প্রথম বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ আমদানি শুল্ক, বৈশ্বিক বাণিজ্যযুদ্ধের শঙ্কা যুক্তরাষ্ট্রে অধিকাংশ আমদানি পণ্যের ওপর অন্তত ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত এক শতাব্দীর মধ্যে এত উচ্চ শুল্ক আরোপ করেনি ওয়াশিংটন। বুধবার (২ এপ্রিল) গৃহীত এই সিদ্ধান্তের কারণে বিশ্বব্যাপী বাণিজ্যযুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। চিনের ওপর নতুনভাবে ৩৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। কিছুদিন আগে ট্রাম্পের আরোপিত ২০ শতাংশ শুল্কসহ বেইজিংয়ের জন্য সংখ্যাটি মোট ৫৪ শতাংশ। ট্রাম্পের অর্থনৈতিক অস্ত্রের আঘাত থেকে নিরাপদ নয় দীর্ঘদিনের মার্কিন মিত্ররাও। যেমন ইউরোপীয় ইউনিয়নের ওপর ২০ শতাংশ এবং জাপানের ওপর ২৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। শুল্কের ভিত্তি হার (বেইজ রেট) আগামী ৫ এপ্রিল থেকে কার্যকর হবে। আর উচ্চ পালটা শুল্ক কার্যকর হবে আগামী ৯ এপ্রিল থেকে। মার্কিন অর্থনীতিবিদ ওলু সোনোলা বলেছেন, এই শুল্ক দীর্ঘদিন কার্যকর থাকলে, অর্থনৈতিক সমস্ত ভবিষ্যতবাণী জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিন।...
মানিকগঞ্জে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদন্ড ৩ জনের যাবজ্জীবন
মানিকগঞ্জের সিঙ্গাইরে এক কিশোরকে বাড়ি থেকে ডেকে নিয়ে পাঁচ টুকরা করে হত্যা ও লাশ গুমের দায়ে ৪ জনের মৃত্যুদন্ড এবং ৩ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।
আজ মঙ্গলবার দুপুরে মৃতুদন্ডীপ্রাপ্ত তিন জন, সাজাপ্রাপ্ত দু’জন ও খালাসপ্রাপ্ত একজনের উপস্থিতিতে বিচারক জেলা ও দায়রা জজ শহীদুল আলম ঝিনুক এ রায় দেন। রায়ে দন্ডপ্রাপ্তদের প্রত্যেকের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে মৃতুদন্ডীপ্রাপ্ত তিন জন, সাজাপ্রাপ্ত দু’জন ও খালাসপ্রাপ্ত একজনের উপস্থিতিতে বিচারক জেলা ও দায়রা জজ শহীদুল আলম ঝিনুক এ রায় দেন। রায়ে দন্ডপ্রাপ্তদের প্রত্যেকের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
মৃতুদন্ডপ্রাপ্ত আসামিরা হলেন- রাকিবুল, সুলতান, সোহেল ও রফিক এবং যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামিরা হলেন-রুবেল, সজীব ও আকিবুল।
মামলায় শরীফুলকে খালাস দেয়া হয়েছে। তবে হত্যাকান্ডের পর থেকে সুলতান ও সজীব পলাতক রয়েছে।
মামলার অভিযোগ, ২০১৪ সালের ১৪ সেপ্টেম্বর সিঙ্গাইরের ধল্লা ইউনিয়নের খাসেরচর গ্রামের খোকন মিয়ার ছেলে অষ্টম শ্রেণির শিক্ষার্থী জহিরুল ইসলামকে তার বাড়ি থেকে ডেকে বাস্তার পাশো ঐ গ্রামের সুলতানের বাড়িতে নিয়ে যায়। রাতে বাড়ি না ফেরায় তার ফোনে একাধিকবার ফোন দিয়ে বন্ধ পাওয়া যায়। পরের দিন বিষয়টি থানাকে জানালে পুলিশ ওই দিন বিকালে সুলতানের বাড়িতে অভিযান চালিয়ে জহিরুলের মোবাইলের দুটি সিমকার্ড, হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র ও মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করে।
এর দু’দিন পর দুপুরে সুলতানের বাড়ি সংলগ্ন প্রবাসী আব্দুল কাইয়ুমের বাড়ির বাথরুমের সেপটিক ট্যাংকের ভিতর থেকে বস্তাবন্দি অবস্থায় জহিরুলের মাথা ও হাত-পা বিচ্ছিন্ন পাঁচ টুকরা লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের বাবা শেখ খোকন মিয়া আট জনের নাম উল্লেখ করে সিঙ্গাইর থানায় মামলা দায়ের করেন। পরে এই মামলাটি মানিকগঞ্জ সি আই ডিতে সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ আতিয়ার রহমান তদন্ত করে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ এ রায় ঘোষণা করা হয়।
Comments
Post a Comment