মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের অধিকাংশকে অবৈধ বলে রায় দিয়েছে দেশটির আপিল আদালত। শুক্রবার (২৯ আগস্ট) এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে আন্তর্জাতিক অর্থনীতিতে প্রভাব বিস্তারে রিপাবলিকান নেতার প্রধানতম হাতিয়ার এখন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ওয়াশিংটন ডিসিভিত্তিক মার্কিন ফেডারেল সার্কিট আপিল আদালতের ৭-৪ ভোটে দেওয়া এই রায়ে এপ্রিল মাসে ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের অংশ হিসেবে আরোপিত পারস্পরিক শুল্ক এবং ফেব্রুয়ারিতে চীন, কানাডা, মেক্সিকোর ওপর আরোপিত আরেক দফা শুল্কের বৈধতা নিয়ে রায় দিয়েছে। রায়ের পক্ষে মত দেওয়া সাত বিচারপতির ছয়জন ডেমোক্র্যাট আর একজন রিপাবলিকান আমলে নিয়োগপ্রাপ্ত। আর রায়ের বিপক্ষে অবস্থানকারীদের মধ্যে দুজন ডেমোক্র্যাট ও দুজন রিপাবালিকান প্রশাসনের অধীনে নিয়োগ পেয়েছেন। অ বশ্য, অন্য আইনি কর্তৃপক্ষ আরোপিত শুল্ক, যেমন ট্রাম্পের স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক, এই রায়ের প্রভাব নেই। হোয়াইট হাউজের দ্বিতীয় মেয়াদে শুল্ককে মার্কিন পররাষ্ট্রনীতির একটি মূল ভিত্তি বানিয়ে ফেলেছেন ট্রাম্প। ইচ্ছেমতো এই হাতিয়ার ব্যবহার করে তিনি বাণিজ্য অংশীদারদ...
মুক্তাগাছায় মহিলা ভাইস চেয়ারম্যান কাকলী গ্রেপ্তার
ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের মুক্তাগাছায় নারী ও শিশু নির্যাতন মামলায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ । সোমবার বিকালে (৫ আগস্ট)শহরের হৃদয় মোড়স্থ বাসা থেকে মুর্শিদা আক্তার কাকলীকে গ্রেপ্তার করা হয় । থানা পুলিশ জানায়, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা আক্তার কাকলীর নামে হৃদয় মোড় এলাকায় একটি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। তিনি এটি পরিচালনা করেন। ২০১৮ সালের জুন মাসে উপজেলার দুল্লা ইউনিয়নের ভালুকচাপড় গ্রামের এক নারীকে জোরপূর্বক গর্ভপাত ঘটানোর ঘটনা ঘটে । এঘটনায় কাকলীকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় একটি মামলা হয় । এ মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ।
মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান,আজ মঙ্গলবার তাকে ময়মনসিংহের আদালতে সোপর্দ করা হবে ।
ময়মনসিংহের মুক্তাগাছায় নারী ও শিশু নির্যাতন মামলায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ । সোমবার বিকালে (৫ আগস্ট)শহরের হৃদয় মোড়স্থ বাসা থেকে মুর্শিদা আক্তার কাকলীকে গ্রেপ্তার করা হয় । থানা পুলিশ জানায়, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা আক্তার কাকলীর নামে হৃদয় মোড় এলাকায় একটি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। তিনি এটি পরিচালনা করেন। ২০১৮ সালের জুন মাসে উপজেলার দুল্লা ইউনিয়নের ভালুকচাপড় গ্রামের এক নারীকে জোরপূর্বক গর্ভপাত ঘটানোর ঘটনা ঘটে । এঘটনায় কাকলীকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় একটি মামলা হয় । এ মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ।
মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান,আজ মঙ্গলবার তাকে ময়মনসিংহের আদালতে সোপর্দ করা হবে ।
right
ReplyDelete