কমিশন চেয়ারম্যানের পদত্যাগ চাইলেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসনের ৫০ শতাংশ কোটা ইস্যুতে জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরীকে পদত্যাগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (বাসা)। বুধবার (২৫ ডিসেম্বর) রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে এ দাবি জানান বিসিএস ৯ম ব্যাচের কর্মকর্তা জাকির হোসেন কালাম। তিনি বলেন, শুধু সংস্কার কমিশনের চেয়ারম্যানকে পদত্যাগ করলেই হবে না, সব স্টেকহোল্ডারকে নিয়ে এ সংস্কার কমিশনকে পুনর্গঠন করতে হবে। এর আগে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব সোহেল রানা বলেন, উপসচিব পদে ৫০ শতাংশ হারে পদায়ন বৈষম্যমূলক, অযৌক্তিক ও ষড়যন্ত্রমূলক। রাষ্ট্রকে দুর্বল করার কোনো প্রচেষ্টা চলছে কি না, এটাও আমাদের দেখতে হবে। এর আগে গত ১৭ ডিসেম্বর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী জানান, উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের ৫০ শতাংশ এবং অন্য সব ক্যাডার থেকে ৫০ শতাংশ কোটা রাখার সুপারিশ করবেন তারা। বর্তমান বিধিমালা অনুযায়ী, উপসচি...
সন্ত্রাস দমনে আন্তর্জাতিক চুক্তিতে পাকিস্তান
সন্ত্রাস দমনে আন্তর্জাতিক চুক্তিতে সাক্ষর করলো পাকিস্তান। চীন, পাকিস্তান ও আফগানিস্তান মধ্যে সন্ত্রাসবাদ মোকাবেলায় শনিবার এ চুক্তি হয়েছে।
তিন দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে সাক্ষরিত হয়েছে ‘মৌ’ চুক্তি। আফগানিস্তানের রাজধানী শহর কাবুলে তিন দেশের প্রতিনিধিদের ত্রিপাক্ষিক বৈঠক সম্পন্ন হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি, চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই এবং আফগামিস্তানের বিদেশমন্ত্রী সালাউদ্দিন রব্বানি।এছাড়া চুক্তি স্বাক্ষরের সময়ে উপস্থিত ছিলেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আসরাফ ঘানি।
আরো পড়ুন: তাইওয়ানে ৫.২ মাত্রার ভূমিকম্প
সন্ত্রাস মোকাবেলায় সকল ধরণের পদক্ষেপ গ্রহণে তিন দেশের প্রতিনিধিই সম্মত হয়েছে। এছাড়া দেশ ৩টি নিজেদের পারস্পরিক উন্নতিতে পরস্পরের সহযোগীতার আহ্বান করেন।
এই চুক্তিতে সন্ত্রাস দমনসহ অন্য বিষয়ে পাকিস্তান ও আফগানিস্তান লাভবান হবে বলে জানিয়েছে চীনের চীনের বিদেশমন্ত্রী ওয়াসয়ে। তথ্য সূত্র: রেডিও পাকিস্তান।
- Get link
- X
- Other Apps
Labels
News
Labels:
News
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment