ট্রাম্প সরকারকে চটানো যাবে না’ অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আমরা ট্রাম্প সরকারের সঙ্গে সম্পৃক্ততা বাড়াব, সমঝোতা করব কিন্তু ওদের চটানো যাবে না। ট্রাম্প সরকার তিন মাস সময় দিয়েছে, প্রয়োজনে আরও বেশি সময় চাইব। বুধবার (৩০ এপ্রিল) রাজধানীর একটি অভিজাত হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরামর্শক কমিটির ৪৫তম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, আমরা গ্র্যাজুয়েশনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। ব্যবসায়ীদের অনেক প্রস্তুতি রয়েছে। আমরা আইএমএফ, বিশ্বব্যাংক, ইউএস কমার্সসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো ৭০ থেকে ৮০ জনের সঙ্গে আলাপ করেছি। একটি জিনিস মনে রাখতে হবে রেয়াত ও কর অব্যাহতির যুগ চলে গেছে। এখানে আমরা অনেক পেছনে আছি। আমাদের রাজস্ব বাড়াতে...
উদ্বোধনের দিনেই বাধার মুখে শিবগঞ্জে গম সংগ্রহ অভিযান

উদ্বোধনের দিনেই বাধার মুখে শিবগঞ্জে গম সংগ্রহ অভিযান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা খাদ্য গুদামে বুধবার কৃষকদের কাছ থেকে
অভ্যান্তরীণ গম ও বোরো সিদ্ধ চাল কেনার উদ্বোধনী দিনে বাধার ঘটনা ঘটেছে।
পোকাযুক্ত গম দেয়ার চেষ্টার অভিযোগ এনে যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ্বে
বাধা দেয়ার ঘটনাকে ঘিরে দু’ গ্রুপের মধ্যে ধস্তাধস্তিও হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে সংসদ সদস্য ডা. সামিল উদ্দীন আহম্মেদ শিমুল
সরকারিভাবে শিবগঞ্জ খাদ্য গুদামে গম ও বোরো সিদ্ধা চাল কেনা কার্যক্রমের
আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী
কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, শিবগঞ্জ পৌরসভার মেয়র কারিবুল হক রাজিন।
উদ্বোধনী অনুষ্ঠানে শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের একজন কৃষক ৩ টন গম দেন। এরপর
অনুষ্ঠানস্থল থেকে সংসদ সদস্য চলে গেলে গোমস্তাপুর উপজেলার এক কৃষক
পোকাযুক্ত গম দেবার চেষ্টা করেন। এনিয়ে উত্তেজনা দেখা দেয়। দু পক্ষের মধ্যে
ধস্তাধস্তি শুরু হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে এসে শিবগঞ্জের প্রকৃত কৃষকের
কাছ থেকে মানসম্পন্ন গম চাল কেনা হবে এবং কোন অনিয়ম হবে না উল্লেখ করে
পরিস্থিতি শান্ত করেন।
এসময় ঘটনাস্থলে এসে সংসদ সদস্য ডা. সামিল উদ্দীন
আহম্মেদ শিমুল নিয়মতান্ত্রিকভাবে গম কেনার নির্দেশ প্রদান করেন। উদ্ভুত পরিস্থিতিতে নিম্নমানের গম নিয়ে আসা গোমস্তাপুরের কৃষক গম দিতে পারেননি। ট্রলিযোগে আসা গম ট্রলিতে করেই ফেরত যায়। স্থানীয় সূত্র জানায়, শিবগঞ্জ উপজেলা ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক ও
সম্প্রতি অনুষ্ঠিত মন্টু ডাক্তার স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজক
কমিটির আহবায়ক সাইফুল ইসলাম মিটুল খান গম সংগ্রহ অভিযানে এক পক্ষের নেতৃত্ব
দেন।
মিটুল খান দাবি করেন, সরকারি নিয়ন অনযায়ী গম সরবরাহ করা হচ্ছিল। শিবগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ও শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের
সভাপতি রিজভী আলম রানা বলেন, ‘ একটি সিন্ডিকেটের মাধ্যমে ভুয়া তালিকা তৈরী
করে পোকাযুক্ত নষ্ট গম কেনার চেষ্টা করা হলে প্রতিবাদ করা হয়’।
তারা অভিযোগ
করেন, একটি সিন্ডিকেট শিবগঞ্জে প্রকৃত কৃষকদের কাছ থেকে গম চাল সরবরাহে
বাধা হয়ে দাঁড়িয়েছে। ওই সিন্ডিকেট শিবগঞ্জের কৃষকদের স্বার্থ না দেখে অসৎ
উদ্দেশ্যে বাইরের উপজেলার কৃষকদের গম সরবরাহ করার চেষ্টা করছে। এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসার এসএম আমিনুজ্জামান জানান, শিবগঞ্জের
প্রকৃত কৃষকদের তালিকা তৈরী করা হয়েছে। শিবগঞ্জ এলাকায় উৎপাদিত পোকামুক্ত
গম কেনা হবে।
শিবগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজুল হক জানান, চলতি মৌসুমে
কৃষকদের কাছ থেকে ১ হাজার ১৭৭ টন গম ও ৫১৭ টন চাল সংগ্রহ করা হবে। যা চলবে
৩০ জুন পর্যন্ত। চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১৫-০৫-১৯
good vagna
ReplyDelete