তৃষ্ণার্ত কোবরা গ্লাসে পানি পান!
একটি কালো কোবরা, একজন ব্যক্তির হাতে রাখা গøাসের পানিতে চুমুক দিচ্ছে। এ ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পৃথিবীতে সাপ প্রজাতির মধ্যে কোবরা সবচেয়ে বেশি বিষধর। দক্ষিণ-পূর্ব এশিয়াতে এটি পাওয়া যায়। ভারতে এই প্রজাতির কিং কোবরার প্রায়শই দেখা মেলে। ভারতের আইএফএস কর্মকর্তা সুশান্ত নন্দ টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যায়, একটি বানর এবং কয়েকটি হাঁসের বাচ্চা তরমুজ ভাগ করে খাচ্ছে। এরপর এনসিসুকুমার নামের একটি অ্যাকাউন্ট থেকে ওই সাপের ভিডিওটি পোস্ট করা হয়। এতে দেখা যায়, কোবরাকে পানি পান করাচ্ছেন এক ব্যক্তি। ভিডিওটি পুরোনো। গত আগস্টে এটি সুশান্ত নন্দের পোস্টের কমেন্টে পোস্ট করা হয়। কিন্তু এটি আবার ভাইরাল হচ্ছে কারণ এখন গ্রীষ্মের মৌসুম এবং লোকেরা একটি তৃষ্ণার্ত কোবরাকে পানি পান করার দৃশ্য দেখার আশা করতেই পারেন। যদিও প্রচণ্ড গরমে নিজেকে ঠান্ডা রাখতে প্রতিটি প্রাণীর জল পান করাটা স্বাভাবিক।
কিং কোবরা কিংবা শঙ্খচূড়, রাজ গোখরা পৃথিবীর সর্ববৃহৎ বিষধর সাপ। যার
দৈর্ঘ্য সর্বোচ্চ ৫ দশমিক ৬ মিটার (১৮ দশমিক ৫ ফুট) পর্যন্ত হতে পারে। এটি
মূলত দক্ষিণ এশিয়ার বনাঞ্চলজুড়ে বসবাস করে।
তথ্যসূত্র: এনডিটিভি, জাগোনিউজ
Comments
Post a Comment