চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহান শ্রমিক দিবস পালিত হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহান শ্রমিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে গোমস্তাপুর উপজেলা জাতীয় রিকশা-ভ্যান শ্রমিক লীগ এবং অটো মালিক ও চালক সমিতির উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে শোভাযাত্রাটি কলোনীমোড়স্থ আওয়ামী লীগ কার্যালয় থেকে বের হয়ে রহনপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা অটো মালিক ও চালক সমিতির সভাপতি ও যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম টাইগার। প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রহনপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র গোলাম রাব্বানী বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা জাতীয় রিকশা-ভ্যান শ্রমিক লীগের সভাপতি রুবেল হাসান, অটো মালিক ও চালক সমিতির সাধারণ সম্পাদক বাবুল আক্তার, জাতীয় রিকশা-ভ্যান শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলমসহ অন্যরা।
Thanks the day and apply for rhe grounded
ReplyDelete