Skip to main content

Featured Post

The victory of A. League in the first phase of the sixth upazila parishad

  ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপে আ.লীগের জয়জয়কার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থীদের জয়জয়কার দেখা গেছে। বুধবার (৮ মে) রাত সাড়ে ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত দেশের ১৩৯টি উপজেলার মধ্যে ১২২টি উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী প্রার্থীদের নাম জানা গেছে। তাদের মধ্যে ১০১ জনই আওয়ামী লীগের।  জাতীয় নির্বাচনের মতো উপজেলা পরিষদ নির্বাচনও বর্জন করেছে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপিসহ সমমনা দলগুলো। দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নিয়ে অনেকেই হয়েছেন বহিষ্কৃত।  রাজশাহী বিভাগ : জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ক্ষেতলাল পৌর আওয়ামী লীগ সভাপতি দুলাল মিয়া সরদার, কালাইয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিনফুজুর রহমান মিলন, আক্কেলপুরে জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোকসেদ আলী মণ্ডল, বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা আওয়ামী লীগের সদস্য সাখাওয়াত হোসেন সজল, সোনাতলায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিনহাদুজ্জামান লিটন, গাবতলীতে কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য অরুণ কান্তি রায়, নওগাঁর ধামইরহাটে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আজাহার আলী, পত্নীতলায় উপজেলা আওয়ামী লীগের সা

New York City sinking under the weight of skyscrapers?

 new york sinking,new york is sinking,skyscrapers,new york city is sinking,new york sinking building,miami sinking into the ocean,skyscraper,sinking new york city,sinking,leaning skyscraper,sinking skyscraper,why is new york sinking,is long island new york sinking,a magic bullet for sinking skyscrapers,is new york sinking in 2022,how fast is new york sinking,leaning tower of san francisco,ss city of new york sinking,new york city sinking
আকাশচুম্বী ভবনের ভারে ডুবছে নিউ ইয়র্ক সিটি?

কথিত আছে, নিউ ইয়র্ক শহর কখনও ঘুমায় না। তবে না ঘুমানো শহরটিও ডুবে যেতে পারে নিঃসন্দেহে! গবেষণা বলছে, হাজার হাজার আকাশ্চুম্বি অট্টালিকার ভারে এবং ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিবছরই প্রায় ১-২ মিলিমিটার করে তলিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই শহর। 

আর্থস ফিউচার নামক জার্নালে প্রকাশিত গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। জলবায়ু পরিবর্তনের কারণে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, সঙ্গে বাড়ছে নিউ ইয়র্কে বন্যার আশঙ্কা। এ আশঙ্কাকে আরও বাড়িয়ে দিয়েছে বিশাল বিশাল ভবনের অতিরিক্ত ভর। 

গবেষণা বলছে, শহরটিতে থাকা ভবনগুলোর ভর প্রায় ১ দশমিক ৬৮ ট্রিলিয়ন পাউন্ড, যা প্রায় ১৪০ মিলিয়ন হাতির ভরের সমান। অতিরিক্ত এ ভরের ফলে একটু একটু করে তলিয়ে যাচ্ছে ২৪ ঘণ্টার কর্মচঞ্চল শহরটি।

new york sinking,new york is sinking,skyscrapers,new york city is sinking,new york sinking building,miami sinking into the ocean,skyscraper,sinking new york city,sinking,leaning skyscraper,sinking skyscraper,why is new york sinking,is long island new york sinking,a magic bullet for sinking skyscrapers,is new york sinking in 2022,how fast is new york sinking,leaning tower of san francisco,ss city of new york sinking,new york city sinking

১৯৫০ সালের পর প্রায় ৯ ইঞ্চি বা ২২ সেন্টিমিটার তলিয়ে গেছে নিউ ইয়র্ক। এ ছাড়া এ শতাব্দীর পর শহরটিতে বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ চার গুণ বেড়ে যাবে বলে জানা গেছে। 

এতে বিপদে পড়বেন শহরটির ৮ দশমিক ৪ মিলিয়ন মানুষ। গবেষণা পরিচালনাকারী মার্কিন ভূতাত্ত্বিক সার্ভের ভূ-পদার্থবিদ টম পারসোন্স বলেন, ‘বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে আতঙ্কিত হওয়ার কারণ না থাকলেও বন্যার ঝুঁকি ক্রমবর্ধমান হারে বাড়ছে।’ 

গবেষণা বলছে, শুধু নিউ ইয়র্কই নয়, উপকূলীয় সব শহরই রয়েছে এমন ঝুঁকিতে। বৈশ্বিক উষ্ণতা এভাবে বাড়তে থাকলে বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশের নিম্নভূমি নিমজ্জিত হয়ে বহু মানুষ গৃহহীন হয়ে পড়বেন। তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান, বাংলাট্রিবিউন

Comments

  1. আকাশচুম্বী ভবনের ভারে ডুবছে নিউ ইয়র্ক সিটি

    ReplyDelete
  2. https://www.facebook.com/100040839602274/posts/pfbid0igr7HbqLrvJdBa2r4NQDwkaPqWSV4Q1mrpBQc5pYW745btgqgf7Q1EGxcMrnbMbdl/?app=fbl

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

29 killed in bus ditch in Mexico

  মেক্সিকোতে বাস খাদে পড়ে নিহত ২৯ মেক্সিকোর ওহাকায় একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে অন্তত ২৯ জন নিহত ও ১৯ জন আহত হয়েছে বলে জানিয়েছেন রাজ্যটির কর্মকর্তারা।  বুধবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে।  মেক্সিকো সিটি থেকে দক্ষিণাঞ্চলের ওহাকা রাজ্যের মধ্য দিয়ে যাওয়ার পথে মাগদালেনা পেনাসকো শহরে আনুমানিক সকাল সাড়ে ৬টার দিকে বাসটি দুর্ঘটনায় পড়ে বলে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হেসুস রোমেরোর বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।  খাদে পড়ে যাওয়ার আগে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল বলে ধারণা করা হচ্ছে।  আহতদের মধ্যে ১৪ জনকে কাছাকাছি একটি শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে, ৫ জনকে আকাশপথে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে রাজধানী ওহাকা সিটিতে, বলেছেন কর্মকর্তারা।  চলতি বছরের ১৮ এপ্রিল মেক্সিকোর পশ্চিমাঞ্চলে একটি বাস পাহাড়ি রাস্তা থেকে নিচে পড়ে গেলে ১৮ জনের মৃত্যু হয়।  তথ্যসূত্র: বিডিনিউজ

The Prime Minister handed over Ekushey Padak to 21 people

প্রধানমন্ত্রী একুশে পদক তুলে দিলেন ২১ জনের হাতে মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শেখ হাসিনা ২১ জনের হাতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক তুলে দিয়েছেন।  মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কার প্রাপ্ত ব্যক্তিরা এবং তাদের স্বজনদের হাতে একুশে পদক তুলে দেন প্রধানমন্ত্রী। এবার ভাষা আন্দোলন ক্যাটাগরিতে মরণোত্তর একুশে পদক পেলেন দু’জন। এরা হলেন- মৌ. আশরাফুদ্দীন আহমদ এবং বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী মিয়া (মরণোত্তর)  শিল্পকলার বিভিন্ন শ্রেণিতে ১১ জন পেলেন এই পদক।  সংগীতে পেলেন জালাল উদ্দীন খাঁ (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা কল্যাণী ঘোষ, বিদিত লাল দাস (মরণোত্তর), এন্ড্রু কিশোর (মরণোত্তর) ও শুভ্র দেব।  অভিনয়ে অবদান রাখায় ডলি জহুর এবং এমএ আলমগীর, আবৃতিতে খান মো. মুস্তাফা ওয়ালীদ (শিমুল মুস্তাফা) এবং রূপা চক্রবর্তী, নৃত্যকলায় শিবলী মোহাম্মদ এবং চিত্রকলায় শাহজাহান আহমেদ বিকাশ।  মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র নির্মাণ ও আর্কাইভিংয়ে কাওসার চৌধুরী, সমাজসেবায় মো. জিয়াউল হক ও আলহাজ রফিক আহামদ।  ভাষা ও সাহ

আ.লীগই ক্ষমতায় আসছে: শেখ হাসিনা

আ.লীগই ক্ষমতায় আসছে: শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট একেবারে দোড়গোড়ায়। বাকি আর মাত্র তিন দিন। দেশজুড়ে ভোটের উত্তেজনা। তবে এই উত্তেজনার মধ্যে নিশ্চিন্ত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। নির্বাচনের প্রাক মুহূর্তে কলকাতার আনন্দবাজারকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়ে দিলেন, এবারও আওয়ামী লীগ জিতবে। বুধবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে সুধাসদন ভবনে দেয়া ওই সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের জনগণের উপর আমার বিপুল আস্থা। তারা আমাদের সঙ্গে রয়েছেন। জনগনের ভোটেই আমরা আবার নির্বাচিত হব।’ এতটা নিশ্চিত কী ভাবে হচ্ছেন প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, ‘২০১৪ সালের নির্বাচনে প্রায় ৬০০ স্কুল পোড়ানোর কথা বাংলাদেশের মানুষ ভুলে যায়নি। মুছে যায়নি প্রিসাইডিং অফিসারসহ অজস্র নাগরিককে হত্যার স্মৃতি। রাস্তা কেটে মানুষের যাতায়াত বন্ধ করে দেয়া হয়েছিল। সেই সময়ে জনগণই রুখে দাঁড়িয়েছিল। তারা ভোটও দিয়েছিল। সেই জনগণ আবার আমাদেরই ভোট দেবে।’ তিনি বলেন, ‘নির্বাচনের পরে দেশে একের পর এক সন্ত্রাসের ঘটনা ঘটানো হয়েছে। সাধারণ মানুষ সে সব ভোলেনি। ভোলেনি বলেই ওই সব ঘটনা যে