বিদেশি সিনেমায় ১০০ শতাংশ শুল্ক আরো কথা জানালেন যুক্তরাষ্ট্রে নির্মিত নয়, এমন সিনেমার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিকে এ ধরণের শুল্ক আরোপের প্রক্রিয়া শুরুর জন্য দায়িত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন। একই সাথে দাবি করেছেন যে, এই শুল্ক আরোপের কারণ হলো আমেরিকার সিনেমা শিল্প দ্রুত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। অন্য দেশগুলোর ‘সমন্বিত প্রচেষ্টা’কে দায়ি করে বলেন, তারা সিনেমা নির্মাতা ও স্টুডিওগুলোকে নানা ধরনের প্রণোদনা অফার করছে এবং এটিকে তিনি ‘জাতীয় নিরাপত্তা হুমকি’ বলে বর্ণনা করেন। “আমরা আমেরিকায় বানানো সিনেমাকে আবার মহান করতে চাই,” তিনি লিখেছেন তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ। চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই মি. ট্রাম্প বিশ্বজুড়ে বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপ করেছেন। তার যুক্তি হলো, এই শুল্ক যুক্তরাষ্ট্রে উৎপাদন বাড়াবে ও নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে। যদিও এর ফলে বৈশ্বিক অর্থনীতি এক ধরনের নৈরাজ্যের মধ্যে পড়েছে...
মুক্তাগাছায় মহিলা ভাইস চেয়ারম্যান কাকলী গ্রেপ্তার
ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের মুক্তাগাছায় নারী ও শিশু নির্যাতন মামলায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ । সোমবার বিকালে (৫ আগস্ট)শহরের হৃদয় মোড়স্থ বাসা থেকে মুর্শিদা আক্তার কাকলীকে গ্রেপ্তার করা হয় । থানা পুলিশ জানায়, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা আক্তার কাকলীর নামে হৃদয় মোড় এলাকায় একটি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। তিনি এটি পরিচালনা করেন। ২০১৮ সালের জুন মাসে উপজেলার দুল্লা ইউনিয়নের ভালুকচাপড় গ্রামের এক নারীকে জোরপূর্বক গর্ভপাত ঘটানোর ঘটনা ঘটে । এঘটনায় কাকলীকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় একটি মামলা হয় । এ মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ।
মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান,আজ মঙ্গলবার তাকে ময়মনসিংহের আদালতে সোপর্দ করা হবে ।
ময়মনসিংহের মুক্তাগাছায় নারী ও শিশু নির্যাতন মামলায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ । সোমবার বিকালে (৫ আগস্ট)শহরের হৃদয় মোড়স্থ বাসা থেকে মুর্শিদা আক্তার কাকলীকে গ্রেপ্তার করা হয় । থানা পুলিশ জানায়, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা আক্তার কাকলীর নামে হৃদয় মোড় এলাকায় একটি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। তিনি এটি পরিচালনা করেন। ২০১৮ সালের জুন মাসে উপজেলার দুল্লা ইউনিয়নের ভালুকচাপড় গ্রামের এক নারীকে জোরপূর্বক গর্ভপাত ঘটানোর ঘটনা ঘটে । এঘটনায় কাকলীকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় একটি মামলা হয় । এ মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ।
মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান,আজ মঙ্গলবার তাকে ময়মনসিংহের আদালতে সোপর্দ করা হবে ।
right
ReplyDelete