রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত
চাঁপাইনবাবগঞ্জে ৩টি সংসদীয় আসনে ৫ জনের মনোনয়ন পত্র বাতিল
যাচাই বাছাই শেষে আজ রবিবার চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনে ৪ জন মনোনয়ন
পত্র বাতিল করা হয়েছে। বাতিল প্রাপ্তরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ)
আসনে স্বতন্ত্র প্রার্থী নবাব মোঃ শামসুল হোদা ও ২ আসনে বাংলাদেশ আওয়ামী
লীগের মু. খুরশিদ আলম, স্বতন্ত্র-জামায়াত সমর্থিত প্রার্থী ইয়াহিয়া খান ও
স্বতন্ত্র প্রার্থী ডা. তৈয়ব আলীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।
জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক জানান, তাদের আবেদনে ত্রুটি থাকার কারণে মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।
জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক জানান, তাদের আবেদনে ত্রুটি থাকার কারণে মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।


Comments
Post a Comment