কমিশন চেয়ারম্যানের পদত্যাগ চাইলেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসনের ৫০ শতাংশ কোটা ইস্যুতে জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরীকে পদত্যাগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (বাসা)। বুধবার (২৫ ডিসেম্বর) রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে এ দাবি জানান বিসিএস ৯ম ব্যাচের কর্মকর্তা জাকির হোসেন কালাম। তিনি বলেন, শুধু সংস্কার কমিশনের চেয়ারম্যানকে পদত্যাগ করলেই হবে না, সব স্টেকহোল্ডারকে নিয়ে এ সংস্কার কমিশনকে পুনর্গঠন করতে হবে। এর আগে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব সোহেল রানা বলেন, উপসচিব পদে ৫০ শতাংশ হারে পদায়ন বৈষম্যমূলক, অযৌক্তিক ও ষড়যন্ত্রমূলক। রাষ্ট্রকে দুর্বল করার কোনো প্রচেষ্টা চলছে কি না, এটাও আমাদের দেখতে হবে। এর আগে গত ১৭ ডিসেম্বর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী জানান, উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের ৫০ শতাংশ এবং অন্য সব ক্যাডার থেকে ৫০ শতাংশ কোটা রাখার সুপারিশ করবেন তারা। বর্তমান বিধিমালা অনুযায়ী, উপসচি...
নাচোলে কালহির রেলগেইট এলাকা থেকে ফেন্সিডিলসহ ৩ জন আটক
নাচোলে কালহির রেলগেইট এলাকা থেকে ফেন্সিডিলসহ ৩ জন আটক
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কসবা ইউনিয়নের কালহির রেলগেইট এলাকা থেকে শুক্রবার ২শ’ ১০ বোতল ফেন্সিডিলসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা শিবগঞ্জ উপজেলার উত্তর উজিরপুর গ্রামের মৃত ফহিমুদ্দিনের ছেলে ইসমাইল (৩০), একই গ্রামের মৃত কলিমুদ্দিনের ছেলে কায়েস (৫০), তোফাজ্জল হোসেন এর ছেলে আইনুল (২৮)।
নাচোল থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিত্বে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নাচোল থানার কসবা ইউনিয়নের কালহির রেলগেইট এর পাশ থেকে ফেন্সিডিলসহ ৩জনকে আটক করে। এ ঘটনায় নাচোল থানায় একটি মামলা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-০৪-১৯
Comments
Post a Comment