ট্রাম্প সরকারকে চটানো যাবে না’ অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আমরা ট্রাম্প সরকারের সঙ্গে সম্পৃক্ততা বাড়াব, সমঝোতা করব কিন্তু ওদের চটানো যাবে না। ট্রাম্প সরকার তিন মাস সময় দিয়েছে, প্রয়োজনে আরও বেশি সময় চাইব। বুধবার (৩০ এপ্রিল) রাজধানীর একটি অভিজাত হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরামর্শক কমিটির ৪৫তম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, আমরা গ্র্যাজুয়েশনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। ব্যবসায়ীদের অনেক প্রস্তুতি রয়েছে। আমরা আইএমএফ, বিশ্বব্যাংক, ইউএস কমার্সসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো ৭০ থেকে ৮০ জনের সঙ্গে আলাপ করেছি। একটি জিনিস মনে রাখতে হবে রেয়াত ও কর অব্যাহতির যুগ চলে গেছে। এখানে আমরা অনেক পেছনে আছি। আমাদের রাজস্ব বাড়াতে...
এবার ওদুদ এমপি’র পাশাপাশি আবারো জামায়াতের কঠোর সমালোচনা করলেন বিএনপি নেত্রী পাপিয়া (ভিডিওসহ)
প্রায় বছর তিনেক আগে বিএনপি নেত্রী এ্যাড. সৈয়দা আসিফা আশরাফী পাপিয়ার জোটের শরিক সংগঠন জামায়াতকে নিয়ে দেয়া কঠোর সমালোচনামুলক বক্তব্য দেশজুড়ে আলোচনার ঝড় তুলেছিল। চাঁপাইনবাবগঞ্জ নিউজ ডটকমের আপলোড করা সেই ভিডিও’র সূত্রধরে দেশের জাতীয় দৈনিক ও প্রথম সারির টেলিভিশন চ্যানেলে প্রতিবেদন হয়েছিল। ভোটের রাজনীতিতে কেন্দ্রে সখ্যতা থাকলেও চাঁপাইনবাবগঞ্জ সদরে দীর্ঘদিন ধরে বিপরীত অবস্থানে জামায়াত ও বিএনপি।
এটা আবারও প্রকাশ্যে এলো গেল ১৫ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা স্কুল মাঠে বিএনপি আয়োজিত জনসভায় দেয়া বিএনপি নেত্রী পাপিয়ার বক্তব্য থেকে। ২০১৪ সালের পর বিএনপি’র কেন্দ্রীয় শীর্ষনেতাদের নিয়ে আয়োজিত প্রথম জনসভায় চাঁপাইনবাবঞ্জ জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সাবেক এমপি বিএনপি’র এই নেত্রী জামায়াত ও জান্নাত প্রসঙ্গে জামায়াতের কঠোর সমালোচনা করেন। একই সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আব্দুল ওদুদেরও কঠোর সমালোচনা করে।
সমালোচনা থেকে বাদ যায়নি আব্দুল ওদুদের ব্যক্তিগত জীবনও। ওই জনসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ওই জনসভার ভিভিও চিত্র পাঠক দর্শকদের জন্য আপলোড করা হলো। চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-০৯-১৭
magi
ReplyDelete