প্রথম বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ আমদানি শুল্ক, বৈশ্বিক বাণিজ্যযুদ্ধের শঙ্কা যুক্তরাষ্ট্রে অধিকাংশ আমদানি পণ্যের ওপর অন্তত ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত এক শতাব্দীর মধ্যে এত উচ্চ শুল্ক আরোপ করেনি ওয়াশিংটন। বুধবার (২ এপ্রিল) গৃহীত এই সিদ্ধান্তের কারণে বিশ্বব্যাপী বাণিজ্যযুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। চিনের ওপর নতুনভাবে ৩৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। কিছুদিন আগে ট্রাম্পের আরোপিত ২০ শতাংশ শুল্কসহ বেইজিংয়ের জন্য সংখ্যাটি মোট ৫৪ শতাংশ। ট্রাম্পের অর্থনৈতিক অস্ত্রের আঘাত থেকে নিরাপদ নয় দীর্ঘদিনের মার্কিন মিত্ররাও। যেমন ইউরোপীয় ইউনিয়নের ওপর ২০ শতাংশ এবং জাপানের ওপর ২৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। শুল্কের ভিত্তি হার (বেইজ রেট) আগামী ৫ এপ্রিল থেকে কার্যকর হবে। আর উচ্চ পালটা শুল্ক কার্যকর হবে আগামী ৯ এপ্রিল থেকে। মার্কিন অর্থনীতিবিদ ওলু সোনোলা বলেছেন, এই শুল্ক দীর্ঘদিন কার্যকর থাকলে, অর্থনৈতিক সমস্ত ভবিষ্যতবাণী জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিন।...
সন্ত্রাস দমনে আন্তর্জাতিক চুক্তিতে পাকিস্তান
পাকিস্তান, চীন ও আফগানিস্তানের বিদেশমন্ত্রী সন্ত্রাস দমনে নতুন চুক্তিতে সাক্ষর করেছে। ছবি: সংগৃহীত।
সন্ত্রাস দমনে আন্তর্জাতিক চুক্তিতে সাক্ষর করলো পাকিস্তান। চীন, পাকিস্তান ও আফগানিস্তান মধ্যে সন্ত্রাসবাদ মোকাবেলায় শনিবার এ চুক্তি হয়েছে।
তিন দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে সাক্ষরিত হয়েছে ‘মৌ’ চুক্তি। আফগানিস্তানের রাজধানী শহর কাবুলে তিন দেশের প্রতিনিধিদের ত্রিপাক্ষিক বৈঠক সম্পন্ন হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি, চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই এবং আফগামিস্তানের বিদেশমন্ত্রী সালাউদ্দিন রব্বানি।এছাড়া চুক্তি স্বাক্ষরের সময়ে উপস্থিত ছিলেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আসরাফ ঘানি।
আরো পড়ুন: তাইওয়ানে ৫.২ মাত্রার ভূমিকম্প
সন্ত্রাস মোকাবেলায় সকল ধরণের পদক্ষেপ গ্রহণে তিন দেশের প্রতিনিধিই সম্মত হয়েছে। এছাড়া দেশ ৩টি নিজেদের পারস্পরিক উন্নতিতে পরস্পরের সহযোগীতার আহ্বান করেন।
এই চুক্তিতে সন্ত্রাস দমনসহ অন্য বিষয়ে পাকিস্তান ও আফগানিস্তান লাভবান হবে বলে জানিয়েছে চীনের চীনের বিদেশমন্ত্রী ওয়াসয়ে। তথ্য সূত্র: রেডিও পাকিস্তান।
- Get link
- X
- Other Apps
Labels
News
Labels:
News
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment