চাপায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। ফজর নামাজের পর ভোর ৫টার দিকে সড়কে তাঁর মরদেহ পাওয়া যায়। সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে।   এর আগে বৃহস্পতিবার (৯’মে) রাত সাড়ে ৭টার দিকে শিবগঞ্জের রানিহাটী কলেজ এলাকায় সোনামসজিদ মহাসড়কে ট্রাক চাপায় ঘটনাস্থলে নিহত হয় বাইসাইকেল আরোহী স্কুলছাত্র রবিন।  ঘটনার পর বিক্ষুদ্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে।  শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(...

This time, along with Odud MP, BNP leader Papia once again strongly criticized Jamaat (with video)

এবার ওদুদ এমপি’র পাশাপাশি আবারো জামায়াতের কঠোর সমালোচনা করলেন বিএনপি নেত্রী পাপিয়া (ভিডিওস হ) প্রায় বছর তিনেক আগে বিএনপি নেত্রী এ্যাড. সৈয়দা আসিফা আশরাফী পাপিয়ার জোটের শরিক সংগঠন জামায়াতকে নিয়ে দেয়া কঠোর সমালোচনামুলক বক্তব্য দেশজুড়ে আলোচনার ঝড় তুলেছিল। চাঁপাইনবাবগঞ্জ নিউজ ডটকমের আপলোড করা সেই ভিডিও’র সূত্রধরে দেশের জাতীয় দৈনিক ও প্রথম সারির টেলিভিশন চ্যানেলে প্রতিবেদন হয়েছিল। ভোটের রাজনীতিতে কেন্দ্রে সখ্যতা থাকলেও চাঁপাইনবাবগঞ্জ সদরে দীর্ঘদিন ধরে বিপরীত অবস্থানে জামায়াত ও বিএনপি।  এটা আবারও প্রকাশ্যে এলো গেল ১৫ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা স্কুল মাঠে বিএনপি আয়োজিত জনসভায় দেয়া বিএনপি নেত্রী পাপিয়ার বক্তব্য থেকে।   ২০১৪ সালের পর বিএনপি’র কেন্দ্রীয় শীর্ষনেতাদের নিয়ে আয়োজিত প্রথম জনসভায় চাঁপাইনবাবঞ্জ জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সাবেক এমপি বিএনপি’র এই নেত্রী জামায়াত ও জান্নাত প্রসঙ্গে জামায়াতের কঠোর সমালোচনা করেন। একই সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আব্দুল ওদুদেরও কঠোর সমালোচনা করে।  সমালোচনা থেকে বাদ য...

We will take a stand against corruption and forgery: Harun MP

দুর্নীতি ও জাল জালিয়াতের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবো- সংবর্ধনায় হারুন এমপি বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সংসদ সদস্য হারুনুর রশিদ হারুন বলেছেন, বিগত দশ বছর চাঁপাইনবাবগঞ্জে অপশাসন চলেছে। সরকারি সম্পত্তি, মানুষের যায়গা জমি ভুমি লুটপাট করা হয়েছে। আমি এই অবস্থার পরিবর্তন করবো। দুর্নীতি মুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে দুর্নীতি, জাল জালিয়াতের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে চাই। তিনি রবিবার বকেলে চাঁপাইনবাবগঞ্জের পৌরসভা পার্কে নাগরিক সংবর্ধনা সভায় এক কথা বলেন।  তিনি বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জকে এগিয়ে নেয়ার জন্য, আধুনিক করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এর কোন বিকল্প নেই’। তিনি তার নির্বাচনী অঙ্গিকার বাস্তবায়নে সকলের সহযোগিতা চেয়ে বলেন, ‘একার পক্ষে সব দাবি অঙ্গিকার পুরণ করা সম্ভব নয়। চাঁপাইনবাবগঞ্জ বিভিন্ন স্থানীয় সরকার কাঠামো রয়েছে। প্রশাসন রয়েছে। সকলের মতামতকে গুরুত্ব দিয়ে ঐক্যমতের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো’।     সভায় দূর্নীতি প্রসঙ্গ তুলে ধরে অঙ্গিকার করে বলেন, ‘ আমি কাবিখা টিআর এর গম বিক্রি করে আমার পকেটে টাকা ঢুকাবো না। চাকরী বা কোন নিয়োগের ক্...

Man sentenced to life in jail in drug case

মাদক মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদন্ড   চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় মো. ফটিক (৩১) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। পাশাপাশি ১ লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে আরো এক বছরের কারাদ- দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত আলী আসামীর উপস্থিতিতে এ রায় প্রদান করেন।  দন্ডপ্রাপ্ত ফটিক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোয়ালডুবি গ্রামের মো. এহিয়া’র ছেলে।  মামলার বরাত দিয়ে অতিরিক্ত সরকারি কৌশুলি আঞ্জুমান আরা বেগম জানান, ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শিবিরের হাট থেকে খাসের হাট সড়কের আলিমনগর এলাকায় র‌্যাব ২ কেজি ১ শ গ্রাম হেরোইনসহ ফটিককে আটক করে। এ ঘটনায় পরের দিন র‌্যাবের এসআই মোস্তাকিম হোসেন বাদি হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।  সদর থানার এসআই রনি সাহা ওই বছরের ২২ মার্চ আদালতে অভিযোগ পত্র দাখিল করেন।  মামলার সাক্ষ্য গ্রহণ ও শুনানী শেষে আদালত এই দন্ডাদেশ প্রদান করেন।  চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৭-০৫-১৯

MP Jesi inaugurates by throwing geo bag to prevent erosion of Padma in Hakimpur

হাকিমপুরে পদ্মার ভাঙ্গনরোধে জিও ব্যাগ ফেলে উদ্বোধন করেন এমপি জেসী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে পদ্মার ভাঙ্গনরোধে বালু ভর্তি জিও ব্যাগ ফেলা শুরু হয়েছে। সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে জিও ব্যাগ ফেলা কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী।   চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের হাকিমপুর পয়েন্টে সম্প্রতি দেখা দেয় পদ্মা নদীর ভয়াবহ ভাঙ্গন। মাত্র ১ মাসের ব্যবধানে নদীগর্ভে তলিয়ে যায় কয়েকটি গ্রামসহ বিস্তৃর্ণ আবাদি জমি। হুমকীর মুখে পড়ে আগে তৈরী হওয়া পদ্মা নদীর বামতীর সংরক্ষণ প্রকল্প কাজসহ বহু স্থাপনা।  স্থানীয় জনগন ও সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসির দাবির প্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড ভাঙ্গনরোধের প্রাথমিক পদক্ষেপ গ্রহণের অংশ হিসেবে বালু ভর্তি জিও ব্যাগ ফেলা উদ্যোগ গ্রহণ করে।    দুপুরে শাজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে ফেরদৌসী ইসলাম জেসি বলেন, ‘ পদ্মা নদীতে নতুনভাবে দেখা দেয়া ভাঙ্গনের বিষয়টি সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।  ইতোমধ্যে পানি উন্নয়ন...

Mp Harun Aminul was given a reception in his seat with a huge convoy after the swearing-in.

শপথ পরবর্তী বিশাল গাড়িবহর নিয়ে নিজ আসনে ঢুকলেন এমপি হারুন আমিনুলকে সংবর্ধনা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ধানের শীষ নিয়ে চাঁপাইনবাবগঞ্জের দু’টি আসনে নির্বাচিত সংসদ সদস্য হারুনুর রশিদ হারুন ও আমিনুল ইসলাম নানা জল্পনা কল্পনা শেষে শপথ গ্রহণের ২ দিন পর নিজ এলাকায় ফিরে এসেছেন। বৃহস্পতিবার বিকেলে তারা চাঁপাইনবাবগঞ্জে আসেন।  বিকেলে চাঁপাইনবাবগঞ্জের প্রবেশদ্বার দ্বারিয়াপুরে বিপুল সংখ্যক নেতাকর্মী মটর সাইকেলে শোভাযাত্রা নিয়ে সংসদ সদস্য হারুনকে বরণ করেন। এরপর চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক চত্বরে অনুষ্ঠিত এক সমাবেশে সংসদ সদস্য হারুনুর রাশিদ হারুন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ জেলা ও উপজেলা পর্যায়ের প্রশাসনের সকল কর্মকর্তার উদ্দেশে বলেছেন, আসুন, আমরা চাঁপাইনবাবগঞ্জকে একটি সুন্দর, আধুনিক ও দুর্নীতিমুক্ত চাঁপাইনবাবগঞ্জ হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করি।  তিনি বলেন, ‘আমাকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মানুষ অনেক ভালোবাসা দিয়ে নির্বাচিত করেছেন। সেই ভালোবাসার মূল্য দেয়ার চেষ্টা করব আমি। এসময় তিনি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া...