প্রথম বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ আমদানি শুল্ক, বৈশ্বিক বাণিজ্যযুদ্ধের শঙ্কা যুক্তরাষ্ট্রে অধিকাংশ আমদানি পণ্যের ওপর অন্তত ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত এক শতাব্দীর মধ্যে এত উচ্চ শুল্ক আরোপ করেনি ওয়াশিংটন। বুধবার (২ এপ্রিল) গৃহীত এই সিদ্ধান্তের কারণে বিশ্বব্যাপী বাণিজ্যযুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। চিনের ওপর নতুনভাবে ৩৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। কিছুদিন আগে ট্রাম্পের আরোপিত ২০ শতাংশ শুল্কসহ বেইজিংয়ের জন্য সংখ্যাটি মোট ৫৪ শতাংশ। ট্রাম্পের অর্থনৈতিক অস্ত্রের আঘাত থেকে নিরাপদ নয় দীর্ঘদিনের মার্কিন মিত্ররাও। যেমন ইউরোপীয় ইউনিয়নের ওপর ২০ শতাংশ এবং জাপানের ওপর ২৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। শুল্কের ভিত্তি হার (বেইজ রেট) আগামী ৫ এপ্রিল থেকে কার্যকর হবে। আর উচ্চ পালটা শুল্ক কার্যকর হবে আগামী ৯ এপ্রিল থেকে। মার্কিন অর্থনীতিবিদ ওলু সোনোলা বলেছেন, এই শুল্ক দীর্ঘদিন কার্যকর থাকলে, অর্থনৈতিক সমস্ত ভবিষ্যতবাণী জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিন।...
মুক্তি পেল নতুন দুই ছবি
দেশের প্রেক্ষাগৃহে আজ একই সঙ্গে মুক্তি পেয়েছে নতুন দুই ছবি। এদিকে গত তিন সপ্তাহ ধরে সিয়াম আহমেদ ও পূজা চেরি অভিনীত ‘দহন’ তো চলছেই। এ ছবির জন্য এখনও ভালো দর্শক পাচ্ছেন প্রেক্ষাগৃহ মালিকরা। মোট ৮০টি হলে চলছে রায়হান রাফি পরিচালিত ‘দহন’। তার মধ্যেই মুক্তি পেল ‘পোস্টমাস্টার ৭১’ ও ‘তুই শুধু আমার’ ছবি দুটি।
তবে দেশের অধিকাংশ প্রেক্ষাগৃহ এখনও যেহেতু ‘দহন’-এর দখলে, তাই নতুন ছবি দুটি খুবই কম সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হয়েছে। এর মধ্যে ‘পোস্টমাস্টার ৭১’ মুক্তি পেয়েছে মাত্র দুটি প্রেক্ষাগৃহে। সেগুলো হলো- বসুন্ধরার স্টার সিনেপ্লেক্স এবং ব্লকবাস্টার সিনেমাসে।
ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় এবং আবীর খান ও রাশেদ শামীমের যৌথ পরিচালনায় নির্মিত ‘পোস্টমাস্টার ৭১’-এর মূল চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ ও চিত্রনায়িকা মৌসুমী। এটি একটি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র। ছবিটি ঘরে বসে দেখতে পারবেন টিভি দর্শকরাও। শনিবার চ্যানেল আইয়ে এটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে।
অন্যদিকে ১৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘তুই শুধু আমার’ ছবিটি। এটি বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত। পরিচালনাও করেছেন দুজন। বাংলাদেশের অনন্য মামুন ও ভারতের জয়দীপ মুখার্জি। এ ছবিতে কলকাতার দুই নায়ক সোহম ও ওমের বিপরীতে অভিনয় করেছেন বাংলাদেশের মাহিয়া মাহি। আরও আছেন সৈয়দ হাসান ইমাম, শাহেদ আলী ও রেবেকা
Comments
Post a Comment