ট্রাম্প সরকারকে চটানো যাবে না’ অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আমরা ট্রাম্প সরকারের সঙ্গে সম্পৃক্ততা বাড়াব, সমঝোতা করব কিন্তু ওদের চটানো যাবে না। ট্রাম্প সরকার তিন মাস সময় দিয়েছে, প্রয়োজনে আরও বেশি সময় চাইব। বুধবার (৩০ এপ্রিল) রাজধানীর একটি অভিজাত হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরামর্শক কমিটির ৪৫তম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, আমরা গ্র্যাজুয়েশনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। ব্যবসায়ীদের অনেক প্রস্তুতি রয়েছে। আমরা আইএমএফ, বিশ্বব্যাংক, ইউএস কমার্সসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো ৭০ থেকে ৮০ জনের সঙ্গে আলাপ করেছি। একটি জিনিস মনে রাখতে হবে রেয়াত ও কর অব্যাহতির যুগ চলে গেছে। এখানে আমরা অনেক পেছনে আছি। আমাদের রাজস্ব বাড়াতে...
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হলেন যারা
শিবগঞ্জ প্রতিনিধি- মোঃ হারুন অর রশীদঃ চঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সোমবার ১৪ নভেম্বর ২0২২। সকাল ৯ টায় শুরু হয় ভোট গ্রহণ চলে দুপুর ২ টা পর্যন্ত। ভোট গ্রহণ শেষে জেলার ৫টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারগণ ফলাফল বেসরকারী ভাবে ঘোষণা করেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা পরিষদ নির্বাচনের রিটার্ণিং অফিসার মোতাওয়াক্কিল বলেন, সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন মোসাঃ তাসলিমা খাতুন। তিনি ১৫৭ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোসাঃ কাজলেমা পেয়েছেন ৩৫ ভোট। সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডে ২২২ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন সাবিহা শবনম কেয়া। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শামিমা জাহান সারা পেয়েছেন ১৪৮ ভোট। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ১ নম্বর ওয়ার্ডে মোঃ আব্দুল জলিল ১২৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আব্দুল হাকিম পেয়েছেন ৭২ ভোট। নাচোল উপজেলা ২ নম্বর ওয়ার্ডে তারিকুজ জামান সুমন ৪৮ ভোট পেয়ে বেসরকারী ভাবে সদস্য নির্বাচিত হন। তাঁর নিকট প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আনারুল ইসলাম ১৯ ভোট। গোমস্তাপুর উপজেলা ৩ নম্বর ওয়ার্ডে মোঃ কবির আহম্মেদ খান ৪৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোকসেদুর রহমান ৪৩ ভোট। ভোলাহাট উপজেলা ৪ নম্বর ওয়ার্ডে মোসাঃ হোসনে আরা ২৩ ভোট পেয়ে মহিলা সদস্য বেসরকারী ভাবে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোসাঃ উম্মে নুরহাজান নিশি পেয়েছেন ১৬ ভোট। শিবগঞ্জ উপজেলা ৫ নম্বর ওয়ার্ডে মোঃ আব্দুস সালাম (তালা প্রতীক) ১১৫ ভোট পেয়ে বেসরকারী ভাবে সদস্য নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ কামাল উদ্দীন (হাতি প্রতীক) ৯১ ভোট।
জেলা পরিষদ নির্বাচিত সদস্যবৃন্দ কে অভিনন্দন ও শুভেচ্ছা
ReplyDeleteজয় বাংলা জয় বঙ্গবন্ধু
ReplyDelete