মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের অধিকাংশকে অবৈধ বলে রায় দিয়েছে দেশটির আপিল আদালত। শুক্রবার (২৯ আগস্ট) এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে আন্তর্জাতিক অর্থনীতিতে প্রভাব বিস্তারে রিপাবলিকান নেতার প্রধানতম হাতিয়ার এখন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ওয়াশিংটন ডিসিভিত্তিক মার্কিন ফেডারেল সার্কিট আপিল আদালতের ৭-৪ ভোটে দেওয়া এই রায়ে এপ্রিল মাসে ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের অংশ হিসেবে আরোপিত পারস্পরিক শুল্ক এবং ফেব্রুয়ারিতে চীন, কানাডা, মেক্সিকোর ওপর আরোপিত আরেক দফা শুল্কের বৈধতা নিয়ে রায় দিয়েছে। রায়ের পক্ষে মত দেওয়া সাত বিচারপতির ছয়জন ডেমোক্র্যাট আর একজন রিপাবলিকান আমলে নিয়োগপ্রাপ্ত। আর রায়ের বিপক্ষে অবস্থানকারীদের মধ্যে দুজন ডেমোক্র্যাট ও দুজন রিপাবালিকান প্রশাসনের অধীনে নিয়োগ পেয়েছেন। অ বশ্য, অন্য আইনি কর্তৃপক্ষ আরোপিত শুল্ক, যেমন ট্রাম্পের স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক, এই রায়ের প্রভাব নেই। হোয়াইট হাউজের দ্বিতীয় মেয়াদে শুল্ককে মার্কিন পররাষ্ট্রনীতির একটি মূল ভিত্তি বানিয়ে ফেলেছেন ট্রাম্প। ইচ্ছেমতো এই হাতিয়ার ব্যবহার করে তিনি বাণিজ্য অংশীদারদ...
নাচোলে কালহির রেলগেইট এলাকা থেকে ফেন্সিডিলসহ ৩ জন আটক
নাচোলে কালহির রেলগেইট এলাকা থেকে ফেন্সিডিলসহ ৩ জন আটক
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কসবা ইউনিয়নের কালহির রেলগেইট এলাকা থেকে শুক্রবার ২শ’ ১০ বোতল ফেন্সিডিলসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা শিবগঞ্জ উপজেলার উত্তর উজিরপুর গ্রামের মৃত ফহিমুদ্দিনের ছেলে ইসমাইল (৩০), একই গ্রামের মৃত কলিমুদ্দিনের ছেলে কায়েস (৫০), তোফাজ্জল হোসেন এর ছেলে আইনুল (২৮)।
নাচোল থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিত্বে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নাচোল থানার কসবা ইউনিয়নের কালহির রেলগেইট এর পাশ থেকে ফেন্সিডিলসহ ৩জনকে আটক করে। এ ঘটনায় নাচোল থানায় একটি মামলা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-০৪-১৯
Comments
Post a Comment