বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে। কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...
৭ জনের মৃত্যু আফগানিস্তানে রাস্তার ধারে বোমা বিস্ফোরণে
আফগানিস্তানের উত্তরাঞ্চলে রাস্তার ধারে বোমা বিস্ফোরণে ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ৭ জন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মাজার-ই-শরীফ শহরে মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল ৭টার দিকে বাসে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহতরা একটি পেট্রোলিয়াম কোম্পানির কর্মচারী ছিলেন। মাজার-ই-শরীফের বলখ পুলিশ বিভাগের কর্মকর্তা আসিফ ওয়াজিরি বলেন, বোমাটি রাস্তার পাশে একটি কার্টে রাখা হয়েছিল। বাসটি আসার সঙ্গে সঙ্গে এটি বিস্ফোরিত হয়। এ ঘটনার পেছনে কারা ছিল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। গত মাসে, সামাঙ্গন প্রদেশের শহর আইবাকের একটি স্কুলে বিস্ফোরণে কমপক্ষে ১৯ জন নিহত হন। ওই ঘটনায় আহত হয়েছিলেন আরও ২৪ জন। এছাড়া, চলতি বছরের মে মাসে মাজার-ই-শরিফে ধারাবাহিক বিস্ফোরণে কমপক্ষে নয়জন নিহত হয়েছিলেন। জঙ্গি সংগঠন আইএসআইএস ওই হামলার দায় স্বীকার করে। আফগানিস্তানের সাম্প্রতিক সহিংসতার মধ্যে একটি আত্মঘাতী বোমা হামলাও অন্তর্ভুক্ত রয়েছে। অক্টোবরে সংঘটিত হওয়া ওই হামলায় আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবন কমপ্লেক্সে একটি মসজিদে চারজন নিহত হন। তথ্যসূত্র: বাংলানিউজ।

So sad
ReplyDelete