কমিশন চেয়ারম্যানের পদত্যাগ চাইলেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসনের ৫০ শতাংশ কোটা ইস্যুতে জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরীকে পদত্যাগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (বাসা)। বুধবার (২৫ ডিসেম্বর) রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে এ দাবি জানান বিসিএস ৯ম ব্যাচের কর্মকর্তা জাকির হোসেন কালাম। তিনি বলেন, শুধু সংস্কার কমিশনের চেয়ারম্যানকে পদত্যাগ করলেই হবে না, সব স্টেকহোল্ডারকে নিয়ে এ সংস্কার কমিশনকে পুনর্গঠন করতে হবে। এর আগে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব সোহেল রানা বলেন, উপসচিব পদে ৫০ শতাংশ হারে পদায়ন বৈষম্যমূলক, অযৌক্তিক ও ষড়যন্ত্রমূলক। রাষ্ট্রকে দুর্বল করার কোনো প্রচেষ্টা চলছে কি না, এটাও আমাদের দেখতে হবে। এর আগে গত ১৭ ডিসেম্বর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী জানান, উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের ৫০ শতাংশ এবং অন্য সব ক্যাডার থেকে ৫০ শতাংশ কোটা রাখার সুপারিশ করবেন তারা। বর্তমান বিধিমালা অনুযায়ী, উপসচি...
মানিকগঞ্জে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদন্ড ৩ জনের যাবজ্জীবন
মানিকগঞ্জের সিঙ্গাইরে এক কিশোরকে বাড়ি থেকে ডেকে নিয়ে পাঁচ টুকরা করে হত্যা ও লাশ গুমের দায়ে ৪ জনের মৃত্যুদন্ড এবং ৩ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।
আজ মঙ্গলবার দুপুরে মৃতুদন্ডীপ্রাপ্ত তিন জন, সাজাপ্রাপ্ত দু’জন ও খালাসপ্রাপ্ত একজনের উপস্থিতিতে বিচারক জেলা ও দায়রা জজ শহীদুল আলম ঝিনুক এ রায় দেন। রায়ে দন্ডপ্রাপ্তদের প্রত্যেকের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে মৃতুদন্ডীপ্রাপ্ত তিন জন, সাজাপ্রাপ্ত দু’জন ও খালাসপ্রাপ্ত একজনের উপস্থিতিতে বিচারক জেলা ও দায়রা জজ শহীদুল আলম ঝিনুক এ রায় দেন। রায়ে দন্ডপ্রাপ্তদের প্রত্যেকের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
মৃতুদন্ডপ্রাপ্ত আসামিরা হলেন- রাকিবুল, সুলতান, সোহেল ও রফিক এবং যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামিরা হলেন-রুবেল, সজীব ও আকিবুল।
মামলায় শরীফুলকে খালাস দেয়া হয়েছে। তবে হত্যাকান্ডের পর থেকে সুলতান ও সজীব পলাতক রয়েছে।
মামলার অভিযোগ, ২০১৪ সালের ১৪ সেপ্টেম্বর সিঙ্গাইরের ধল্লা ইউনিয়নের খাসেরচর গ্রামের খোকন মিয়ার ছেলে অষ্টম শ্রেণির শিক্ষার্থী জহিরুল ইসলামকে তার বাড়ি থেকে ডেকে বাস্তার পাশো ঐ গ্রামের সুলতানের বাড়িতে নিয়ে যায়। রাতে বাড়ি না ফেরায় তার ফোনে একাধিকবার ফোন দিয়ে বন্ধ পাওয়া যায়। পরের দিন বিষয়টি থানাকে জানালে পুলিশ ওই দিন বিকালে সুলতানের বাড়িতে অভিযান চালিয়ে জহিরুলের মোবাইলের দুটি সিমকার্ড, হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র ও মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করে।
এর দু’দিন পর দুপুরে সুলতানের বাড়ি সংলগ্ন প্রবাসী আব্দুল কাইয়ুমের বাড়ির বাথরুমের সেপটিক ট্যাংকের ভিতর থেকে বস্তাবন্দি অবস্থায় জহিরুলের মাথা ও হাত-পা বিচ্ছিন্ন পাঁচ টুকরা লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের বাবা শেখ খোকন মিয়া আট জনের নাম উল্লেখ করে সিঙ্গাইর থানায় মামলা দায়ের করেন। পরে এই মামলাটি মানিকগঞ্জ সি আই ডিতে সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ আতিয়ার রহমান তদন্ত করে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ এ রায় ঘোষণা করা হয়।
Comments
Post a Comment