কমিশন চেয়ারম্যানের পদত্যাগ চাইলেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসনের ৫০ শতাংশ কোটা ইস্যুতে জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরীকে পদত্যাগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (বাসা)। বুধবার (২৫ ডিসেম্বর) রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে এ দাবি জানান বিসিএস ৯ম ব্যাচের কর্মকর্তা জাকির হোসেন কালাম। তিনি বলেন, শুধু সংস্কার কমিশনের চেয়ারম্যানকে পদত্যাগ করলেই হবে না, সব স্টেকহোল্ডারকে নিয়ে এ সংস্কার কমিশনকে পুনর্গঠন করতে হবে। এর আগে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব সোহেল রানা বলেন, উপসচিব পদে ৫০ শতাংশ হারে পদায়ন বৈষম্যমূলক, অযৌক্তিক ও ষড়যন্ত্রমূলক। রাষ্ট্রকে দুর্বল করার কোনো প্রচেষ্টা চলছে কি না, এটাও আমাদের দেখতে হবে। এর আগে গত ১৭ ডিসেম্বর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী জানান, উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের ৫০ শতাংশ এবং অন্য সব ক্যাডার থেকে ৫০ শতাংশ কোটা রাখার সুপারিশ করবেন তারা। বর্তমান বিধিমালা অনুযায়ী, উপসচি...
দৃষ্টিশক্তি কমে, পুতিনের জীবন মেরেকেটে তিন বছর! রুশ গুপ্তচরের দাবি ঘিরে উত্তেজনা শরীরে বাসা বেঁধেছে মারণ ক্যান্সার। ফুরিয়ে আসছে আয়ু। হয়ত আর মেরেকেটে বছর তিনেক বাঁচবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিপেনডেন্ট’–এ প্রকাশিত এক প্রতিবেদনে রুশ প্রেসিডেন্টকে নিয়ে চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। রুশ গুপ্তচর সংস্থা ‘ফেডারেল সিকিউরিটি সার্ভিস’–এর এক গোয়েন্দা আধিকারিককে উদ্ধৃত করা হয়েছে ওই প্রতিবেদনে। প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে, বর্তমানে ব্রিটেনে বসবাসরত প্রাক্তন রুশ চর বরিস কারপিচকভকে গোপনে বার্তা পাঠান ওই এফএসবি অফিসার। সেখানেই পুতিনের শারীরিক পরিস্থিতির বর্ণনা দেন তিনি। কারপিচকভকে পাঠানো রুশ গোয়েন্দার বার্তার কিছুটা অংশ তুলে ধরা হয়েছে সংবাদমাধ্যম হবংি.পড়স.ধঁ.-তে। সেখানে নাকি বলা হয়েছে, ‘আমাদের বলা হয়েছে তিনি (পড়ুন পুতিন) নাকি প্রচণ্ড মাথাব্যথায় ভোগেন। টিভিতে কথা বলার সময় সবকিছু কাগজে বড় অক্ষরে লিখে দিতে হয়। তাঁর চোখের দৃষ্টি ক্রমে কমে আসছে।’ তবে পুতিনের শারীরিক পরিস্থিতি নিয়ে সমস্ত জল্পনা উড়িয়ে দিয়েছেন রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। রবিবার লাভরভ স্...