মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের অধিকাংশকে অবৈধ বলে রায় দিয়েছে দেশটির আপিল আদালত। শুক্রবার (২৯ আগস্ট) এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে আন্তর্জাতিক অর্থনীতিতে প্রভাব বিস্তারে রিপাবলিকান নেতার প্রধানতম হাতিয়ার এখন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ওয়াশিংটন ডিসিভিত্তিক মার্কিন ফেডারেল সার্কিট আপিল আদালতের ৭-৪ ভোটে দেওয়া এই রায়ে এপ্রিল মাসে ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের অংশ হিসেবে আরোপিত পারস্পরিক শুল্ক এবং ফেব্রুয়ারিতে চীন, কানাডা, মেক্সিকোর ওপর আরোপিত আরেক দফা শুল্কের বৈধতা নিয়ে রায় দিয়েছে। রায়ের পক্ষে মত দেওয়া সাত বিচারপতির ছয়জন ডেমোক্র্যাট আর একজন রিপাবলিকান আমলে নিয়োগপ্রাপ্ত। আর রায়ের বিপক্ষে অবস্থানকারীদের মধ্যে দুজন ডেমোক্র্যাট ও দুজন রিপাবালিকান প্রশাসনের অধীনে নিয়োগ পেয়েছেন। অ বশ্য, অন্য আইনি কর্তৃপক্ষ আরোপিত শুল্ক, যেমন ট্রাম্পের স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক, এই রায়ের প্রভাব নেই। হোয়াইট হাউজের দ্বিতীয় মেয়াদে শুল্ককে মার্কিন পররাষ্ট্রনীতির একটি মূল ভিত্তি বানিয়ে ফেলেছেন ট্রাম্প। ইচ্ছেমতো এই হাতিয়ার ব্যবহার করে তিনি বাণিজ্য অংশীদারদ...
মুক্তি পেল নতুন দুই ছবি
দেশের প্রেক্ষাগৃহে আজ একই সঙ্গে মুক্তি পেয়েছে নতুন দুই ছবি। এদিকে গত তিন সপ্তাহ ধরে সিয়াম আহমেদ ও পূজা চেরি অভিনীত ‘দহন’ তো চলছেই। এ ছবির জন্য এখনও ভালো দর্শক পাচ্ছেন প্রেক্ষাগৃহ মালিকরা। মোট ৮০টি হলে চলছে রায়হান রাফি পরিচালিত ‘দহন’। তার মধ্যেই মুক্তি পেল ‘পোস্টমাস্টার ৭১’ ও ‘তুই শুধু আমার’ ছবি দুটি।
তবে দেশের অধিকাংশ প্রেক্ষাগৃহ এখনও যেহেতু ‘দহন’-এর দখলে, তাই নতুন ছবি দুটি খুবই কম সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হয়েছে। এর মধ্যে ‘পোস্টমাস্টার ৭১’ মুক্তি পেয়েছে মাত্র দুটি প্রেক্ষাগৃহে। সেগুলো হলো- বসুন্ধরার স্টার সিনেপ্লেক্স এবং ব্লকবাস্টার সিনেমাসে।
ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় এবং আবীর খান ও রাশেদ শামীমের যৌথ পরিচালনায় নির্মিত ‘পোস্টমাস্টার ৭১’-এর মূল চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ ও চিত্রনায়িকা মৌসুমী। এটি একটি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র। ছবিটি ঘরে বসে দেখতে পারবেন টিভি দর্শকরাও। শনিবার চ্যানেল আইয়ে এটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে।
অন্যদিকে ১৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘তুই শুধু আমার’ ছবিটি। এটি বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত। পরিচালনাও করেছেন দুজন। বাংলাদেশের অনন্য মামুন ও ভারতের জয়দীপ মুখার্জি। এ ছবিতে কলকাতার দুই নায়ক সোহম ও ওমের বিপরীতে অভিনয় করেছেন বাংলাদেশের মাহিয়া মাহি। আরও আছেন সৈয়দ হাসান ইমাম, শাহেদ আলী ও রেবেকা
Comments
Post a Comment