রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত
নাচোলে কালহির রেলগেইট এলাকা থেকে ফেন্সিডিলসহ ৩ জন আটক
নাচোলে কালহির রেলগেইট এলাকা থেকে ফেন্সিডিলসহ ৩ জন আটক
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কসবা ইউনিয়নের কালহির রেলগেইট এলাকা থেকে শুক্রবার ২শ’ ১০ বোতল ফেন্সিডিলসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা শিবগঞ্জ উপজেলার উত্তর উজিরপুর গ্রামের মৃত ফহিমুদ্দিনের ছেলে ইসমাইল (৩০), একই গ্রামের মৃত কলিমুদ্দিনের ছেলে কায়েস (৫০), তোফাজ্জল হোসেন এর ছেলে আইনুল (২৮)।
নাচোল থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিত্বে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নাচোল থানার কসবা ইউনিয়নের কালহির রেলগেইট এর পাশ থেকে ফেন্সিডিলসহ ৩জনকে আটক করে। এ ঘটনায় নাচোল থানায় একটি মামলা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-০৪-১৯

Comments
Post a Comment