রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত
দৃষ্টিশক্তি কমে, পুতিনের জীবন মেরেকেটে তিন বছর! রুশ গুপ্তচরের দাবি ঘিরে উত্তেজনা শরীরে বাসা বেঁধেছে মারণ ক্যান্সার। ফুরিয়ে আসছে আয়ু। হয়ত আর মেরেকেটে বছর তিনেক বাঁচবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিপেনডেন্ট’–এ প্রকাশিত এক প্রতিবেদনে রুশ প্রেসিডেন্টকে নিয়ে চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। রুশ গুপ্তচর সংস্থা ‘ফেডারেল সিকিউরিটি সার্ভিস’–এর এক গোয়েন্দা আধিকারিককে উদ্ধৃত করা হয়েছে ওই প্রতিবেদনে। প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে, বর্তমানে ব্রিটেনে বসবাসরত প্রাক্তন রুশ চর বরিস কারপিচকভকে গোপনে বার্তা পাঠান ওই এফএসবি অফিসার। সেখানেই পুতিনের শারীরিক পরিস্থিতির বর্ণনা দেন তিনি। কারপিচকভকে পাঠানো রুশ গোয়েন্দার বার্তার কিছুটা অংশ তুলে ধরা হয়েছে সংবাদমাধ্যম হবংি.পড়স.ধঁ.-তে। সেখানে নাকি বলা হয়েছে, ‘আমাদের বলা হয়েছে তিনি (পড়ুন পুতিন) নাকি প্রচণ্ড মাথাব্যথায় ভোগেন। টিভিতে কথা বলার সময় সবকিছু কাগজে বড় অক্ষরে লিখে দিতে হয়। তাঁর চোখের দৃষ্টি ক্রমে কমে আসছে।’ তবে পুতিনের শারীরিক পরিস্থিতি নিয়ে সমস্ত জল্পনা উড়িয়ে দিয়েছেন রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। রবিবার লাভরভ স্...