বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে। কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...
মুক্তাগাছায় মহিলা ভাইস চেয়ারম্যান কাকলী গ্রেপ্তার
ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের মুক্তাগাছায় নারী ও শিশু নির্যাতন মামলায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ । সোমবার বিকালে (৫ আগস্ট)শহরের হৃদয় মোড়স্থ বাসা থেকে মুর্শিদা আক্তার কাকলীকে গ্রেপ্তার করা হয় । থানা পুলিশ জানায়, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা আক্তার কাকলীর নামে হৃদয় মোড় এলাকায় একটি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। তিনি এটি পরিচালনা করেন। ২০১৮ সালের জুন মাসে উপজেলার দুল্লা ইউনিয়নের ভালুকচাপড় গ্রামের এক নারীকে জোরপূর্বক গর্ভপাত ঘটানোর ঘটনা ঘটে । এঘটনায় কাকলীকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় একটি মামলা হয় । এ মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ।
মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান,আজ মঙ্গলবার তাকে ময়মনসিংহের আদালতে সোপর্দ করা হবে ।
ময়মনসিংহের মুক্তাগাছায় নারী ও শিশু নির্যাতন মামলায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ । সোমবার বিকালে (৫ আগস্ট)শহরের হৃদয় মোড়স্থ বাসা থেকে মুর্শিদা আক্তার কাকলীকে গ্রেপ্তার করা হয় । থানা পুলিশ জানায়, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা আক্তার কাকলীর নামে হৃদয় মোড় এলাকায় একটি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। তিনি এটি পরিচালনা করেন। ২০১৮ সালের জুন মাসে উপজেলার দুল্লা ইউনিয়নের ভালুকচাপড় গ্রামের এক নারীকে জোরপূর্বক গর্ভপাত ঘটানোর ঘটনা ঘটে । এঘটনায় কাকলীকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় একটি মামলা হয় । এ মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ।
মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান,আজ মঙ্গলবার তাকে ময়মনসিংহের আদালতে সোপর্দ করা হবে ।

right
ReplyDelete