বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ৩৭ শতাংশ রেসিপ্রোকাল (পাল্টা) শুল্ক স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে চূড়ান্ত বাণিজ্য চুক্তির লক্ষ্যে জোর তৎপরতা চালাচ্ছে সরকার। আগামী ৯ জুলাই এই শুল্কের স্থগিতাদেশ শেষ হতে যাচ্ছে। এর আগে চুক্তিটি চূড়ান্ত করতে ওয়াশিংটনের সঙ্গে দফায় দফায় আলোচনায় বসছে অন্তর্বর্তী সরকার। বা ণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ইউএসটিআর (যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দফতর) কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই-রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান। এ বৈঠকে যুক্তরাষ্ট্রকে আরও ন্যায্য একটি বাণিজ্য চুক্তির আহ্বান জানিয়ে বাংলাদেশ রেসিপ্রোকাল ট্যারিফ সর্বোচ্চ ১০ শতাংশে সীমিত রাখার প্রস্তাব তুলে ধরে। আগামী ২৯ জুন এই বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। এ র আগে, ১২ জুন দুই দেশের মধ্যে একটি ‘নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট’ স্বাক্ষরিত হয়, যার আওতায় প্রস্তাবিত রেসিপ্রোকাল ট্যারিফ চুক্তির খসড়া বাংলাদেশের কাছে পাঠায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশ তার জবাব পাঠিয়েছে ২...
মুক্তি পেল নতুন দুই ছবি
দেশের প্রেক্ষাগৃহে আজ একই সঙ্গে মুক্তি পেয়েছে নতুন দুই ছবি। এদিকে গত তিন সপ্তাহ ধরে সিয়াম আহমেদ ও পূজা চেরি অভিনীত ‘দহন’ তো চলছেই। এ ছবির জন্য এখনও ভালো দর্শক পাচ্ছেন প্রেক্ষাগৃহ মালিকরা। মোট ৮০টি হলে চলছে রায়হান রাফি পরিচালিত ‘দহন’। তার মধ্যেই মুক্তি পেল ‘পোস্টমাস্টার ৭১’ ও ‘তুই শুধু আমার’ ছবি দুটি।
তবে দেশের অধিকাংশ প্রেক্ষাগৃহ এখনও যেহেতু ‘দহন’-এর দখলে, তাই নতুন ছবি দুটি খুবই কম সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হয়েছে। এর মধ্যে ‘পোস্টমাস্টার ৭১’ মুক্তি পেয়েছে মাত্র দুটি প্রেক্ষাগৃহে। সেগুলো হলো- বসুন্ধরার স্টার সিনেপ্লেক্স এবং ব্লকবাস্টার সিনেমাসে।
ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় এবং আবীর খান ও রাশেদ শামীমের যৌথ পরিচালনায় নির্মিত ‘পোস্টমাস্টার ৭১’-এর মূল চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ ও চিত্রনায়িকা মৌসুমী। এটি একটি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র। ছবিটি ঘরে বসে দেখতে পারবেন টিভি দর্শকরাও। শনিবার চ্যানেল আইয়ে এটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে।
অন্যদিকে ১৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘তুই শুধু আমার’ ছবিটি। এটি বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত। পরিচালনাও করেছেন দুজন। বাংলাদেশের অনন্য মামুন ও ভারতের জয়দীপ মুখার্জি। এ ছবিতে কলকাতার দুই নায়ক সোহম ও ওমের বিপরীতে অভিনয় করেছেন বাংলাদেশের মাহিয়া মাহি। আরও আছেন সৈয়দ হাসান ইমাম, শাহেদ আলী ও রেবেকা
Comments
Post a Comment