মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের অধিকাংশকে অবৈধ বলে রায় দিয়েছে দেশটির আপিল আদালত। শুক্রবার (২৯ আগস্ট) এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে আন্তর্জাতিক অর্থনীতিতে প্রভাব বিস্তারে রিপাবলিকান নেতার প্রধানতম হাতিয়ার এখন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ওয়াশিংটন ডিসিভিত্তিক মার্কিন ফেডারেল সার্কিট আপিল আদালতের ৭-৪ ভোটে দেওয়া এই রায়ে এপ্রিল মাসে ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের অংশ হিসেবে আরোপিত পারস্পরিক শুল্ক এবং ফেব্রুয়ারিতে চীন, কানাডা, মেক্সিকোর ওপর আরোপিত আরেক দফা শুল্কের বৈধতা নিয়ে রায় দিয়েছে। রায়ের পক্ষে মত দেওয়া সাত বিচারপতির ছয়জন ডেমোক্র্যাট আর একজন রিপাবলিকান আমলে নিয়োগপ্রাপ্ত। আর রায়ের বিপক্ষে অবস্থানকারীদের মধ্যে দুজন ডেমোক্র্যাট ও দুজন রিপাবালিকান প্রশাসনের অধীনে নিয়োগ পেয়েছেন। অ বশ্য, অন্য আইনি কর্তৃপক্ষ আরোপিত শুল্ক, যেমন ট্রাম্পের স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক, এই রায়ের প্রভাব নেই। হোয়াইট হাউজের দ্বিতীয় মেয়াদে শুল্ককে মার্কিন পররাষ্ট্রনীতির একটি মূল ভিত্তি বানিয়ে ফেলেছেন ট্রাম্প। ইচ্ছেমতো এই হাতিয়ার ব্যবহার করে তিনি বাণিজ্য অংশীদারদ...
জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ দুইজন নিহত
![]() |
চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দূর্ঘটনায় এক স্কুল ছাত্রসহ ২জন নিহত হয়েছে। নিহতরা হচ্ছে সদর উপজেলা গোবরাতলা ইউনিয়নের মহিপুর ভাটাপাড়া গ্রামের মৃত. গিয়াস উদ্দিনের ছেলে আলেফ (৫০) ও সদরের চকবহরম গ্রামের জুবায়ের ইসলাম কালুর ছেলে ও ও হরিনগর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ ¤্রিেণ’র ছাত্র রবিন (১২)। গোবরাতলা ইউপি চেয়ারম্যান আসজাদুর রহমান ও সদর থানার উপপরিদর্শক(এসআই) আম্ব্যিয়া বেগম জানান, শুক্রবার ভোররাতে বাড়িতে সেহেরী
খাবার পর বাইসাইকেলযোগে ধান কাটতে বের হন আলেফ। এরপর ভোর সাড়ে ৪টার দিকে গোবরাতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের নিকট সড়কে অজ্ঞাত যানবাহনের চাপায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। ফজর নামাজের পর ভোর ৫টার দিকে সড়কে তাঁর মরদেহ পাওয়া যায়। সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে। এর আগে বৃহস্পতিবার (৯’মে) রাত সাড়ে ৭টার দিকে শিবগঞ্জের রানিহাটী কলেজ এলাকায় সোনামসজিদ মহাসড়কে ট্রাক চাপায় ঘটনাস্থলে নিহত হয় বাইসাইকেল আরোহী স্কুলছাত্র রবিন।
ঘটনার পর বিক্ষুদ্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) চৌধুরী মশিউর রহমান জানান, বৃহস্পতিবার ইফতারির পর রানিহাটি এলাকায় রবিনকে অজ্ঞাত একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলেই সে মারা যায় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ও মহাসড়ক অবরোধ মুক্ত করে। পুলিশ জানায়, আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত না করেই মরদেহদুটি পরিবারের নিকট হস্তান্তর করেছে পুলিশ। উভয় ঘটনায় সংশ্লিষ্ট থানায় জিডি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০-০৫-১৯
so ad
ReplyDelete