মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের অধিকাংশকে অবৈধ বলে রায় দিয়েছে দেশটির আপিল আদালত। শুক্রবার (২৯ আগস্ট) এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে আন্তর্জাতিক অর্থনীতিতে প্রভাব বিস্তারে রিপাবলিকান নেতার প্রধানতম হাতিয়ার এখন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ওয়াশিংটন ডিসিভিত্তিক মার্কিন ফেডারেল সার্কিট আপিল আদালতের ৭-৪ ভোটে দেওয়া এই রায়ে এপ্রিল মাসে ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের অংশ হিসেবে আরোপিত পারস্পরিক শুল্ক এবং ফেব্রুয়ারিতে চীন, কানাডা, মেক্সিকোর ওপর আরোপিত আরেক দফা শুল্কের বৈধতা নিয়ে রায় দিয়েছে। রায়ের পক্ষে মত দেওয়া সাত বিচারপতির ছয়জন ডেমোক্র্যাট আর একজন রিপাবলিকান আমলে নিয়োগপ্রাপ্ত। আর রায়ের বিপক্ষে অবস্থানকারীদের মধ্যে দুজন ডেমোক্র্যাট ও দুজন রিপাবালিকান প্রশাসনের অধীনে নিয়োগ পেয়েছেন। অ বশ্য, অন্য আইনি কর্তৃপক্ষ আরোপিত শুল্ক, যেমন ট্রাম্পের স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক, এই রায়ের প্রভাব নেই। হোয়াইট হাউজের দ্বিতীয় মেয়াদে শুল্ককে মার্কিন পররাষ্ট্রনীতির একটি মূল ভিত্তি বানিয়ে ফেলেছেন ট্রাম্প। ইচ্ছেমতো এই হাতিয়ার ব্যবহার করে তিনি বাণিজ্য অংশীদারদ...
২ শতাধিক মটর সাইকেল চোর চক্রের মূলহোতা শান্তির মোড় থেকে আটক
২ শতাধিক মটর সাইকেল চোর চক্রের মূলহোতা শান্তির মোড় থেকে আটকচাঁপাইনবাবগঞ্জে আন্তঃজেলা মটর সাইকেল চোর চক্রের ৫ সদস্যকে ৭টি চোরাই মটর সাইকেলসহ আটক করেছে র্যাব। শুক্রবার রাতে পৃথক দু’টি অভিযান থেকে এদের আটক করা হয়। আটক কৃতরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুরের আফজাল হোসেনের ছেলে মনিরুল ইসলাম (৩২), কালুপুর এলাকার টিপু সুলতানের ছেলে সুমন রেজা (৩৩), দাড়িগাছির হুমায়ন কবিরের ছেলে ইলিয়াস (২৫), চাদপুর মধ্যপাড়ার গোলাম মোস্তফার ছেলে আহসান (৩০) ও সাহেব নগরের রঞ্জিতের ছেলে সজিব (২১)।আজ শনিবার বেলা ১১টায় র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কমান্ডার স্কোয়ার্ডন লিডার সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ প্রেস ব্রিফিং এ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর একটি দল নওগাঁর পোরাশা উপজেলার হাটখোলা বাজার এলাকায় অভিযান চালিয়ে মনিরুলকে একটি মটর সাইকেলসহ আটক করে।
পরে মনিরুলের স্বীকারোক্তি অনুযায়ী শিবগঞ্জের শান্তির মোড় থেকে ৬ টি চোরাই মটর সাইকেলসহ সংঘবদ্ধ চক্রের ৪ সদস্যকে আটক করে। এসময় তাদের কাছ থেকে মটর সাইকেল খোলার বেশ কয়েকটি মাস্টার চাবি উদ্ধার করা হয়। র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গত ৩ বছরে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার বিভিন্ন এলাকা থেকে দু’ শতাধিক মোটর সাইকেল চুরির করার কথা স্বীকার করেছেন।এ ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব। চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩-০৪-১৯
২ শতাধিক মটর সাইকেল চোর চক্রের মূলহোতা শান্তির মোড় থেকে আটক
ReplyDelete