Skip to main content

Posts

Showing posts from April, 2019

Featured Post

The officials of the administration cadre wanted the resignation of the commission chairman

কমিশন চেয়ারম্যানের পদত্যাগ চাইলেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসনের ৫০ শতাংশ কোটা ইস্যুতে জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরীকে পদত্যাগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (বাসা)।  বুধবার (২৫ ডিসেম্বর) রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে এ দাবি জানান বিসিএস ৯ম ব্যাচের কর্মকর্তা জাকির হোসেন কালাম।  তিনি বলেন, শুধু সংস্কার কমিশনের চেয়ারম্যানকে পদত্যাগ করলেই হবে না, সব স্টেকহোল্ডারকে নিয়ে এ সংস্কার কমিশনকে পুনর্গঠন করতে হবে।  এর আগে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব সোহেল রানা বলেন, উপসচিব পদে ৫০ শতাংশ হারে পদায়ন বৈষম্যমূলক, অযৌক্তিক ও ষড়যন্ত্রমূলক। রাষ্ট্রকে দুর্বল করার কোনো প্রচেষ্টা চলছে কি না, এটাও আমাদের দেখতে হবে।  এর আগে গত ১৭ ডিসেম্বর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী জানান, উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের ৫০ শতাংশ এবং অন্য সব ক্যাডার থেকে ৫০ শতাংশ কোটা রাখার সুপারিশ করবেন তারা।  বর্তমান বিধিমালা অনুযায়ী, উপসচি...

Babul Kumar Ghosh, a pioneer of progressive student movement, passes away

চলে গেলেন প্রগতিশীল ছাত্র আন্দোলনের অগ্রসৈনিক বাবুল কুমার ঘোষ চাঁপাইনবাবগঞ্জে নব্বই’র স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ প্রগতিশীল ছাত্র আন্দোলনের অগ্রসৈনিক বাবুল কুমার ঘোষ, ছাত্র নেতাদের প্রিয় বাবুল দা’ আর নেই। স্বৈরাচার ও সাম্প্রদায়িতকা বিরোধী ছাত্রমোর্চা সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের শীর্ষনেতা ও বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি বাবুল কুমার ঘোষ রাজধানী ঢাকার একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে তিনি মারা যান। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন বাজার নিবাসী প্রয়াত ভজহরী ঘোষের চার ছেলের মধ্যে বড় ছিলেন বাবুল কুমার ঘোষ। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।   বাবুল কুমার ঘোষের ছোট ভাই সাংবাদিক ডাবলু কুমার ঘোষ জানিয়েছেন, আগামী কাল শিবগঞ্জ উপজেলার তর্তীপুর শ্বশানে তার সৎকার অনুষ্ঠিত হবে।  প্রগতিশীল ছাত্র সংগঠন জাসদ ছাত্রলীগের সাবেক নেতা ছাত্র আন্দোলনের সময় অনেকবার কারাবরণও করেন, সেই সময় ছাত্রদের বিভিন্ন সমস্যা ও দাবি আদায়ে অগ্রনী ভুমিকা ছিলো তাঁর। হিন...

Tipu warns of Moti's enthusiastic reaction to Harun, Aminul's swearing-in

হারুন, আমিনুলের শপথে মতির উচ্ছসিত প্রতিক্রিয়া টিপুর সতর্ক চাঁপাইনবাবগঞ্জের হারুনুর রশিদ হারুন ও আমিনুল ইসলামের শপথ নেয়ার পর মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে সদর উপজেলা বিএনপি। শপথ গ্রহনের খবর পৌছর পরই বিকালে পাঠানপাড়ার দলীয় কার্যালয়ে মিষ্টি বিতরণ করা হয়। পরে সেখান থেকে আনন্দ মিছিল বের করা হয়। আনন্দ মিছিলটি সদর উপজেলা বিএনপি’র উদ্যোগে করা হলেও জেলা বিএনপি’র নেতৃবৃন্দ অনুপস্থিত ছিলেন।  শপথ গ্রহণ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম টিপুর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি সতর্ক মন্তব্য করেছেন।  তিনি সাংবাদিকদের জানান, যদি দলীয় সিদ্ধান্ত মেনে তারা শপথ নেন তবে ঠিক আছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পক্ষে তিনি।  এদিকে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তার প্রতিক্রিয়ায় বলেন, ‘ বাংলাদেশ জাতীয়তাবাদি দলের চার জন এমপি শপথ গ্রহণ করেছেন। আমারা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপি ও পৌর বিএনপিসহ সব অঙ্গ সংগঠননের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করি শপথ গ্রহণকারী নেতৃবৃন্দ দলীয় নেতাকর্মীদের আশা আকাংখা পুরন করবেন’...

Within a short time I lost my definition... Revolutionary Ila Mitra in Rajshahi court

অল্পক্ষণের মধ্যেই আমি সংজ্ঞা হারিয়ে ফেললাম... রাজশাহী আদালতে জবানবন্দিতে বিপ্লবী ইলা মিত্র রাজশাহী আদালতে ইলা মিত্র ইংরেজিতে লিখিত যে জবানবন্দি দিয়েছিলেন তা থেকে তাঁর ওপর যে অত্যাচার হয়েছে সে বিষয়ে জানা যায়।   তিনি তাঁর জবানবন্দিতে বলেন, ‘বিগত ০৭.০১.৫০ তারিখে আমি রোহনপুর থেকে গ্রেপ্তার হই এবং পরদিন আমাকে নাচোল থানা হেড কোয়ার্টারে পাঠানো হয়। কিন্তু পথে পাহারাদার পুলিশরা আমার ওপর অত্যাচার করে। নাচোলে ওরা আমাকে একটা সেলের মধ্যে রাখে। সেখানে একজন পুলিশের দারোগা আমাকে এ মর্মে ভীতি প্রদর্শন করে যে, আমি যদি হত্যাকান্ড সম্পর্কে সম্পূর্ণ স্বীকারোক্তি না করি,তাহলে ওরা আমাকে উ লঙ্গ করবে। আমার যেহেতুবলার মত কিছু ছিল না, কাজেই তারা আমার পরনের সমস্ত কাপড় চোপড় খুলে নেয় এবং সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় সেলের মধ্যে আটকে রাখে। আমাকে কোন খাবার দেওয়া হয়নি। এমন কি এক বিন্দু জলও না। ঐ সন্ধ্যায় স্বীকারোক্তি আদায়ের জন্য এসআইএর উপস্থিতিতে সিপাইরা এসেবন্দুকের বাট দিয়ে আমার মাথায় আঘাত করতে শুরু করে। সে সময় আমার নাক দিয়ে প্রচুর রক্ত পড়তে থাকে। এরপর ওরা আমার পরনের কাপড় চোপড় ফেরত দেয়। রাত প্রায় বারোটার সময় আমা...

Four BNP members, including Harun Aminul, take oath

শপথ নিলেন হারুন আমিনুলসহ বিএনপির চার সদস্য জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের ২জনসহ বিএনপির চার সদস্য। সোমবার বিকেলে তাঁদের শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। তাঁরা হলেন, বিএনপির আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২), হারুনুর রশিদ (চাঁপাইনবাবগঞ্জ-৩), উকিল আবদুস সাত্তার (ব্রাহ্মণবাড়িয়া-২) ও মোশাররফ হোসেন (বগুড়া-৪)।  এর আগে গত বৃহস্পতিবার শপথ নেন ঠাকুরগাঁও -৩ আসন থেকে নির্বাচিত বিএনপির জাহিদুর রহমান জাহিদ। বিএনপির সবাই শপথ নিলেও এখন পর্যন্ত শপথ নেননি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বগুড়া- ৬ আসন থেকে নির্বাচিত হয়েছেন।  নির্বাচিতরা আজ ২৯ এপ্রিল সোমবার শপথ না নিলে এসব আসনে পুনর্র্নিবাচনের আয়োজন করার সাংবিধানিক নির্দেশনা রয়েছে। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ভোট ডাকাতি হয়েছে দাবি করে শপথ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিল বিএনপি ও ঐক্যফ্রন্ট।  তবে বিএনপি থেকে নির্বাচিতরা বলছেন, এলাকার মানুষের চাপে সংসদে যেতে বাধ্য হয়েছেন তাঁরা। চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯-০৪-১৯

Two injured in bomb blast in Shibganj jute field

শিবগঞ্জে পাটক্ষেতে বোমা বিষ্ফোরণে কলেজ ছাত্রসহ ২ জন আহত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের বাবুপুরে বোমা বিষ্ফোরণের ঘটনায় শনিবার এক কলেজ ছাত্রসহ ২ জন মারাত্মকভাবে আহত হয়েছে। আহতদের আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।   আহতরা হচ্ছে, শিবগঞ্জের উজিরপুরের সেরাজুল ইসলামের ছেলে ও উজিরপুর আদর্শ ডিগ্রী কলেজের এইচএসসি’র দ্বিতীয় বর্ষের ছাত্র সোহেল রানা (১৮) ও একই গ্রামের তামসুর রহমানের ছেলে সেরাজুল ইসলাম ফদু (৪৪)।  শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি সিকদার মশিউর রহমান জানান, সকালে পাকা ইউনিয়নের বাবুপুরে একটি পাট ক্ষেতে কাজ করার সময় সেখানে পড়ে থাকার একটি ব্যাগ দাউলি দিয়ে সরাতে গেলে ব্যাগে থাকা বোমা বিকট শব্দে বিষ্ফোরণ ঘটে।  এতে দু’জনই মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে আসলে আশংকাজনক অবস্থায় তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।   ঘটনার পর শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছেন।   বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণ...

1,400 kg of expired dates seized

রোজায় বিক্রি করতে নিয়ে আসা ১ হাজার চার শ কেজি মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ চাঁপাইনবাবগঞ্জে পুরাতন বাজার এলাকায় অভিযান চালিয়ে শনিবার ভ্রাম্যমাণ আদালত ১ হাজার ৩৪০ কেজি মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ শেষে ধ্বংস করেছে। এসময় দু’ ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।   ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন জানান, নাটোরের একটি কোল্ড স্টোরেজ থেকে বিক্রির উদ্দ্যেশ্যে মেয়াদোত্তীর্ণ খেজুর আনা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সকালে পুলিশ শহরের পুরাতন বাজারের মেসার্স সুমাইয়া স্টোরের গোডাউনে অভিযান চালায়। এসময় ১০ কেজি ওজনের ১ শ ৩৪টি মেয়াদোত্তীর্ণ খেজুরের প্যাকেট জব্দ করা হয়। অভিযানে দোকান মালিক চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চৌহদিটোলা গ্রামের বিল্লাত আলীর ছেলে আফাজ উদ্দীন ও কর্মচারী মসজিদপাড়ার আজাদ আলীর ছেলে বাপ্পীকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপার্দ করা হলে আদালত ভোক্তা সংরক্ষণ আইনে প্রত্যেককে ৪০ হাজার করে ৮০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।  অভিযানে জব্দ করা খেজুরগুলো মাটির নিচে চাপা দিয়ে নষ্ট করে দেয়া হ...

Chapainawabganj Municipality felicitates MP JC

সাংসদ জেসিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সংবর্ধনা প্রদান চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে রবিবার সাংসদ জেসিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এই উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পরিষদ ও কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছে সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি।   সকালে পৌরসভা মিলনায়তনের পৌর মেয়র নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, পৌরসভার প্যানেল মেয়র সাইদুর রহমান, নির্বাহী প্রকৌশলী সাদেকুল ইসলাম, ফেরদৌসি ইসলাম জেসির স্বামী ড. সাইফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সচিব মামুন অর রশিদ, কাউন্সিলর মাসকুরা খাতুন, জিয়াউর রহমান আরমান, টাউন প্লানার ইমরান হোসেন, পৌরসভা কর্মকর্তা কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল হক। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-২, নূরুল ইসলাম মিনহাজ, কাউন্সিলর আব্দুল বারেক, মইদুল ইসলাম। সভায় সংসদ সদস্য বলেন,  বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বধীন সরকার দেশের সামগ্রীক উন্নয়নের লক্ষে নিরলসভাবে কাজ করে চলেছেন।  উন্নয়নের ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাতেও ব্যাপক উন্নয়ন হয়েছে এবং উন্নয়ন অব্যাহত থাকবে। তিনি দেশের উন...

Agriculture officer's prescription will be required to spray

স্প্রে করতে লাগবে কৃষি কর্মকর্তার প্রেসক্রিপশান আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে চলতি মৌসুমে আম বাগানে কৃষি কর্মকর্তাদের প্রেসক্রিপশন নিয়ে কীটনাশক, ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। বাগানে বাগানে থাকাবে লগবই যা প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং করা হবে। প্রেসক্রিপশন ছাড়া স্প্রে হলে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হবে কঠোর ব্যবস্থা। বুধবার চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।  দুপুরে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এজেডএম নূরুল হকের সভাপতিত্বে বিষমুক্ত আম উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সরবরাহ ও বাজারজাতকরণ বিষয়ক এই সভা অনুষ্ঠিত হয়। সভায় আমচাষী ও ব্যবসায়ী, কৃষি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন। এসময় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। প্রায় দেড় ঘন্টাব্যাপি অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক কেরমত আলী, আম ব্যবসায়ী সাকির আহম্মেদ। সভায় চলতি মৌসুমে যথাযথ প্রক্রিয়ায় আম উৎপাদন ও বাজারজাতকরণের উপর গুরুত্বারোপ করে আমে ক্ষতিকারক রাসায়নি...

Illegal extraction of sand from Padma through syndicate in Shibganj || The land in the face of threats

শিবগঞ্জে সিন্ডিকেটের মাধ্যমে অবৈধভাবে পদ্মা থেকে বালু উত্তোলন || হুমকীর মুখে জমি বসত বাড়ি শিবগঞ্জের পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন দীর্ঘদিন ধরে চলছে। বালু উত্তোলনের ফলে একদিকে নদী তারবর্তী কয়েকটি গ্রামের ফসলি জমি নষ্ট হচ্ছে, অন্যদিকে ওই গ্রামগুলো হুমকীর মুখে পড়েছে।  সরজমিনে গিয়ে দেখা গেছে প্রায় ১৫/২০টি ট্রাক্টরে বালু বোঝাই করা হচ্ছে। প্রাতি ট্রাক্টরে ৩ জন করে শ্রমিক কাজ করছে। রাস্তায সারিবদ্ধভাবে বালু বোঝাই ট্রাক্টর চলাচল করায় রাস্তার বেহাল দশা হয়েছে। মনোহরপুর গ্রামে শেষ প্রান্তে একদল যুবক বসে বসে বিশেষ টোকেনের মাধ্যমে ট্রাক্টর প্রতি ৮শ টাকা করে আদায় করছে। তবে টোকেনে ৩শ টাকা করে উল্লেখ করছে। বালু উত্তোলনের সময় ট্রাক্টরের চালক দূর্লভপুর ইউনিয়নে বাসির ও বকুল জানান, আমরা ট্রাক্টর প্রতি ৮শ টাকা করে দিয়ে বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রী করি। তাবে ট্রাক্টর প্রতি মাত্র ১ হাজার টাকা করে লাভ হয়।  তারমধ্যে তেল ও শ্রমিক খরচ রয়েছে।  ট্রাক্টরের শ্রমিক ১২রশিয়া গ্রামের সফিক, বাবলু ও হাকিমসহ প্রায় ২০/২৫জন শ্রমিক জানান, আমরা ট্রাক্টর প্রতি ৩শ টাকা করে পাই। সারা দিনে ৩ ট্রাক্টর ...

There are no buyers of mangoes in Chapainawabganj

চাঁপাইনবাবগঞ্জে আম আছে ক্রেতা নেই আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জ জেলায় গত দেড় যুগের মধ্যে এ বছর সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে আম। ক্রেতা না থাকায় আমের বাজারে ধস নেমেছে বলে জানিয়েছেন আমচাষি ও ব্যবসায়ীরা। ফরমালিনের অজুহাতে আম ধ্বংস, ফরমালিন ভীতি, আম পাড়ার সময় বেঁধে দেয়াসহ বিভিন্ন কারণে গত চার বছর থেকে চাঁপাইনবাবগঞ্জে আমের ব্যবসায় মন্দা চলছে। জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের বাজারে প্রায় দেড় মাস আগে উঠেছে আম।  অথচ এখনো বাজার তেমন জমে ওঠেনি। এরই মধ্যে শেষ হয়ে গেছে গুটি, গোপালভোগ ও খিরসাপাত জাতের আম। এখন বাজারে পাওয়া যাচ্ছে, আম্রপালি, বোম্বাই, ল্যাংড়া ও ফজলি জাতের আম।  ব্যবসায়ীরা জানান, আর কয়েকদিনের মধ্যেই বাজারে উঠবে আশ্বিনা জাতের আম। কিন্তু বাজারের মন্দাভাব কিছুতেই কাটছে না।  শহরের পুরাতন বাজারের আম ব্যবসায়ী গোলাম মোর্তুজা বলেন, রমজান মাসে এমনিতেই আমের চাহিদা কম থাকে।  এ বছর আমের ভরা মৌসুম পড়েছে রমজান মাসে। আশা করেছিলাম রমজান মাস শেষে হলে আমের বিক্রি বেড়ে যাবে কিন্তু রমজান শেষ হওয়ার পরও আম বিক্রি বাড়েনি। বাজারে পর্যাপ্ত আম থাকলেও ক্রেতা নাই। অন্যান্য বছর যে পরিমাণ আম বিক্...

Dr. Lilon murder case: Questions over the correctness of the investigation into the death sentence of three

ড. লিলন হত্যাকাণ্ডে তিনজনের মৃত্যুদণ্ড তদন্তের যথার্থতা নিয়ে প্রশ্ন মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, নগরীর খোজাপুর গ্রামের আব্দুস সামাদ পিন্টু, কাটাখালী বাজারের আরিফুল ইসলাম মানিক, বাখরাবাজ দক্ষিণপাড়ার মো. সবুজ। এদের মধ্যে আব্দুস সামাদ পিন্টু ছিলেন ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি। একইসাথে তিনি জেলা যুবদলের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বলের সাথে বিশ্ববিদ্যালয়ের ঠিকাদারির কাজও করতেন। এছাড়া আরিফুল ইসলাম মানিক কাটাখালি পৌর যুবদল নেতা ও মো. সবুজ যুবদল কর্মী। এদের মধ্যে মো. সবুজ পলাতক রয়েছেন। অন্য দুই দণ্ডপ্রাপ্ত আসামিদের পুলিশ হেফাজতে কারাগারে প্রেরণ করা হয়েছে। খালাসপ্রাপ্ত হলেন, যুবদল নেতা আনোয়ার হোসেন উজ্জল, পিন্টুর স্ত্রী নাসরিন আক্তার রেসমা, সিরাজুল ইসলাম কালু, আল-মামুন, মো. সাগর, মো. জিন্নাত আলী, মো. আরিফ ও মো. ইব্রাহিম খলিল বাবু। রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, হত্যা মামলার মূল পরিকল্পনাকারী ছিলেন আরিফুল ইসলাম মানিক। আর হত্যাকাণ্ড সংঘটিত করেন আব্দুস সামাদ পিন্টু।আদালতের বরাত দিয়ে তিনি বলেন, রেশমার সাথে দুর্ব্যবহারের স...

Woman arrested with Phensedyl in Shibganj

শিবগঞ্জে ফেন্সিডিলসহ নারী আটক শিবগঞ্জে ১০০ বোতল ফেন্সিডিলস ১ নারীকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কার্যালয়ের একটি দল। শিবগঞ্জ উপজেলার কালুপুর বেইলি ব্রিজের কাছে ওই নারীকের ফেন্সিডিলসহ আটক করা হয়। চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কার্যালয়ের সহকারি পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন জানান, বরাবরের মত আমাদের একটি টিম শিবগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক দমনে কাজ করছিল। শনিবার রাত সাড়ে ৮ টার দিকে বেইলী ব্রিজের কাছে টিম একটি অটো রিকশাকে থামানোর সংকেত দেয়। সংকেত পাওয়া মাত্র ১ ব্যক্তি দ্রুত অটো রিকশা থেকে নেমে পাশের ধানখেতে পালিয়ে যায়। পালানো ব্যক্তির স্ত্রীও পালাবার মুহূর্তে ভানিটি ব্যাগসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কার্যালয়ের সদস্যরা। পরে ভ্যানিটি ব্যাগ তল্লাসি করে ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। বাকি ৭৫টি ফেন্সিডিল অটোরিকশার পেছনে প্লাস্টিকের বস্তার ভেতর থেকে উদ্ধার করা হয়। আটককৃত নারী ব্রাহ্মণবাড়িয়া জেলার অষ্টগ্রাম তালপাড় ট্যাংগর পাড়া গ্রামের রহমত আলীর মেয়ে মোসা. রুনা আক্তার (২৫) এবং পলাতক ব্যক্তি হল রুনা আক্তারের স্বামী শিবগঞ্জ উপজেলার কালুপুর মধ্...

BNP leader Harun-or-Rashid demands not to go to Harimohan and organise programmes at school ground

হরিমোহনে গিয়ে স্কুল মাঠে অনুষ্ঠান আয়োজন না করার দাবি জানালেন বিএনপি নেতা হারুন চাঁপাইনবাবগঞ্জের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠজুড়ে মেলা কিংবা অন্যান্য আয়োজন না করার দাবি জানিয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ। হরিমোহন মাঠে উন্নয়ন মেলা শেষ হবার মাত্র তিন দিনের মাথায় মঙ্গলবার সকালে তিনি বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এই দাবি জানান।   সূত্র জানায়, বিএনপি নেতা হারুনুর রশিদ স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে যান। সেখানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক  গোলাম মুর্শেদ এর সাথে সাক্ষাৎকালে স্কুলের মাঠে অনুষ্ঠান হলে শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতি হয় উল্লেখ করে আগামীতে যেন এ মাঠে সরকারি কোন অনুষ্ঠান না হয় সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানা। এসময় তিনি  স্কুলের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়েও আলোচনা করেন। তিনি স্কুলে শিক্ষার পরিবেশ, স্কুলের খেলার মাঠ ব্যবহারে উপযোগী করে গোড়ে তোলা, অভিভাবকদের সাথে নিয়মিত শিক্ষা বিষয়ে অবহিতকরণসহ নানারকম দাবী-দাওয়া তুলে ধরেন।  হারুনুর রশিদ বলেন, ‘হরিমোহন...

Bangladesh is ahead in South Asia in women's empowerment

নারীর ক্ষমতায়নে দক্ষিণ এশিয়ায় এগিয়ে আছে বাংলাদেশ মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত শহর অঞ্চলে নিম্ন আয়ের কর্মজীবী মা ও তাদের শিশুদের স্বাস্থ্য ও পুষ্টিমান বৃদ্ধি করে তাদেরকে আর্থ-সামাজিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে সরকার রাজস্ব তহবিল থেকে ২০১০-১১ অর্থবছরে প্রথমবারের মতো ‘কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচি চালু করে। কর্মসূচির শুরু থেকে ২০১৫-১৬ অর্থবছর পর্যন্ত ক্রমপুঞ্জিত ২ লাখ ৪৫ হাজার ১২৫ জন কর্মজীবী দুগ্ধদায়ী মাকে সেবা প্রদান করা হয়েছে। ১৬-১৭ অর্থবছরে ১ লক্ষ ৮০ হাজার মাকে এই ভাতা প্রদান করা হয়। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য কম্পিউটার প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা করা হয়েছে। শিক্ষিত বেকার মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জাতীয় মহিলা সংস্থার মাধ্যমে দেশের সবকটি জেলার শিক্ষিত বেকার মহিলাদের কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দিয়ে আসছে। এই প্রকল্পের মাধ্যমে ২০১৪-১৫ অর্থবছরে মোট ৪ হাজার ৩৯৩ জন শিক্ষিত বেকার নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ২০১৫-১৬ অর্থবছরে মোট ৫ হাজার ৮৮২ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ প্রদান করা হয়। ২০১৬-১৭ অর্থবছরে বরাদ্দকৃত ১...

3 arrested with Phensedyl from Kalhir railgate area in Nachol

নাচোলে কালহির রেলগেইট এলাকা থেকে ফেন্সিডিলসহ ৩ জন আটক নাচোলে কালহির রেলগেইট এলাকা থেকে ফেন্সিডিলসহ ৩ জন আটক চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কসবা ইউনিয়নের কালহির রেলগেইট এলাকা থেকে শুক্রবার ২শ’ ১০ বোতল ফেন্সিডিলসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা শিবগঞ্জ উপজেলার উত্তর উজিরপুর গ্রামের মৃত ফহিমুদ্দিনের ছেলে ইসমাইল (৩০), একই গ্রামের মৃত কলিমুদ্দিনের ছেলে কায়েস (৫০), তোফাজ্জল হোসেন এর ছেলে আইনুল (২৮)। নাচোল থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিত্বে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নাচোল থানার কসবা ইউনিয়নের কালহির রেলগেইট এর পাশ থেকে ফেন্সিডিলসহ ৩জনকে আটক করে। এ ঘটনায় নাচোল থানায় একটি মামলা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-০৪-১৯

Over 200 motorcycle thieves arrested from Shantir intersection

২ শতাধিক মটর সাইকেল চোর চক্রের মূলহোতা শান্তির মোড় থেকে আটক ২ শতাধিক মটর সাইকেল চোর চক্রের মূলহোতা শান্তির মোড় থেকে আটক চাঁপাইনবাবগঞ্জে আন্তঃজেলা মটর সাইকেল চোর চক্রের ৫ সদস্যকে ৭টি চোরাই মটর সাইকেলসহ আটক করেছে র‌্যাব। শুক্রবার রাতে পৃথক দু’টি অভিযান থেকে এদের আটক করা হয়। আটক কৃতরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুরের আফজাল হোসেনের ছেলে মনিরুল ইসলাম (৩২), কালুপুর এলাকার টিপু সুলতানের ছেলে সুমন রেজা (৩৩), দাড়িগাছির হুমায়ন কবিরের ছেলে ইলিয়াস (২৫), চাদপুর মধ্যপাড়ার গোলাম মোস্তফার ছেলে আহসান (৩০) ও সাহেব নগরের রঞ্জিতের ছেলে সজিব (২১)। আজ শনিবার বেলা ১১টায়  র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কমান্ডার স্কোয়ার্ডন লিডার সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ প্রেস ব্রিফিং এ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল নওগাঁর পোরাশা উপজেলার হাটখোলা বাজার এলাকায় অভিযান চালিয়ে মনিরুলকে একটি মটর সাইকেলসহ আটক করে।  পরে মনিরুলের স্বীকারোক্তি অনুযায়ী শিবগঞ্জের শান্তির মোড় থেকে ৬ টি চোরাই মটর সাইকেলসহ সংঘবদ্ধ চক্রের ৪ সদস্যকে আটক করে। এসময় তাদের কাছ থেকে মটর সাইকেল খোলার বেশ কয়েকটি মাস্টার চাবি উ...

Harun's case against Odud accused of forgery of dead fufu's land

ওদুদের বিরুদ্ধে হারুনের মামলা মৃত ফুফুর জমি জালিয়াতির অভিযোগ ওদুদের বিরুদ্ধে হারুনের মামলা ❀ মৃত ফুফুর জমি জালিয়াতির অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে জালিয়াতির আশ্রয় নিয়ে মৃত ফুফুর জমি রেজিস্ট্রির অভিযোগে আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদসহ পাঁচজনকে বিবাদী করে মামলা দায়ের করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ হারুন। বৃহস্পতিবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করা হয়। আব্দুল ওদুদ ও হারুনুর রশীদ পরস্পরের চাচাতো ভাই। বাদীর এজাহারের বরাত দিয়ে আইনজীবী রবিউল হক দোলন জানান, বাদী হারুনুর রশিদের ফুফু গোলেনুর বেগম ২০১১ সালের ১৫ আগস্ট তারিখে এ্যাপোলো হাসপাতালে আইসিইউতে ভর্তি হন। এবং ওই বছরের ১ সেপ্টেম্বর তিনি মারা যান। তিনি মারা যাওয়ার আগেও প্রায় তিনমাস বিভিন্ন হাসপাতালে অজ্ঞান অবস্থায় ছিলেন। কিন্তু গোলেনুরের হাসপাতালে ভর্তি হওয়ার তিন দিন পরে অর্থাৎ ১৮ আগস্ট অন্য একজনকে তার ফুফু সাজিয়ে ১০ একরেরও বেশি জমি রেজিস্ট্রি করে নেন আব্দুল ওদুদসহ অন্য বিবাদীরা। মামলার বাদী হারুনুর রশীদ বলে...

17 students of Bholahat did not take the exam

পরীক্ষা দেয়া হলো না ভোলাহাটের ১৭ শিক্ষার্থীর পরীক্ষা দেয়া হলো না ভোলাহাটের ১৭ শিক্ষার্থীর প্রবেশপত্র না পাওয়ায় চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ঝাউবোনা মডেল টেকনিক্যাল এন্ড বিএম ইনিষ্টিটিউটের ১৭ শিক্ষার্থী এইচএসসি (কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ব্যবসায় ব্যবস্থাপনা ১ম বর্ষ চূড়ান্ত) পরীক্ষায় অংশ নিতে পারেনি। এর ফলে ওই শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবন থেকে একটি বছর হারিয়ে যাবার শংকা করছেন।   শিক্ষার্থীসহ অন্যান্য সূত্র জানিয়েছে, পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীর বোর্ড ও প্রতিষ্ঠানের নিয়ম মেনে ভর্তি হয় ও পরীক্ষার ফরম পূরণ করে। কিন্তু কলেজ কর্তৃপক্ষের গাফলতির কারণে তাদের প্রবেশ পত্র আসেনি।  সোমবার পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীরা শেষ ভরসা হিসেবে ছুটে যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা পারভীনের কাছে। সূত্র জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনা শুনে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং  ভোলাহাট উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদারকে বিষয়টি দেখার দাযিত্ব দেন। কামরুজ্জামান সরদারও বলেন, এমন ক্ষেত্রে সময় থাকতে কলেজ কর্তৃপক্ষ প্রশাসনের সাহায্য নিয়ে চেষ্টা করতে পারত। এ ব্যাপ...